BSMMU সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার সমাধান- ২০২৩

BSMMU সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার সমাধান- ২০২৩


১. Which one destroys spore?
a) Autoclaving ✓
b) Bosting
c) Pasteurization
d) Formentation

২. Which blood cell produces antibody?
a) Neutrophil
b) Basophil
c) Lymphocyte ✓
d) Eosinophil

৩. Which one is a local anesthetic agent
a) Suxamethonium
b) Ketamine
c) Halothene
d) Lidocaine ✓

৪. Cranial nerves are--
a) 10 pairs
b) 11 pairs
c) 12 pairs ✓
d) 13 pairs

৫. Which enzyme is available in breast milk?
a) Lactose
b) Amylase ✓
c) Lysozome
d) Lipase

৬. Which biomarker is not affected in dengue?
a) Platelet
b) Hematocrit
c) CRP
d) Uric acid ✓

৭. Which one is not an inflammation?
a)Pneumonia
b) Conjunctivitis
c) Meningitis
d) Meningioma ✓

৮. Which vein is more suitable for phlebotomy?
a) Cephalic vein
b) Median cubital vein ✓
c) Carotid vein
d) Cephanous vein

৯. Which hormone is termed as emergency hormone?
a) Cortisol
b) Growth hormone
c) Prolactine
d) Adrenaline ✓

১০. Which one is not a carpal bone?
a) Scaphoid b) Lunate c) Hamate d) Calcaneus ✓

১১. Which one is not a part of brainstem?
a) Midbrain
b) Cerebrum ✓
c) Medulla oblongata
d) Pons

১২. If the donor's blood group is B, compatibility will be maintained in which category of the recipient?
a) O, B
b) A, O
c) AB, A
d) AB, B ✓

১৩. How much calorie is additionally needed for a lactating mother?
a) 1000 Kcal
b) 600 Kcal ✓
c) 550 Kcal
d) 350 Kcal

১৪. Which vaccine is given to a child at the age of 9 month?
a) TT
b) Measles ✓
c) DPT
d) HIB

১৫. Which one is the 1st step of CPR?
a) Checking unresponsiveness ✓
b) Checking carotid pulse
c) Breathing
d) Giving cardiac compression

১৬. Which one is not a micronutrient?
a) Iron
b) Protein ✓
c) Iodine
d) Zinc

১৭. Neonatal period is termed till the age of a child-
a) 28 days ✓
b) 29 days
c) 30 days
d) 6 months

১৮. Normal flora of human is--
a) Vibrio
b) Pseudomonas
c) Salmonella
d) Lactobacilli ✓

১৯. Adrenal gland is positioned-
a) Near to heart
b) Near to kidney ✓
c) Near to lung
d) Near to midbrain

২০. In malaria the form of plasmodium that is transmitted from mosquito to human is-
a) Sporozoite ✓
b) Gametocyte
c) Merozoite
d) Hypozoite

২১. Which immunoglobin passes through placenta?
a) IgD
b) IgE
c) IgM
d) IgG ✓

২২. Stroke is also known as
a) Myocardial infarction
b) Angina pectoris
c) Brain infarction ✓
d) Heart Failure

২৩. Which hormone causes menstruation?

a) Progesterone
b) Thyroxine
c) Hormonal pill
d) Skin patch

২৪. Which one is the natural mean of contraception?
a) Condom
b) Lactational amenorrhea
c) Hormonal pill
d) Skin patch

২৬. Which size of needle is more suitable to inject insulin?
a) 18G, 11/2" long
b) 22G, 1" long
c) 22G, 11/2" long
d) 25G, 5/8" long ✓

২৭. Parathyroid hormone controls the metabolism of-
a) Calcium ✓
b) Magnesium
c) Iron
d) Bilirubin

২৮. What kind of fluid is appropriate for undiagnosed shock patient?
a) 5% DNS
b) Hartman's solution ✓
c) Plasma
d) 0.9% NaCl

২৯. A nurse should question an NSAID order for a patient who is also taking-
a) Antibiotics
b) Decongestants
c) Anticoagulants ✓
d) Hormone replacements

৩০. After determining that an accident victim is breathing and has a pulse, a nurse should next assess for-
a) Bleeding
b) Spinal injury ✓
c) Fractures
d) Chest injury

