আশুলিয়া ওমেন এন্ড চিল্ড্রেন হাসপাতালে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি (ডেডলাইন: ০২/০১/২৪)
ঢাকার আশুলিয়ায় অবস্থিত "আশুলিয়া ওমেন এন্ড চিল্ড্রেন হাসপাতাল" এ কিছু সংখ্যক নার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী নার্সগণ নিম্নোক্ত ঠিকানা বরাবর আবেদন করতে পারবেন। যে কোনো প্রয়োজনে বা অতিরিক্ত তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন হাসপাতালের হটলাইন নাম্বারে।
যোগ্যতা:
- প্রার্থীকে বি.এস.সি নার্সি অথবা ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফেরি পাশ হতে হবে।
- বাংলাদেশ নার্সিং কাউনসিল হতে নার্সিং পেশার সনদধারী হতে হবে।
- বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে।
- পুরুষ এবং নারী উভয়েই আবদন করতে পারবেন।
অভিজ্ঞতা:
- নূন্যতম ১ বছরের অভীজ্ঞতা সম্পন্ন হতে হবে।
- CU, NICU, OT, Dialysis, General এর যেকোনো ওয়ার্ডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন:
- আলোচনা সাপেক্ষে আকর্ষনীয় বেতন-ভাতা প্রদান করা হবে।
পদসংখ্যা:
- ১০টি
আবেদন প্রক্রিয়া:
- ০২/০১/২৪ তারিখের মধ্যে হাসপাতালের ডেক্সে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে), আইডি কার্ড, BNMC রেজিস্ট্রেশন কার্ডসহ প্রয়েজনীয় ডকুমেন্টস একটি খামে ভরে পদের নাম উল্লেখ করে জমা দিবেন।
- অথবা বিডিজবসের মাধ্যেআবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:
- ২ জানুয়ারী ২০২৪
=======
Ashulia Women and Children Hospital
ঠিকানা: Ashulia, Savar, Dhaka