ব্যপারী হাসপাতালে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি | (ডেডলাইন: ১২/০১/২৪)
`ব্যপারী হাসপাতাল, খুলনার জন্য জরুরী ভিত্তিতে ১০জন ডিপ্লোমা নার্স নিয়োগ প্রদান করা হবে। এই জবে ্শুধুমাত্র খুলনার স্থানীয় প্রার্থীদের নিকট আবেদন আহবান করা হচ্ছে। খুলনার বাহিরের কোনো প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই (শুধু খুলনার স্থানীয় হতে হবে)। কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন। অবশ্যই BNMC কর্তৃক নার্সিং ডিপ্লোমা রেজিঃ নং থাকতে হবে।
যোগ্যতা:
- ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফেরি
- ফ্রেশারদের অগ্রাধীকার প্রদান করা হবে।
- বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে হতে হবে।
- শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করবেন।
অভিজ্ঞতা:
- অভিজ্ঞতা প্রয়োজন নেই।
বেতন:
- আলোচনা সাপেক্ষ
পদসংখ্যা:
- ১০টি
আবেদন প্রক্রিয়া:
- ১২/০১/২৪ ইং তারিখের মধ্যে নিম্নে উল্লেখিত ঠিকানায় প্রয়োজনীয় সকল ডকুমেন্ট'সহ আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
- আবেদন সংক্রান্ত বিষয় অথবা অন্য কোনো প্রশ্ন থাকলে সরাসরি কল করতে পারেন। ফোন নাম্বারঃ ০১৭৫৮-৪৫৭৪১১
আবেদনের শেষ তারিখ:
- ১২ জানুয়ারী ২০২৪
=======
Bepary Hospital
ঠিকানা: Ruma Manzil, 31/6, Doctor Para,
Choto Boyra, (Infront of Khulna Medical College Hospital), Sonadanga, Khulna
ফোন নাম্বারঃ ০১৭৫৮-৪৫৭৪১১
Choto Boyra, (Infront of Khulna Medical College Hospital), Sonadanga, Khulna
ফোন নাম্বারঃ ০১৭৫৮-৪৫৭৪১১