৩১. One complication that is most likely to occur during the immediate postoperative period is-
a) Wound infection
b) Pneumonia
c) Shock ✓
d) Thrombophlebitis

৩২. For a 60 yr adult Inj Penicillin is prescribed as 40 mg/kg/day in 3 divided doses. What would be the amount per dose?
a) 1 gm ✓
b) 500 mg
c) 800 mg
d) 750 mg

৩৩. Which intravenous cannula is the largest?
a) 12-gauge
b) 14-gauge ✓
c) 16-gauge
d) 18 gauge

৩৪. In a patient of traumatic brain injury, which nursing care is to be prioritized?
a) Oxygen therapy
b) Infusion of IV fluid
c) Airway cleaning ✓
d) Ensuring supine position

৩৫. By using pulse oxymeter which condition is diagnosed?
a) Respiratory distress
b) Pneumonia
C) Shock
d) Hypoxia ✓

৩৬. Drugs that act directly in relieving acute symptoms of asthma-
a) Sulbutamol
b) Hydrocortisone
c) Promethazine
d) Aminophyline ✓

৩৭. Which one is an autoimmune disease?
a) DM Type 2
b) Hypothyroidism
c) Leukemia
d) SLE ✓

৩৮. HIV enters the body through-
a) Blood & body fluids ✓
b) Contaminated food
c) Skin contact
d) Respiratory tract

৩৯. When collecting data about the abdomen a nurse should perform which technique last?
a) Palpation ✓
b) Auscultation
c) Inspection
d) Percussion

৪০. A compression dressing or a cast is applied after amputation to-
a) Reduce pain
b) Shape the residual limb ✓
c) Prevent wound contamination
d) Stimulation of nerve ending

৪১. The site of fertilization is in the-
a) Uterus
b) Ovary
c) Fallopian tube ✓
d) Vagina

৪২. A childhood disease that can cause infertility in male is-
a) Measles
b) Mumps ✓
c) Diphtheria
d) Chicken pox

৪৩. The fluid that fills the anterior chamber of the eye is-
a) Aqueous humor ✓
b) Ciliary fluid
c) Vitreous humor
d) Refractive fuild

৪৪. The primary focus of nursing care for patients with mental illness and their families is on-
a) Helping them cope with and mange mental illness ✓
b) Administering medication
c) Protecting other people from the patient
d) Controlling patient's behavior

৪৫. Normal saline means-
a) 1.9% NaCl
c) 0.009 NaCl
b) 0.09% NaCl
d) 0.9% NaCI ✓

৪৬. Which is not a step of nursing process-
a) Assessment
b) Nursing diagnosis
c) Confirmation ✓
d) Planning

৪৭. Colostrum is secreted during-
a) Only on 1st day of delivery
b) Upto 2nd day of delivery
c) For first 3 days ✓
d) Upto 7 days after delivery

48. Normal pH of human blood is-
a) 8.4
b) 7.4 ✓
c) 9.4
d) 5.4

৪৯. The primary mode of transmission of nosocomial infection-

a) Soiled caregiver hands
b) Direct contact between patients ✓
c) Organisms brought in by visitors
d) Faulty sterilization procedure

৫০. The normal value of serum sodium is-
a) 36-38 mmol/l
b) 136-138 mmol/l
c) 110-111 mmol/l
d) 128-130 mmol/l

৫১. Which one is not an open wound?
a) Incised wound
b) Abrasion
c) Laceration
d) ecchymosis ✓

৫২. Which part of brain controls heart?
a) Pons
b) Medulla oblongata ✓
c) Neuron
d) Axon

৫৩. An infant weighing 5kg needs 20ml saline per hour. What would the rate of infusion per minute?
a) 20 microdrops
b) 16 microdrop
c) 15 microdrops ✓
d) 25 microdrop

৫৪. In which stage of labour placenta is delivered?
a) Step 1
b) Step 2
c) Step 3 ✓
d) Step 4

৫৫. When patients take opioid analgesics the nurse must assess for
a) Skin temperature
b) Fluid volume
c) Respiratory depression ✓
d) Urinary incontinence

৫৬. Which electrolyte is mostly affected in renal failure?
a) Calcium
b) Potassium ✓
c) Magnesium
d) Sodium

৫৭. Which drug is used for the treatment of active convulsive stage?
a) Phenobarbitone
b) Phenyitoine
c) Carbamazepine
d) Diazepam ✓

