bdjobs tutirial: Other Relevant Information {Part-5}


What is Career Summary?
Career অর্থ পেশা, Summary অর্থ সংক্ষেপ, সুতরাং নাম থেকেই বুঝতে পারছেন Career Summary তে নিজের পূর্ণাঙ্গ পেশাগত লাইফকে প্রকাশ করতে হবে। এর মাধ্যমে আপনি আপনার A to Z চাকরির অভিজ্ঞতাকে দারুনভাবে তুলে ধরার চেষ্টা করুন। যেমনটা বিজ্ঞাপনে ছোট্ট একটা জিনিসকে বিরাট আকারে হাইলাইট করে থাকে, তেমনি আপনার নরমাল Experiense কে অসাধারণ Experience আকারে তুলে ধরুন। চেষ্টা করুন এমন একটা ভাব দেখানোর যেন আপনি পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে সবার থেকে বেটার নার্স হয়ে উঠেছেন। আর যদি এমনটি না পারেন তবে এই অংশে কিছু লেখা আর না লেখা সমান কথা। বরং না লিখাই ভালো।

যেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি (বাংলায়): বর্তমানে আমি ঢাকা মগবাজার হাসপাতালে সিনিযর স্টাফ নার্স হিসাবে কর্মরত আছি। ২০১৭ সালে নার্সিংয়ে ডিপলোমা শেষ করে প্রথম কর্মজীবণ শুরু করি ঢাকা সাদিয়া মেডিক্যালে, অতঃপর ৮ মাসের কর্ম অভিজ্ঞতার মধ্য দিয়ে শুরু করি ঢাকা মগবাজার হাসপাতালে। বর্মানে আরো উত্তম কোনো সুজোক পেলে নিজের কর্মদক্ষতার সর্বোচ্চ ব্যাবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের সেবার সাথে সাথে নিজেকে আরো দক্ষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো, তাই আপনার বিজ্ঞাপন দেখে আমি আবেদন করতে ইচ্ছুক হয়েছি, কেননা আপনার প্রতিষ্ঠানটি স্বনামধন্য এবং আমার পছন্দের তালিকায় শির্ষে।

ভালো করে উপরের কথাগুলো পড়ুন, বুঝতে পারবেন আমি চেষ্টা করেছি নিয়োগকারীকে প্রশংসার মাধ্যমে নিজের সম্পর্কে ভালো ধারণা তৈরির জন্য
এভাবে এর থেকেও অনেক বেশি চটকদারিতা আনতে পারবেন, শুধু একটু ভাবতে হবে কি লিখবেন।

Special Qualification:
এই অংশটার গুরত্ব সম্পর্কে বলে বোঝানো সম্ভব নয়।বিশেষ করে ইন্জ্ঞিনিয়ারিং বা অন্যকোনো স্কিল ভিত্তিক জবের ক্ষেত্রে যাদের চাকরির অভিজ্ঞতা নেই তাদের চাকরি হবে কিনা তা নির্ভর করে Special Qualification এর উপর ৯০%।
নার্সিংয়ের ক্ষেত্রেও নতুনদের জন্য Objective এর পরেই এর গুরত্ব। কেউকি কখনো শুনেছেন যে, দুই/ তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন চাকরি প্রার্থিকে চাকরিতে না নিয়ে নতুন কাউকে নিয়েছে? আপনাদের মধ্য থেকে কেউ কেউ হয়তো বলবেন, যার হয়েছে তার রেফারেন্স ছিল। কিন্তু না রেফারেন্স ছাড়াও এমনটি হয়। যার বাস্তব উদাহরণ আমি নিজেই।

উদাহরণটা দেয়ার আগে একটু নিজের সম্পর্কে বলে নিই, কেননা উদাহরণটা নার্সিং রেলাটেড নয়। আমি মুবারক হোসাইন, ইলেক্ট্রিক্যাল ইন্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছি, বর্তমানে EEE তে ইন্জ্ঞিনিয়ারিং  শেষের দিকে (SSC 2013 batch) Admin-Diploma Engineering Part
এই পোস্টটি করার কথা ছিল এই ওয়েবের নার্সিং এডমিন রাইশা আক্তারের [ নার্স, ঢাকা শিশু হাসপাতাল ] কিন্তু তিনি জানালেন Career Summary এবং Qualification নিয়ে কি লিখবেন কিছু ভেবে পাচ্ছেননা, তাই তার অনুরোধেই বাধ্য হয়ে আমিই পোস্টি করতে বসেছি। আশা করি নন নার্সিং বলে কোন নার্সিং স্টুডেন্ট বিরুপ মনতব্য করবেননা।

