ইসপাহানি ইসলামিয়া আই হাসপাতালে আকর্ষণীয় বেতনে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি
ইসপাহানি ইসলামিয়া আই হাসপাতালে জরুরি ভিত্তিতে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা প্রদান সাপেক্ষে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১১ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে। সার্কুলারটিতে কিভাবে আবেদন করবেন? বেতন কত? সুযোগ সুবিধা কি কি? ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হয়েছে।
বেতন কত?
সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে:-
- প্রথম জয়েনিং এর সময় বেতন ধরা হবে ২০,০০০ থেকে ২২,০০০ টাকা।
- নিয়োগ স্থায়ী করণের পর বেতন হবে ২২,০০০ থেকে ২৪,০০০ টাকা।
কি কি সুযোগ সুবিধা রয়েছে ইসপাহানি ইসলামিয়া আই হাসপাতালে নার্সদের জন্য?
- নিয়োগ স্থায়ী করণ হবার পর মাতৃত্বকালীন ছুটি পাবেন ৬ মাস (২টি সন্তানের ক্ষেত্রে)
- মাতৃত্বকালীন ছুটি চলা কালীন পূর্ণ বেতন পাবেন।
- বাৎসরিক নবান্ন বা পহেলা বৈশাখ উৎসব ভাতা পাবেন।
- দুইটি ঈদে ঈদ বোনাস পাবেন।
- বাৎসরিক ছুটি পাবেন।
- অসুস্থতার জন্য বিশেষ ছুটি পাবেন।
- চিকিৎসা বাবৎ আলাদাভাবে চিকিৎসা ভাতা পাবেন।
- প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি থাকবে।
- নিজের এবং পরিবারের চিকিৎসার জন্য হাসপাতালে বিশেষ সুবিধা পাবেন।
- চাকরিরত অবস্থায় জীবণ বিপন্ন হবার সম্ভাবনা দেখা দিলে কর্তৃপক্ষ সার্বিক সাপোর্ট প্রদান করবে।
- এছাড়াও ইসপাহানি এর অন্যান্য সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।
কিভাবে এবং কত তারিখের মধ্যে আবেদন করতে হবে?
- আবেদনের শেষ তারিখ: ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ইং
- আবেদন করতে পারবেন বিডিজবস এক্যাউন্টের মাধ্যমে।
- এছাড়াও সরাসরি হার্ডকপি জমা দিতে পারবেন হাসপাতালের ঠিকানায়।
কর্মস্থল বা হাসাতালের ঠিকানা কোথায়?
সারা দেশে ইস্পাহানী আই হাসপাতালের অনেকগুলো শাখা রয়েছে। তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধুমাত্র ইস্পাহানী আই হাসপাতালের প্রধান শাখার জন্য। হাসপাতালটির পূর্ণাঙ্গ ঠিকানা নিম্নরূপ:
Ispahani Islamia Eye Institute and Hospital
Dhaka-1215, Bangladesh
Email: [email protected]
Phone: 8141969, 8143158, 55028622
ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল একটি অলাভজনক হাসপাতাল। বাংলাদেশের পরিপাটি এবং সুশ্রিঙ্খল হাসপাতালগুলোর মধ্যে এটি অন্যতম একটি হাসপাতাল। এই হাসপাতালটিতে গরিবদের এবং ভিআইপিদের জন্য আলাদাভাবে আউটডোর ব্যাবস্থা থাকায় বিভিন্ন সরকারি হাসপাতালে যেমন গোলযোগ হয় তেমনটি হয়না। তাছাড়া রোগি অনুপাতে এখানে যথেষ্ট ডাক্তার এবং নার্স রয়েছে। ফলে কর্মস্থল হিসেবে নার্স এবং ডাক্তারদের প্রথম পছন্দের তালিকায় সবসময় থাকে এই হাসপাতালটি।
Nurse post a RN chara ki apply kora jabe?
না, RN ছাড়া আবেদন করা যাবেনা।
Midwifery apply korte parbe?
না, ডিপ্লোমা/ বিএসসি নার্সগণ আবেদন করতে পারবেন।
Apply korta cai
আবেদন করতে উপরের তথ্য অনুসরণ করুন।
Midwife ki nibe ai khane
না, নার্স চেয়েছে শুধু।