৫৮. Triage is applied in which department of a health facility?
a) Outdoor
b) Emergency/casualty ✓
c) Indoor
d) Pharmacy

৫৯. Which of the following diagnostic test/procedure is done under anesthesia and requires signed consent?
a)Cystometry
b) Post void residual
c) Uroflowmetry
d) Cystoscopy ✓

৬০. The assessment of a dying patient reveals irregular respirations with periods of apnea. This observation should be documented as-
a)Intermittent breathing respirations
b) Decreasing
c) Chaeyne-Stokes respirations ✓
d) Ineffective airway clearance

৬১. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিলো?
a) ১ নং
b) ৭ নং
c) ২ নং ✓
d) ১১ নং

ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ছিল ২ নং সেক্টরের অধীনে। এই সেক্টরের অধীনে নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব এবং ফরিদপুর ও ঢাকার অংশ বিশেষ অন্তর্ভক্ত ছিল। এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর কাজী নুরুজ্জামান। এই সেক্টরের অধীনে কাজী নুরুজ্জামানের সঙ্গে কাজ করেছিলেন মেজর এম. এ. মান্নান, মেজর এম. এ. জলিল, মেজর এম. এ. রব, মেজর এম. এ. গফর, মেজর এম. এ. হামিদ, মেজর এম. এ. বারী, মেজর এম. এ. মালিক, মেজর এম. এ. হাসান, মেজর এম. এ. কামাল এবং মেজর এম. এ. কাদের।

৬২, পদ্মা সেতুর উদ্বোধন তারিখ কোনটি?
a) ২৬ সেপ্টেম্বর ২০২১
b) ২৬ মার্চ ২০২১
c) ২৫ জুন ২০২১
d) ২৫ জুন ২০২২ ✓

ব্যাখ্যা: পদ্মা সেতুর উদ্বোধন তারিখ হলো ২৫ জুন ২০২২। এই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহণ করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয়।

৬৩. মুজিবনগর সরকারের অস্থায়ী কার্যালয় কোথায় অবস্থিত ছিলো?
a) মেহেরপুর ✓
b) কলকাতা
C) ঢাকা
d) আগরতলা

ব্যাখ্যা: জিবনগর সরকারের অস্থায়ী কার্যালয় বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান ছিলো। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ১০ এপ্রিল ১৯৭১ সালে গঠন করা হয়, এরপর তৎকালীন ভবেরপাড়ার বৈদ্যনাথতলার আম্রকাননে ১৭ এপ্রিল ১৯৭১ সালে সরকার শপথ গ্রহণ করে।

৬৪. সুয়েজ খাল কোন দেশের অধীনে?
a) মিশর ✓
b) জর্ডান
c) ইয়েমেন
d) সৌদি আরব

ব্যাখ্যা: সুয়েজ খাল মিশরের অধীনে অবস্থিত। এটি মিশরের সীনাই উপদ্বীপের পশ্চিমে একটি কৃত্রিম সামুদ্রিক খাল যা ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করে। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথের মধ্যে একটি যা ইউরোপ থেকে এশিয়া এবং আফ্রিকা থেকে অন্যান্য মহাদেশে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়।

৬৫. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত?
a) যমুনা
b) তিস্তা
c) করতোয়া
d) পদ্মা ✓

ব্যাখ্যা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পদ্মা নদীর তীরে অবস্থিত। [১] এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে নির্মীত হচ্ছে।

৬৬. ইদ্রাকপুর কেল্লা বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
a) নোয়াখালী
b) নারায়ণগঞ্জ
c) ঢাকা
d) মুন্সীগঞ্জ ✓

৬৭. ফিলিস্তিন ও মিশরের মধ্যকার সীমান্ত ক্রসিং এর নাম কী?
a) খাইবার
b) রাফা ✓
c) রামাল্লা
d) পাখতুন

ব্যাখ্যা: ফিলিস্তিন ও মিশরের মধ্যকার সীমান্ত ক্রসিং এর নাম হল রাফা 

৬৮. অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি?
a) ব্রিসবেন
b) মেলবোর্ন
c) সিডনী
d) কোনটিই নয় ✓

