নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা

নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা


নাকের পলিপাস সম্পর্কে কম বেশি সকলেই জানেন। কিন্তু নাকে পলিপাস কেন হয় জানেন? দীর্ঘদিনের সর্দি, কাশি বা এলার্জির কারণে নাকের ভিতরে ইনফেকশন হয়ে মাংসপেশি ফুলে যায় একেই পলিপ বলে। এটি পলিপাস নামেই বেশি পরিচিত।

নাকে পলিপাস হওয়ার লক্ষণ

নাকে পলিপাস হলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিয়ে থাকে। নিচে সমস্যা গুলো উল্লেখ করা হলো-
  • ঘ্রাণশক্তি কমে যাওয়া
  • মাথায় ও কপালে ব্যাথা হয়
  • নাকবন্ধ হয়ে থাকা
  • রাতে নাক ডাকা
  • ঘন ঘন হাঁচি হওয়া
  • ঠান্ডা লেগে থাকা
  • ঘুমে মধ্যে শ্বাসকষ্ট
  • নাক ও মুখে চাপ বোধ করা
  • নাক থেকে তরল পদার্থ র্নিগমন ইত্যাদি

নাকের ভিতরে পলিপাসের ঘরোয়া চিকিৎসা

নাকের ভিতরে পলিপাস ‍হওয়ার সাথে সাথে বুঝতে পারলে ডাক্তারে কাছে যাওয়ার প্রয়োজন পরে না। ঘরোয়া কিছু উপায় অবলম্বন করতে পারেন। সেই পদ্ধতি গুলো হলো-
  1. উষ্ণ গরম পানিতে সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নাকের ভিতরে পরিষ্কার করা
  2. পানিতে সামান্য পরিমানে ভিনেগার মিশিয়ে দিনে দুই থেকে তিন বার খাওয়া
  3. শ্বাসের ব্যায়াম করা
  4. আদা ও রসুন দিয়ে রং খাওয়া
  5. এলার্জির খাবার না খাওয়া
  6. গরম পানির তাপ নেওয়া
  7. কাঁচা পেঁয়াজ বা রসুন খাওয়া
  8. পর্যাপ্ত পরিমাণে পানি পান করা যেন শরীর আদ্র থাকে
  9. আনারস খেলে অনেক উপকার পাওয়া যাবে, কারণে আনারসে ব্রোমেলেইন রয়েছে যা মিউকাস মেমব্রেনের ফোলা ভাব কমাতে সাহায্য করে

নাকে পলিপাসের ড্রপ

প্রাথমিক পর্যায় নাক বন্ধ বা অন্যান কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিয়ে নিচে এই ড্রপ গুলো ব্যবহার করতে পারেন। এতে উপকার হবে। যেমন:
  • Budesonide 
  • Fluticasone 
  • Mometasone
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url