আলকেমি হাসপাতাল (প্রা.) লি নার্স নিয়োগ বিজ্ঞপ্তি
অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত আলকেমি হাসপাতাল (প্রা.) লিমিটেড এর জন্যে নার্স পদে নিয়োগের নিমিত্তে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে।
চাকরির সারসংক্ষেপ:
- চাকরির ধরন: ফুল টাইম
- বয়স: ২২ থেকে ৩০ বছর
- কর্মস্হল: ময়মনসিংহ সদর
- কর্মক্ষেত্র: অফিসে
- জেন্ডার: নারী
- আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৪
কারা আবেদন করতে পারবেন?
- ডিপ্লোমা ইন নার্সিং/ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সনদধারী হতে হবে।
- বৈধ্য BNMC সার্টিফিকেট থাকতে হবে।
- হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, চেম্বারে ০২ থেকে ০৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- শুধুমাত্র নারী প্রার্থীগন আবেদন করতে পারবেন।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা আগামী ২৯/১০/২০২৪ ইং তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট, অভিজ্ঞতার সনদপত্র, ২ কফি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আপডেট জীবন বৃত্তান্ত সরাসরি আলকেমি হাসপাতাল (প্রা.) লি, ৩৩৩, চরপাড়া মিউর, ময়মনসিংহ ঠিকানায় ব্যাবস্থাপক বরাবর জমা করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ ঠিকানা:
আলকেমি হাসপাতাল (প্রা.) লি
ঠিকানা: ৩৩৩, চরপাড়া মিউর, ময়মনসিংহ, বাংলাদেশ
ওয়েবসাইট: https://alchemihospitalbd.com/
ঠিকানা: ৩৩৩, চরপাড়া মিউর, ময়মনসিংহ, বাংলাদেশ
ওয়েবসাইট: https://alchemihospitalbd.com/
