মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ক্রিম
মানুষের মখমন্ডলে সৌন্দর্যের বহিপ্রকাশ ঘটে সবচেয়ে বেশি। তাই কারো মুখে কালো দাগ বা ব্রণ থাকলে নিজেকে অসুন্দর মনে হয় এবং অন্যদের সামনে আসতে হিনমন্যতায় ভোগেন। এই সমস্যাটি বর্তমানে অধিকাংশ নারী-পুরুষের মধ্যেই দেখা যায়। তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে অনেক রকমের ফেসওয়াশ বা ক্রিম ব্যবহার করে থাকেন।
আজ এই গুরুত্বপূর্ণ বিষয়: মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ক্রিম সম্পর্কে নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
মুখের ব্রণ হওয়ার কারণ
মুখের ব্রণ হওয়ার মূল কারণগুলো হলো:
- অনিয়মিত খাওয়া-দাওয়া,
- বাইরের তেল বা মশলাদার খাবার খাওয়া,
- পানি কম খাওয়া,
- অস্বাস্থ্যকর জীবনযাপন করা,
- পর্যাপ্ত পরিমাণে ত্বকের যত্ন না নেওয়া,
- অতিরিক্ত দুশ্চিন্তা,
- ঘুম না হওয়া,
- হরমন ক্ষরণের তারতম্য বা অভাব,
- তৈলাক্ত ত্বক,
- অতিরিক্ত ঘাম হওয়া ইত্যাদি।
ছেলেদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ক্রিম বা ফেসওয়াশ
মুখের ব্রণ ও কালো দাগ দূর করার জন্য নিম্নোক্ত ফেসওয়াশ বা ক্রিমগুলো ব্যবহার করতে পারেন:
- গার্নিয়ার একনো ফাইট সিক্স ইন ওয়ান পিম্পল ক্লিয়ারিং ফেসওয়াশ (Garnier Acno Fight 6 in1 Pimple Clearing Face Wash)
- গার্নিয়ার ম্যান অয়েল ক্লিয়ার ফেয়ারনেস ক্রীম (Garnier Men Oil Clear Fairness cream)
- নিভিয়া হোয়াইটেনিং অয়েল কন্ট্রোল ময়েশ্চারাইজার ফর ম্যান (Nivea Whitening Oil Control Moisturizer for Men)
- নিভিয়া ম্যান ডার্ক স্পট রিডাকশন ফেসওয়াশ (Nivea Men Dark Spot Reduction Face Wash)
- পন্ডস ম্যান অয়েল কন্ট্রোল ফেসওয়াশ (Pond’s Men Oil Control Face Wash)
মেয়েদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ক্রিম বা ফেসওয়াশ
মুখের কালো দাগ ও ব্রণ দূর করার জন্য নিম্নলিখিত ক্রিম বা ফেসওয়াশগুলো ব্যবহার করতে পারেন। তাহলে ব্রণ ও কালো দাগের সমস্যা দূর হয়ে যাবে।
- একনেস্টের পিম্পলে জেল (Acnestar Pimple Gel)
- বেটনোভেট এন ক্রিম (Betnovate N Cream)
- ক্লিন অ্যান্ড ক্লিয়ার পিম্পল ক্লিয়ারিং ফেসওয়াশ (Clean and Clear Pimple Clearing Face Wash)
- দ্যা বডি শপ টি ট্রি স্কিন ক্লিয়ারিং ফেসওয়াশ (The Body Shop Tea Tree Skin Clearing Face Wash)
- নিউট্রোজিনা ক্লিয়ার এন্ড সুদ মূজ ক্লিনজার (Neutrogena Clear Soothe Mousse Cleanser)
ঘরোয়া পদ্ধতিতে মুখের কালো দাগ ও ব্রণ দূর করার উপায়
মুখের কালো দাগ ও ব্রণ দূর করার ঘরোয়া পদ্ধতিগুলো হলো:
কাঁচা হলুদ
প্রথমে পরিমাণ মতো কাঁচা হলুদ বেঁটে নিন। এরপর বাঁটা কাঁচা হলুদের সাথে চন্দন কাঠের গুড়ো ও পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিন। কিছুক্ষণ পরে শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন একবার করে লাগালে মুখের কালো দাগ ও ব্রণ দূর হয়ে যাবে।
তুলসী পাতার রস
প্রথমে কিছু তুলসী পাতা বেটে রস বের করে নিন। এরপর বের করা রস মুখের কালো দাগ ও ব্রণের উপর লাগিয়ে নিন। এরপর শুকিয়ে গেলে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন একবার করে লাগাতে পারেন।
চন্দন
চন্দনে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য, যা দাগ ও ব্রণ কমাতে সাহায্য করে। ১ চা চামচ চন্দন কাঠের গুড়ো, সামান্য পরিমাণে কমলা লেবুর রস এবং কয়েক ফোটা নারিকেল তেল নিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এরপর মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জেল
মুখের কালো দাগ দূর করতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক অ্যালোভেরা জেল বা অ্যালোভেরার রস সরাসারি মুখের কালো দাগের উপর লাগাতে পারেন। এরপর ৩০ মিনিট রেখে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন সকাল ও বিকালে লাগাতে পারেন।
আরো ভালো ফলাফল পেতে অ্যালোভেরার শাঁস, চন্দন গুঁড়া ও শসা মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে নিন। এরপর তৈরি করা ফেসপ্যাকটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে কিছু দিন লাগালে মুখের কালো দাগ দূর হয়ে যাবে।
নিমপাতা
মুখের কালো দাগ ও ব্রণ দূর করার জন্য নিমপাতা ব্যবহার করতে পারেন। প্রথমে নিমপাতা পানির সাথে মিশিয়ে সিদ্ধ করা নিন। এরপর সিদ্ধ করা পানিতে তুলার তৈরি ছোট ছোট বল ভিজিয়ে মুখে লাগিয়ে নিতে পারেন। তাহলে মুখের কালো দাগ, ছোট ছোট ব্রণ ও ক্ষতচিহৃ দূর হয়ে যাবে।
একটা কথা মনে রাখবেন মুখে ব্রণ হলে কোনো মতে নখ লাগাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। নখ লাগানোর কারণে সমস্যা কমার বদলে বেড়ে যেতে পারে। তাছাড়া নখ দিয়ে ব্রণ খুঁচালে বা চাপ দিলে মুখে দাগ হয়ে যেতে পারে। আর যদি চুলকানি হয় তাহলে মুখের উপর পরিষ্কার কাপড় হালকা করে লাগাবেন এতে চুলকানি কম হবে।