মুখের মেছতা দূর করার ঔষধ

মেছতা দূর করার ঔষধ

মেছতা কেন হয় ?

মেছতা দূর করার উপায় জানার আগে মেছতা কী কী কারণে হয় সেগুলো জেনে নিই। মেছতা সাধারণত বংশগত ভাবে হয় না। তবে মা-বাবা কারো মেছতা থাকলে, তার পরবর্তী বংশধরদের মেছতা হওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও নারীদের ক্ষেত্রে মেছতা হওয়ার একটি বড় কারণ ওরাল কনট্রাসেপটিভ পিল, আবার গর্ভাবস্থায় মেছতা হতে পারে। এছাড়া মেনোপোজাল অবস্থায় যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে থাকে, তাদের ক্ষেত্রেও মেছতা দেখা দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো সূর্যের আলোর সংস্পর্শে আসা। আমাদের দেশে এ কারণে মেছতা খুব বেশি দেখা যায়।

মেছতা দূর করার কিছু ভালো ঔষধ ও ক্রিমের নাম

মেছতা হল ত্বকের উপর কালো দাগ যা সাধারণত মহিলাদের বেশি দেখা যায়। মেছতা দূর করার জন্য আপনি নিম্নোক্ত ঔষধ বা ক্রিমগুলো ব্যবহার করতে পারেন:

  • ভিটামিন সি সিরাম
  • কোজিক অ্যাসিড
  • এজিলেক ক্রিম
  • রেটিনয়েডস ক্রিম
  • মেলাট্রিন ক্রিম
  • মেলানো ক্রিম
  • ট্রাইমেল ক্রিম
  • MELASMA ক্রিম
ঔষধ বা ক্রিমগুলো ব্যবহার করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নিবেন। কারণ সবার ত্বকের সমস্যা একই রকম হয় না।

ঘরোয়া পদ্ধতিতে মেছতা দূর করার উপায়

ঔষধ বা ক্রিম ব্যবহার করে মেছতা দূর করার পাশাপাশি ঘরোয়া পদ্ধতিতেও মেছতা দূর করা যায়। ঘরোয়া পদ্ধতিগুলো হলো-

স্ট্রবেরি

স্ট্রবেরিতে উচ্চমাত্রায় ভিটামিন সি, স্যালিলিক এসিড, হাইড্রোক্সি এসিড, অ্যালিজিক এসিড রয়েছে। যা ত্বকে মেছতা, কালো দাগ ও ত্বক ফাটার মতো সমস্যা দূর করতে সাহায্য করে।

টমেটো

ত্বকের কালো দাগ দূর করতে টমেটো ব্যবহার করতে পারেন। টমেটো ব্লেন্ড করে ১০-১৫ মিনিট ত্বকে ম্যাসাজ করুন। এরপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন বা সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করুন। তাহলে মেছতা দূর হয়ে যাবে।

আলু

মেছতা দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করার জন্য আলুর রস ব্যবহার করতে পারেন। আলু ব্লেন্ড করে ভালো ভাবে ত্বকে লাগিয়ে নিন এবং ১০ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে ১ মাস ব্যবহার করলে ত্বকের কালো দাগ বা ছোপ ছোপ দাগ দূর হয়ে যাবে। আরো ভালো হবে যদি আলুর রসের সাথে লেবুর রস মিশিয়ে ব্যবহার করেন।

লেবু ও টমেটো

১ চা চামচ টমেটো রসের সঙ্গে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে নিন। এরপর হালকা ভাবে ১০-১৫ মিনিট ত্বকে ম্যাসাজ করুন এবং পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে ১ মাস ব্যবহার করলে মেছতা দূর হয়ে যাবে।

টক দই

মেছতাকে অতি সহজেই দূর করার জন্য টক দই ব্যবহার করতে পারেন। প্রথমে টক দইয়ের সঙ্গে মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে নিন। এরপর ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন ১ বার করে ব্যবহার করুন।

মুলতানি মাটি

মুলতানি মাটির সঙ্গে সবুজ চা, গোলাপজল, লেবুর রস, শসার রস ও পানি মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে নিন। ফেসপ্যাকটি মুখে ভালো করে লাগিয়ে নিন এবং ১৫-২০ মিনিট মুখে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। তাছাড়া মুলতানি মাটির সঙ্গে শুধু টমেটো রস মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতেও ভালো উপকার পাবেন। এভাবে সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলে মেছতা দূর হয়ে যাবে।

অ্যালোভেরা

২ চা চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ লেবুর রস ও পানি মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে নিন। এরপর মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলে মেছতা দূর হয়ে যাবে।
তাছাড়া শুধু অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এতেও ভালো উপকার পাবেন।

লেবু

মেছতা দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করার জন্য লেবুর রস ব্যবহার করতে পারেন। মেছতা দূর করার জন্য টাটকা লেবুর রস ত্বকে লাগিয়ে ১৫ থেকে ২০ মি. রেখে দিন। এরপর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন লাগালে মেছতা দূর হয়ে যাবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url