BSMMU Sinior Staff Nurse Job Preparation (200 MCQ)
আগামীকাল ১৬৭ নভেম্বর অপেক্ষমান BSMMU সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষায় সকলের জন্য শুভকামনা।
ইতোমধ্যে পরীক্ষার সেন্টারসমূহের নাম/ রোল নোটিশ আকারে প্রকাশ পেয়েছে, যা bsmmu এর ওয়েবসাইট এবং বিভিন্ন ফেজবুক গ্রুপগুলোতে দেখতে পাবেন। পূর্ণাঙ্গ সিটপ্লান আগামীকাল সকাল ৬টায় প্রকাশ করবে Bsmmu কর্তৃপক্ষ। যারা দেশের বিভিন্ন স্থান থেকে এসে পরীক্ষায় অংশ নেবেন, তারা সাবধাণতার সহিত চলাচল করবেন।