প্রিয়াংকা গ্রুপে স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি (ডেডলাইন: ২৫/০১/২৪)
ঢাকা উত্তরায় অবস্থিত প্রিয়াংকা গ্রুপে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক স্টাফ নার্স নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীকে কোম্পানীর নিজস্ব আবাসন ব্যাবস্থায় থেকে দায়িত্ব পালন করতে হবে বিদেশি ডাক্তার, টেকনিশিয়ান ও নার্সদের নির্দেশনা অনুযায়ী সেবা প্রদান করার দক্ষতা আবশ্যক ইংরেজিতে দক্ষ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের নিকট আবেদন আহবান করা যাচ্ছে।
যোগ্যতা:
- ডিপ্লোমা নার্সিং পাশ হতে হবে।
- বয়স:নূন্যতম ২০ বছর হতে হবে।
- শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা:
- ১ বছরের কর্ম অভিজ্ঞতা
- ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন।
বেতন ও সুযোগ সুবিধা:
- মূল বেতন আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
- লাঞ্চ সুবিধা: কোম্পানি থেকে
- বেতন পর্যালোচনা: বার্ষিক
- উৎসব ভাতা: ২টি ( বার্ষিক )
পদসংখ্যা:
- ১০টি
আবেদন প্রক্রিয়া:
- সরাসরি কোম্পানি গেট বক্সে জমা দেয়া যাবে।
- অথবা বিডিজবস থেকে আবেদন করা যাবে।
চাকরির দায়িত্বসমূহ:
- সেবিকা হিসেবে প্রয়োজনীয় মানসিক দৃঢ়তা এবং সার্বক্ষণিক সেবার মানসিকতা থাকতে হবে
- প্রার্থীকে আইসিইউ তে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে
- আইসিইউ'র পরিচ্ছন্নতা ও জীবানূমুক্ত করণ নিশ্চিত করতে হবে
- ডায়ালাইসিস পরিচালনায় সহযোগিতা করতে হবে
- আইসিইউ-এর যাবতীয় উপকরণ ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষন করতে হবে
- দলবদ্ধ হয়ে কাজ করা এবং নেতৃত্ব প্রদানে দক্ষতা থাকতে হবে
- দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক ব্যাবহার্য উপকরনের তালিকা ও স্টক ব্যাবস্থাপনা করতে হবে
- নার্সদের ডিউটি শিডিউল তৈরী, প্রয়োগ এবং রিপোর্ট তৈরীর দক্ষতা থাকতে হবে
- রোগীর সার্বিক শারিরীক পরিস্থিতি রিপোর্ট আকারে সংরক্ষণ করার দক্ষতা আবশ্যক
- রোগীর জরুরী সাস্থ্য সংক্রান্ত পরিস্থিতি মোকাবেলায় পারদর্শী হতে হবে
- আবেদনকারীর শারীরিক সুস্থতা একান্ত কাম্য
আবেদনের শেষ তারিখ:
- ২৫ জানুয়ারী ২০২৪
=======
Priyanka Group
ঠিকানা: Priyanka City, Sector # 12, Road # 3, Uttara, Dhaka.