ব্যাখ্যা: অস্ট্রেলিয়ার রাজধানী হল ক্যানবেরা

৬৯. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সনে প্রতিষ্ঠিত হয়েছিলো?
a) ১৮২১ )
b) ১৯২১ ✓
c) ১৯২৩
d) ১৮২৩

ব্যাখ্যা: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২১ সালের ১ জুলাই। এর প্রতিষ্ঠাতা ছিলেন স্যার খাজা সলিমুল্লাহ

৭০. ঐতিহাসিক ছয় দফা দাবী কত সালে পেশ করা হয়?
a) ১৯৬৯)
b) ১৯৫২
c) ১৯৪৬ 
d) ১৯৬৬ ✓

ব্যাখ্যা: ছয় দফা দাবি প্রস্তাব পেশ করা হয়েছিল ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বারা।

৭১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম সাল কোনটি?
a) ১৯২১
b) ১৯২০ ✓
C) ১৯২৫
d) ১৯২৩

ব্যাখ্যা: তিনি ১৯২০ সালের ১৭ মার্চ বাংলাদেশের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শেখ লুৎফুর রহমান ছিলেন গোপালগঞ্জ দায়রা আদালতের সেরেস্তাদার বা হিসাব সংরক্ষণকারী এবং তাঁর মা সায়েরা খাতুন। তিনি ছিলেন চার কন্যা ও দুই পুত্রের মধ্যে তৃতীয় সন্তান। তিনি স্থানীয় গীমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তিনি ১৯৪২ সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ম্যাট্রিক, ১৯৪৪ সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আই.এ এবং ১৯৪৭ সালে একই কলেজ থেকে বি.এ পাশ করেন।

৭২. সর্বশেষ কোন দেশের নভোযান চাঁদে অবতরণ করেছে?
a) চীন
b) রাশিয়া
c) যুক্তরাষ্ট্র
d) ভারত ✓

ব্যখ্যা: ভারতের চন্দ্রযান-৩ মিশন ২০২৩ সালের ২৬ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে। এটি হলো চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম মানুষ্যবিহীন অবতরণ। এর আগে চাঁদে অবতরণ করেছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, ইউরোপীয় সংঘ এবং ইসরায়েল। এদের মধ্যে যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যেটি মানুষকে চাঁদে পাঠিয়েছে।

৭৩. সত্য-মিথ্যা কোন সমাসের উদাহরণ?
a) দ্বন্দ্ব ✓
b) তৎপুরুষ
c) কর্মধারয়
d) দ্বিগু

ব্যাখ্যা: সত্য-মিথ্যা একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এই সমাসে দুটি বিশেষণ পদ সমাসবদ্ধ হয় এবং ব্যাসবাক্যে ও অব্যয় দ্বারা যুক্ত থাকে। যেমন, সত্য ও মিথ্যা = সত্য-মিথ্যা। এখানে সত্য ও মিথ্যা প্রতিটি পদের অর্থের প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে ও অব্যয় দ্বারা যুক্ত হয়।

৭৪. গবেষণা-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) গ+এষণা
b) গৌঃ+এষণা
c) গো+এষণা  ✓
d) কোনটিই নয়

ব্যাখ্যা: ”গবেষণা” শব্দের সন্ধি বিচ্ছেদ গো + এষণা। এ, ঐ, ও, ঔ কারের পর এ ঐ স্থানে যথাক্রমে অয় আয় এবং ও ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন : গো + এষণা = গবেষণা, গৈ + অক = গায়ক।

৭৫. একথায় প্রকাশ কর: যা চাওয়া হয়েছে
a) চাহিত ✓
b) চাহিদা
c) যাচিত
d) দাবি

ব্যাখ্যা: যা চাওয়া হয়েছে একথায় প্রকাশ করতে হলে চাহিত শব্দটি ব্যবহার করা যায়। চাহিত শব্দটি একটি বিশেষণ যা কোনো ব্যক্তি বা বস্তুর জন্য চাহিদা বা আকাঙ্খা বোঝায়। যেমন, চাহিত বই, চাহিত বন্ধু, চাহিত সময় ইত্যাদি।

৭৬. ছেলেরা বল খেলে- এটি কোন কারকের অন্তর্ভূক্ত?
a) করণ ✓
b) কর্ম
c) সম্প্রদান
d) অপাদান 

