নিউ লাইফ হাসপাতালে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি
চাকরির সারসংক্ষেপ:
- পদ সংখ্যা: ১৫ জন
- বয়স: ২০ থেকে ৩০ বছর
- চাকরির ধরন: ফুল টাইম
- আবেদনের শেষ তারিখ: ২২ অক্টোবর ২০২৪
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ডিপ্লেমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি সার্টিফিকেটধারী হতে হবে।
- বৈধ্য লাইসেন্সপ্রাপ্ত হতে হবে।
- হাসপাতাল, ফিজিওথেরাপি সেন্টার, ক্লিনিক, স্বাস্থ্যসেবা স্টার্টআপে ২-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারেন।
অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ:
- আইসিইউ তে কাজ কাজ জানতে হবে বা করার অভিজ্ঞতা থাকতে হবে।
- এনআইসিইউ-এর কাজ করা অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- চমৎকার আন্তঃব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা ভালো হতে হবে।
- ব্যবস্থাপনা দক্ষতা সম্পূর্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- সাংগঠনিক দক্ষতা ভালো হতে হবে।
- দৃঢ় কাজের নীতি এবং মাল্টিটাস্ক করার ক্ষমতা।
স্কিলস ও এক্সপার্টস:
- বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
- রোগীদের কাউন্সেলিং করার দক্ষতা ভালো হতে হবে।
- শক্তিশালী আন্তঃব্যক্তিক দক্ষতা সম্পূর্ন হতে হবে।
অন্যান্য সুবিধা সমূহ:
- ওভার টাইম অ্যালাউন্স
- বেতন পর্যালোচনা: বার্ষিক
- উৎসব ভাতা: ২টি (বার্ষিক)
- হাসপাতাল নীতি অনুযায়ী সকল সুবিধা প্রধান করা হবে।
আবেদন পাঠানোর উপায়:
আগ্রহী প্রার্থীরা আগামী ২২ অক্টোবর ২০২৪ইং তারিখের মধ্যে সকাল ৮.০০ থেকে রাত ৭.০০ টার মধ্যে জীবন বৃত্তান্ত নিয়ে সরাসরি নিউ লাইফ হাসপাতাল, ১৬৩, আশরাফুন্নেসা প্লাজা (৩য় ফ্লোর), এবিসি স্কুল ও পারফেক্ট কোচিং সেন্টারের পূর্ব পার্শ্বে, লক্ষীপুর, রাজশাহী- ৬০০০ ঠিকানায় ব্যাবস্থাপক বরাবর জমা করার জন্য অনুরোধ করা হচ্ছে। অথবা ইমেইলের ([email protected]) মাধ্যমে জীবন বৃত্তান্ত পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ ঠিকানা
নিউ লাইফ হাসপাতাল
ঠিকানা: ১৬৩,আশরাফুন্নেসা প্লাজা (৩য় ফ্লোর), লক্ষীপুর, রাজশাহী-৬০০০
ইমেইল: [email protected]
ঠিকানা: ১৬৩,আশরাফুন্নেসা প্লাজা (৩য় ফ্লোর), লক্ষীপুর, রাজশাহী-৬০০০
ইমেইল: [email protected]
