প্রিয়াংকা গ্রুপে স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি (ডেডলাইন: ২৫/০১/২৪)

প্রিয়াংকা গ্রুপে স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা উত্তরায় অবস্থিত প্রিয়াংকা গ্রুপে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক স্টাফ নার্স নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীকে কোম্পানীর নিজস্ব আবাসন ব্যাবস্থায় থেকে দায়িত্ব পালন করতে হবে বিদেশি ডাক্তার, টেকনিশিয়ান ও নার্সদের নির্দেশনা অনুযায়ী সেবা প্রদান করার দক্ষতা আবশ্যক ইংরেজিতে দক্ষ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের নিকট আবেদন আহবান করা যাচ্ছে।

যোগ্যতা:

  • ডিপ্লোমা নার্সিং পাশ হতে হবে।
  • বয়স:নূন্যতম ২০ বছর হতে হবে।
  • শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতা:

  • ১ বছরের কর্ম অভিজ্ঞতা
  • ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন।

বেতন ও সুযোগ সুবিধা:

  • মূল বেতন আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
  • লাঞ্চ সুবিধা: কোম্পানি থেকে
  • বেতন পর্যালোচনা: বার্ষিক
  • উৎসব ভাতা: ২টি ( বার্ষিক )

পদসংখ্যা:

  • ১০টি

আবেদন প্রক্রিয়া:

  • সরাসরি কোম্পানি গেট বক্সে জমা দেয়া যাবে।
  • অথবা বিডিজবস থেকে আবেদন করা যাবে।

চাকরির দায়িত্বসমূহ:

  • সেবিকা হিসেবে প্রয়োজনীয় মানসিক দৃঢ়তা এবং সার্বক্ষণিক সেবার মানসিকতা থাকতে হবে
  • প্রার্থীকে আইসিইউ তে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে
  • আইসিইউ'র পরিচ্ছন্নতা ও জীবানূমুক্ত করণ নিশ্চিত করতে হবে
  • ডায়ালাইসিস পরিচালনায় সহযোগিতা করতে হবে
  • আইসিইউ-এর যাবতীয় উপকরণ ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষন করতে হবে
  • দলবদ্ধ হয়ে কাজ করা এবং নেতৃত্ব প্রদানে দক্ষতা থাকতে হবে
  • দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক ব্যাবহার্য উপকরনের তালিকা ও স্টক ব্যাবস্থাপনা করতে হবে
  • নার্সদের ডিউটি শিডিউল তৈরী, প্রয়োগ এবং রিপোর্ট তৈরীর দক্ষতা থাকতে হবে
  • রোগীর সার্বিক শারিরীক পরিস্থিতি রিপোর্ট আকারে সংরক্ষণ করার দক্ষতা আবশ্যক
  • রোগীর জরুরী সাস্থ্য সংক্রান্ত পরিস্থিতি মোকাবেলায় পারদর্শী হতে হবে
  • আবেদনকারীর শারীরিক সুস্থতা একান্ত কাম্য

আবেদনের শেষ তারিখ:

  • ২৫ জানুয়ারী ২০২৪

=======

Priyanka Group

ঠিকানা: Priyanka City, Sector # 12, Road # 3, Uttara, Dhaka.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url