ব্যাখ্যা: ছেলেরা বল খেলে- এটি করণ কারকের অন্তর্ভূক্ত। করণ কারক হলো ক্রিয়া সম্পাদনের উপায় বা সহায়ক। এখানে বল দ্বারা খেলা হচ্ছে। তাই বল করণ কারক।

৭৭. হ্ম - যুক্তাক্ষরটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত ?
a) ক+শ+ম
b) ষ+ম
c) হ+ম ✓
d) ক্ষ+ম

ব্যাখ্যা: এখানে যুক্ত অক্ষর টি লিখতে হলে আমাদের ২ টি অক্ষরের সমন্বয়ে লিখতে হবে। হ + ম = হ্ম

৭৮. Drizzling শব্দের বাংলা কোনটি?
a) মুষলধারে বৃষ্টি
b) ঝিরিঝিরি বৃষ্টি ✓
c) দমকা বৃষ্টি
d) শিলা বৃষ্টি

ব্যাখ্যা: Drizzling শব্দের বাংলা হলো ঝুরঝুরে বা টিপিটিপি। এই শব্দটি একটি বিশেষণ যা এমন বৃষ্টির বর্ণনা করে যা খুব সূক্ষ্ম এবং হালকা। যেমন, আজ সকালে ঝুরঝুরে বৃষ্টি হচ্ছিলো।

৭৯. নীচের কোনটি অনুজ্ঞা ক্রিয়ার উদাহরণ?
a) যাও ✓
b) খায়
c) লিখে
d) গিয়েছিলেন

ব্যাখ্যা: এখানে অনুজ্ঞা ক্রিয়ার উদাহরণ হলো যাও। অনুজ্ঞা ক্রিয়া হলো যে ক্রিয়া দিয়ে বর্তমান বা ভবিষ্যৎ কালে বক্তার আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, অভিশাপ, উপদেশ, উপেক্ষা ইত্যাদি প্রকাশ করা হয়। যেমন, তাড়াতাড়ি কাজটি করাো। সকলের মঙ্গল হোক।

৮০. What is the past form of 'Put'?
a) Putted
b) Puted
c) Put ✓
d) Puten

Exp: The past form of ‘Put’ is ‘Put’. This is an irregular verb that does not change its form in the past tense. For example, you can say ‘I put the book on the table’ in both present and past tense. The past participle of ‘Put’ is also ‘Put’. This means that you can use it with auxiliary verbs like ‘have’ or ‘had’ to form perfect tenses. For example, you can say ‘She has put the flowers in a vase’ or ‘They had put the food in the fridge’

৮১. Who is the writer of Gulliver's Travel ?
a) Jonathan Swift ✓
b) JK Rowling
(c) Shakespeare
d) Wordsworth

Exp: The writer of Gulliver’s Travel is Jonathan Swift, an Anglo-Irish writer and clergyman. He wrote this book as a satire of human nature and the travellers’ tales genre. He published it anonymously in 1726.

৮২. What is the passive form of "I know him"?
a) He is known to me ✓
b) He knows me
c) He known by me
d) None


৮৩. Fill in the blank: I am waiting for__hour.
a) a
b) an ✓
c) the
d) none

ব্যাখ্যা: এখানে hour শব্দের উচ্চারণে h হ এর মতো হওয়ায় Article এর নিয়ম অনুসারে a না বসে an বসবে।

৮৪. What is the translation of "Money begets money."
a) টাকায় টাকা আনে ✓ 
b) অর্থই সকল অনর্থের মূল
c) টাকায়ই সর্বসুখ
d) কোনটিই নয়

ব্যাখ্যা: Money begets money. এটি একটি ইংরেজি প্রবাদ, যার বাংলা অনুবাদ হলো “টাকায় টাকা আনে”।

৮৫. Which one is the correct spelling?
a) Believe
b) Received
(c) Nife
(d) a & b ✓

Exp: The correct answer is (d) a & b. Believe and Received are the correct spellings of these words. Nife is a misspelling of Knife.