মূল কথায় আসি। ২০১৮ সালের এপ্রিল মাসের কথা্ তখন আমি BSC, Versity Admission এর জন্য গাজিপুরে। হাই স্কুল, কলেজে আমি বরাবরি ভাল ছাত্রই ছিলাম। কিন্তু ভারসিটি এডমিশনে আর মন বসলোনা, যেহেতু ডিপ্লোমা করেছি তাই জবের জন্য চিন্তা করলাম। আমার কোনো রেফারেন্স নেই তাই ভাল জবের চিন্তা ছেড়ে ছোট জবেই ঠুকতে হবে ভেবে নিলাম। গাজিপুর মিনিস্টার কম্পানিতে জবের ভাইবা দিতে গেলাম। এর আগে পুরো দুইদিন ধরে আমার সিভিটাকে তৈরি করেছিলাম এই ভাইবার জন্যে। কিন্তু কম্পানি আমার সেই সিভি না দেখেই জব কন্ফার্ম করে দিল। কম্পানির সবচেয়ে নিচের পদ এ্যাসেম্বলারে জয়েন করলাম। বেতন মাত্র সাত হাজার, লজ্জায় মাথা নুয়ে যয়, তাই কাউকে জানাইনি জবের কথা। হঠাৎ দুই/ আড়াই মাস পড়ে আমাকে এসেম্বলার থেকে Jr. Executive বানালো। তখন উঠে আসলো আমার সেই সিভি, যার কোয়ালিফিকেশন দেখে আমার উর্ধতন স্যার অবাক হয়ে আরেক ধাপ প্রমোশন দিয়ে সার্ভিস ইনসার্চ বানিয়ে দিলেন। এই দিন থেকেই আমি Qualification এর টার্গেট বুঝতে পারি। এরপর গত দুই বছরে মোট ৪টি ভালমানের জব ছেড়েছি। যদিও বর্তমানে লক ডাউনে বাসায় আছি, তবে জব নিয়ে ভাবিনা, বরং এখন আমিই অনেককে জবের জন্য রেফার করছি।
২০১৯ সালে মোল্লা সল্ট ফ্যাক্টরিতে  সুপারভাইসরের সার্কুলার ছিল। ভাইবাতে আমাকে কোন প্রশ্ন না করে শুধু জিঙ্গেস করেছে, কোয়ালিফিকেশনে যা লিখেছি সে বিষয়ে। জবটা হয়েছিল, সেলারি কম বলে জয়েন করিনি।

যেটা আমি বুঝাতে চাচ্ছি তা হলো কোয়ালিফিকেশন ও অবজেক্টিভ যদি সবার থেকে সেরাভাবে লিখা যায়, আর সেই সিভি যদি নিয়োগকারি পড়েন তাহলে অন্যদের থেকে আপনার জব হবার সম্ভাবনা অনেক বেশি থাকবে।

Special Qualification: কি লিখবেন?
  • কি ধরণের মানসিকতা চেয়েছে? কাজের ধরণ দেখে বুঝার চেষ্টা করবেন ক্যামন মানসিকতার লোক তাদের প্রয়োজন, আপনি এমন কিছু লিখবেন যা পড়ে নিয়োগকারির মনে হবে আপনিই কাঙ্খিত ব্যাক্তিত্য।
  • ধরুন নিয়োগকারি বলেছে নাইট ডিউটির অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনি এভাবে বলতে পারেন--- গত ২ বছর যাবৎ ্নুরজাহান হাসপাতালে নিয়মিত নাইট ডিউটি করেছি। তাছাড়া কোন কারণে নাইট ডিউটিতে অনুপস্থিত নার্সের পরিবর্তে আমি নিয়মিতভাবেই দ্বায়িত্ব পালন করেছি। তাই নাইট ডিউটির জন্য আমি স্বাভাবিকভাবেই প্রস্তুত
  • অনেক সময় অত্যাধিক চাপ নিয়ে কাজ করার মানসিকতার লোক চেয়ে থাকে। সেক্ষেত্রে বলতে পারেন, আগে যে হাসপাতালে জব করতেন সেখানে না্সের সংকট ছিল বেশ। ফলে এমন অবস্থায় জব করে আপনি ইতোমধ্যেই চাপে কাজ করায় অভ্যস্থ হয়ে উঠেছেন।
  • ধরুন একটা জবে অভিজ্ঞতা চেয়েছে ৩ বছরের। কিন্তু আপনার কোনো অভিজ্ঞতাই নেই। তারপরো আপনি Apply করতে চাচ্ছেন,তাহলে কি করবেন? এক্ষেত্রে একটু চাপা মারতে পারেন এভাবে, নার্সিং স্টাডি চলাকালিন সময়ে শেষ দের বছর আমি শিফটিংভাবে পার্টাইম ্XXX হাসপাতালে জব করতাম আর্থিক অসচ্ছলতার কারণে। যদিও সে সময় পুরোপুরি নার্সের দ্বায়িত্ব পালন করিনি, তারপরো বেশ অভিজ্ঞতা অর্জন করেছি। ডাছাড়া গত ৬ মাস যাবৎ আমি XXX হাসপাতালে ফুল টাইম কর্মরত আছি।
  • প্রত্যেকটি গুণের কথা পয়েন্ট আকারে উপস্থাপন করবেন। 
  • এভাবে সার্কুলারে যতগুলো গুনের কথা বলবে তার সব গুলোই আপনার আছে এমনটি কৌশলে বা উদাহরণে বুঝাবেন।

Keyword:
নার্সিং জবকে সবাই কিকি word লিখে সার্চ করে, সেই word গুলি লিখবেন। যেমন: BSC NUrsing, Diploma Nursing, Midwifery  ইত্যাদি

⏪ Prev Next 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url