নার্স নিয়োগ বিজ্ঞপ্তি (স্টার লাইন স্পেশালাইজড হাসপাতাল) || (ডেডলাইন: ০৩/০১/২৪)

"স্টার লাইন স্পেশালাইজড হাসপাতাল" স্টার লাইন গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। জরুরি ভিত্তিতে ৩০ জন নার্স ১জন  মেট্রন/ নার্সিং সুপারভাইজার নিয়োগ প্রদান করা হবে।

শিক্ষা, কৃষি, জ্বালানি, কনজজ্যুমার প্রোডাক্টসহ বিভিন্ন সেক্টরে স্টার লাইন গ্রুপ সুনামের সাথে পরিচালিত হচ্ছে। দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। দেশের মানুষের কাছে স্টার লাইন অনেকটা আস্থার জায়গা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। স্বাস্থ্যসেবা খাতেও স্টার লাইন কাজ করছে। বৃহত্তম ফেনী ও নোয়াখালী জেলার সাধারণ মানুষের নাগালের মধ্যে মেডিকেল সেবা প্রদান করে আসছে। আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ, সুসজ্জিত অপারেশন থিয়েটার,  ব্লাড ব্যাংক, ফিজিওথেরাপি ও ডায়ালাইসিসসহ হাসপাতালের প্রয়োজনীয় সকল সেবা এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য সুব্যবস্থা রাখা হয়েছে।

যোগ্যতা:

  • বি.এস.সি অথবা ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফেরি পাশ হতে হবে।
  • BNMC কর্তৃক নার্সিং সনদধারী হতে হবে।
  • শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন।
  • সহকারী নার্স পদের জন্য এইচ.এস.সি পাশ + নার্সিং বিষয়ক ট্রেনিং অথবা কাচের অভিজ্ঞতা থাকতে হবে।

অভীজ্ঞতা:

  • সিনিয়র স্টাফ নার্স পদে অভিজ্ঞ + অনভিজ্ঞ উভয়
  • নার্সিং সুপারভাইজার পদে নূন্যতম ১০ বছরের অভিজ্ঞতা এবং নার্সিং সুপারভাইজার হিসেবে পূর্ব অভিজ্ঞ হতে হবে।
  • সহকারী নার্স পদের জন্য নূন্যতম এইচ.এইচ.সি পাশ + ৫ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।

বেতন:

  • আলোচনা সাপেক্ষে

পদ সংখ্যা:

  • নার্সিং সুপারভাইজার: ১টি
  • সিনিয়র স্টাফ নার্স: ৩০টি
  • সহকারী নার্স: ২০টি

আবেদন প্রক্রিয়া:

  • ০৩/০১/২৪ ইং তারিখের মধ্যে নিম্নে উল্লেখিত ঠিকানায় জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্র /নাগরিক সনদের অনুলিপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি ও অভিজ্ঞতা সনদ (যদি থাকে) সহ ডাক অথবা কুরিয়ার অথবা সরাসরি জমা দিতে হবে।
  • অথবা ই-মেইলে এ আবেদন পত্র প্রেরণ করতে পারবেন। ইমেইল: [email protected]
  • অথবা বিডিজবস থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ:

  • ৩ জানুয়ারী ২০২৪

=======

Star Line Specialized Hospital

ঠিকানা: মানব সম্পদ বিভাগ স্টার লাইন গ্রুপ, ৩১৪/১, স্টার লাইন কমপ্লেক্স এস এস কে রোড, ফেনি

ইমেইল: [email protected]


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url