৮৬. Which one is the plural form?
a) Furniture
b) Economics
c) Datum
d) Politics ✓

ব্যাখ্যা: এখানে, Furniture এর বহুবচন Furnitures, Economics এর কোনো বহুবচন হয়না, এক্ষেত্রে Economics book... etc দিয়ে লিলে বহুবচন হবে। এককভাবে Economics এর বহুবচন হয়না। Datum এর বহুবচন Data. Politics শব্দটি noun হিসেবে singulsr আবার plural উভয়টি হতে পারে তবে adjective হিসেবে সর্বদা plural শব্দ হিসেবে ব্যাবহৃত হয়।

৮৭. কম্পিউটার কী-বোর্ড কীসের কাজ করে?
a) ইনপুট ✓
b) আউটপুট
c) শর্টপুট
d) প্রসেসিং ইউনিট

ব্যাখ্যা: কি-বোর্ডের মাধ্যমে কম্পিউটারে ইনপুট সিগনাল প্রদান করা হয়, যেমন টেক্সট রাইটিং/ কমান্ট প্রদান ইত্যাদি।

৮৮. বোল্ড করতে হলে কোন শর্টকাট ব্যবহার করা হয়?
a) shift+B_
b) alt + B
c) Esc + B
d) ctrl + B ✓

ব্যাখ্যা: যেকোনো লেখা সিলেক্ট করে ctrl + B চাপলে তা বোল্ড হয়। 

৮৯. Ctrl+X শর্টকাট কমান্ড কী কাজ করে?
a) Copy
b) Paste
c) Cut ✓
d) Delete

ব্যাখ্যা: যেকেনে লেখা বা ডাটা সিলেক্ট করে Ctrl+X চাপলে তা Cut হয়ে যাব।  অন্যদিকে Ctrl+C চাপলে Copy হবে, Ctrl+V চাপলে Paste হবে, Ctrl+D চাপলে Delete হবে।

৯০. html কী?
a) ওয়েব পেজ
b) ল্যাংগুয়েজ ✓
c) এ্যাপ
d) ডিভাইস

ব্যাখ্যা: HTML হলো Hyper Text Markup Language এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা ওয়েব পেজ বা ডকুমেন্ট তৈরি করার জন্য ব্যবহৃত হয়। HTML এর মাধ্যমে ওয়েব পেজে লেখা, ছবি, ভিডিও, অডিও, অ্যানিমেশন এবং অন্যান্য বিষয়বস্তু প্রদর্শন করা যায়। HTML এর মূল কাজ হলো ওয়েব পেজের গঠন, নক্সা, বিষয়বস্তুর অবস্থান এবং অভ্যন্তরীণ তথ্য নির্দেশ করা। HTML এর মাধ্যমে তৈরি করা ওয়েব পেজ বা ডকুমেন্ট কে ওয়েব ব্রাউজার দ্বারা পড়া এবং প্রকাশ করা হয়।

৯১. Email এর পূর্ণ রূপ কোনটি?
a)Express mail
b)Electronic Mail ✓
c) Elevated Mail
d) Electric Mail

ব্যাখ্যা: Email হলো ইলেকট্রনিক মেইল এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি ডিজিটাল বার্তা যা ইন্টারনেটের মাধ্যমে এক জন থেকে অন্য জনের কাছে পাঠানো হয়। Email এর মাধ্যমে টেক্সট, ছবি, ভিডিও, অডিও, ডকুমেন্ট এবং অন্যান্য ফাইল পাঠানো যায়।

৯২. WAN কি?
a) Wireless Area Network
b) Wide Area Network ✓
c) Wired Area Network
d) Wireless Access Network

ব্যাখ্যা: WAN হলো Wide Area Network এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি প্রকার নেটওয়ার্ক যা দেশজুড়ে বা পৃথিবীজুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয়। এই নেটওয়ার্কে একাধিক LAN, MAN সংযুক্ত করা হয়ে থাকে। যেমন– World Wide Web (WWW), ইন্টারনেট (Internet) ইত্যাদি।

৯৩. নিচের কোনটি কম্পিউটারের হার্ডওয়্যার নয়?
a) RAM
b) Ms Word ✓
c) Mouse
d) Graphics Card

ব্যাখ্যা: Ms Word কম্পিুটারের একটি সফ্টওয়্যার/ এপ্লিকেশন। অন্যদিকে RAM, Mouse এবং raphics Card কম্পিউটারের হার্ডওয়্যার।

৯৪. অতিভূজের বিপরীত কোণের মান কত?
a) ৯০ ডিগ্রী  ✓
b) ১৮০ ডিগ্রী
c) ৪৫ ডিগ্রী
d) ৬০ ডিগ্রী

