শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ এ নার্স নিয়ােগ বিজ্ঞপ্তি
পদের নাম: | সিনিয়র স্টাফ নার্স/ ইনস্ট্রাক্টর |
আবেদন শুরুর তারিখ: | ৩০/০৯/২০ ইং |
আবেদনের শেষ তারিখ: | ১১/১০/২০২০ ইং |
মোট পদ সংখ্যা: | উল্লেখ নেই |
যোগ্যতা: | বি.এস.সি/ ডিপ্লোমা ইন নার্সিং |
অভিজ্ঞতা: | লাগবেনা |
বেতন : | আলোচনার মাধ্যমে |
আবেদন ফী : | লাগবেনা |
আবেদন পক্রিয়া: ডাকযোগে বা সরাসরি
আগ্রহী প্রার্থীদের স্ব-হস্তে লিখিত আবেদন, পূণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তােলা ২টি পাসপাের্ট সাইজের রঙিন ছবি ও সকল শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং মােবাইল ফোন নম্বরসহ আগামী ১১/১০/২০২০ ইং তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় প্রেরণের জন্য অনুরােধ করা যাচ্ছে। বাছাইকৃত প্রার্থীদেরকে মােবাইল ফোনের মাধ্যমে নিয়ােগ পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। প্রতিটি পদের বেতন ভাতা আলােচনা সাপেক্ষ প্রতিষ্ঠানের বিধি মােতাবেক প্রদান করা হবে। যে কোন প্রকার সুপারিশ প্রার্থীর অযােগ্যতা বলে বিবেচিত হবে।।
আবেদনের ঠিকানা: শিশুস্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ ৬/২ বড়বাগ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ ।
ইমেইল: ইমেইলে আবেদন করা যাবেনা
মূল সারকুলারটি প্রকাশিত হয়: (৩০/০৯/২০ ইং) দৈনিক ইত্তেফাক পত্রিকায়
....সার্কুলারের photo download করতে যেকোন web browser ব্যাবহার করুন, facebook app থেকে download হয়না৷
পদসমূহের যােগ্যতা, অভিজ্ঞতা, বেতন-ভাতা, দায়িত্ব ও কর্তব্য এবং অন্যান্য বিষয় প্রতিষ্ঠানের ওয়েব সাইট www.ssfbd.org এ দেয়া আছে। উল্লেখ্য, গত ১৭/৩/২০২০ গ্রামের কাগজ” এবং ২০/১০/২০১৯ "প্রথম আলাে" প্রত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে সংশ্লিষ্ট পদে যারা আবেদন করেছেন তাদের আবেদন সংরক্ষিত আছে, এবং নূতন করে তাদের আবেদন করার প্রয়ােজন নাই।