ব্যাখ্যা: ABC একটি ত্রিভুজ যার AC হলো অতিভুজ। তাই, বিপরীত কোণ B হলো অতিভূজের বিপরীত কোণ। এবং, ∠B > ৯০°।

অতিভুজ
৯৫. সমকোণী ত্রিভূজের ৩টি বাহু যথাক্রমে a,b,c এবং c অতিভূজ। সেক্ষেত্রে a2+b2=c2 এটি কার উদ্ভাবিত সূত্র?
a) পীথাগোরাস ✓
b) আল কেমী
c) আল-জাবের
d) কেউ নয়

৯৬. ১০ টাকার ২৫% কত?
a) ০৪ টাকা
b) ২.৫০ টাকা ✓
c).80 টাকা
d) ২.০০ টাকা

ব্যাখ্যা: ১০ টাকার ২৫% হলো ২.৫ টাকা। এটা হিসাব করার জন্য আমরা ১০ টাকাকে ২৫ দিয়ে গুণ করি এবং তারপর সেটাকে ১০০ দিয়ে ভাগ করি। এই সূত্রটি ব্যবহার করে আমরা যেকোনো টাকার যেকোনো শতাংশ বের করতে পারি। উদাহরণস্বরূপ, ২০ টাকার ৫০% হলো ১০ টাকা।

সূত্রটি হলো: টাকার শতাংশ=(টাকা×শতাংশ)÷100

৯৭. ২০০ টাকার একটি ০৫% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয়মূল্য কত?
a) ৯৫ টাকা
b) ১৯৫ টাকা
c) ১৯০ টাকা ✓
d) ১৮০ টাকা

ব্যাখ্যা: ​সূত্র: বিক্রয়মূল্য=ক্রয়মূল্য×(1ক্ষতির হার), এখানে, ক্রয়মূল্য হলো ২০০ টাকা এবং ক্ষতির হার হলো ০৫% বা ০.০৫। তাই, আমরা পাই: বিক্রয়মূল্য= ২০০×(1−০.০৫) = ২০০×০.৯৫ = ১৯০টাকা

৯৮. -5 ✕ a ✕ -c ✕ 0 = ?
a) -5ac
b) 5ac
c) 0 ✓
d) 05ac

ব্যাখ্যা: শূন্যর সাথে যে সংখ্যাই যোগ করা হোকনা কেন তার ফলাফল শূন্যই হবে। 

৯৯. সর্বশেষ বিশ্বকাপ ফুটবল এর আয়োজক দেশ কোনটি?
a) কলম্বিয়া
b) ভেনিজুয়েলা
c) ভারত
d) কাতার ✓

ব্যাখ্যা: সর্বশেষ ২০২২ সালে বিশ্বকাপ আয়োজক ছিলো কাতার। পরবর্তী ফুটবল বিশ্বকাপ ২০২৬ সালে আয়োজন করবে বদমাস যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে।

১০০. টাইমড আউট কোন খেলার নীতিভুক্ত পদ্ধতি
a) কাবাডি
b) কারাতে
c) কুস্তি
d) ক্রিকেট ✓

ব্যাখ্যা: টাইমড আউট ক্রিকেট খেলার নীতিভুক্ত পদ্ধতি। বিশ্বে সর্বপ্রথম টাইম আউট হন শ্রীলংকার ক্যাপটেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ২০২৩ সালের ৬ নভেম্বর ক্রিকেট বিশ্বকাপে। বাংলাদেশের ক্যাপটেন সাকিব আল হাসানের আবেদনের প্রেক্ষিতে এটিই প্রথম টাইম আউটের রেকর্ড।

দৃষ্টি আকর্ষণ:

  • প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর সংযুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। একাধিকবার অভিজ্ঞ নার্সিং টিউটর + শিক্ষার্থীদের নিয়ে উত্তরপত্র চূড়ান্ত করা হয়েছে।
  • যদি কোনো প্রশ্নের উত্তর ভূল বলে আপনার মনে হয় তবে অনুগ্রহ করে নিচে কমেন্টে ব্যাখ্যা/ সোর্সসহ জানাবেন। তাহলে আমরা নিশ্চিত হতে পারবো এবং আমাদের উত্তর সংশোধন করতে বাধ্য থাকবো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url