অনলাইন পরীক্ষা– ১৭ (তারিখ: ২৬/০৮/২৩ ইং) সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতি।
বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে ৬০ টি এবং টেকনিক্যাল থেকে ৪০টি প্রশ্ন রয়েছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন।
পরীক্ষা শুরু করার পূর্বে আপনার সঠিক ইমেইল এবং নাম লিখবেন। এরপর সবগুলো প্রশ্নের উত্তর সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করবেন। Submit করার সময় যদি কোনো সমস্যায় পড়েন অথবা সাবমিট না হয় তাহলে নিচে দেয়া ভিডিওটি দেখুন। তাহলে সহজেই বুঝতে পারবেন কেন Submit হচ্ছেনা এবং করণীয় কি।
নোট: সবগুলো প্রশ্নের উত্তর সিলেক্ট করার পরি কেবল Submit বাটনে ক্লিক করবেন। যদি কোনো প্রশ্নের উত্তর সিলেক্ট করা বাকি থাকে তাহলে সেই প্রশ্নটি আপনার সামনে অটোমেটিক এসে যাবে। তখন উক্ত প্রশ্নের উত্তর সিলেক্ট করে পূণরায় সাবমিট করবেন। প্রশ্নোত্তর সঠিকভাবে জমা হওয়ার পরে View Score অপশন আসবে আপনার সামনে। তখন View Score বাটনে চাপ দিবেন। তাহলে আপনার দেয়া পরীক্ষার সঠিক এবং ভূল উত্তরগুলো দেখতে পাবেন।
অনেকে জানতে চান এই পরীক্ষার কার্যক্রম কতদিন চলবে? আমরা এই চলমান পরীক্ষা কার্যক্রম আগামী ১ই নভেম্বর পর্যন্ত নেয়া হবে। আপনারা যারা নিয়মিত পরীক্ষা দিচ্ছেন তাদের সবার জন্য শুভকামনা। নিয়মিত mynursing.net ওয়েবসাইটে এসে পরীক্ষা দিবেন এবং যথাসাধ্য পড়ালেখা করে নিজের জানার পরিসর আরো বাড়াবেন। যারা চাকরি করেন তারা চেষ্টা করবেন, ডিউটির সময় যতটুকু সময় বের করা যায় সে সময়টুকু কাজে লাগাবার।
আমার দেখা এমন অনেক স্টুডেন্ট পেয়েছি, যারা ডিউটির সময় ছোট ছোট নোট করে (টুকরা কাগজে) নিয়ে আসতেন, যাতে এক আধটু সময় পেলেই একটু চোখ বুলিয়ে নেয়া যায়। এটা অবশ্য খুবি ভালো পরিকল্পনা। যারা এমনটি করেন তারা অবশ্যই বুদ্ধিমানের কাজ করেন কারণ ডিউটি শেষ করে বাসায় গিয়ে আর পড়তে ইচ্ছে হয়না। শরীর বেশ ক্লান্ত হয়ে পড়ে।
বি:দ্র: ভাল প্রস্তুতির জন্য বারবার পরীক্ষা দেয়ার কোনো বিকল্প নেই। আপনি যত বেশি পরীক্ষায় অংশ নেবেন ততই শিখতে থাকবেন। সাধারণভাবে বই পড়লে আমরা যতটা সহজে কোনো কিছু মুখস্ত করতে পারি তার চেয়ে অনেক সহজে মুখস্থ হয়ে যায় পরীক্ষায় আসা প্রশ্নগুলোর উত্তর। এক্ষেত্রে যে প্রশ্নগুলোর ভুল উত্তর করবেন তার সঠিক উত্তর দেখে নিলে সহজেই মুখস্থ হয়ে যাবে এবং তা সহজে ভুলবেননা। তাই যত বেশি পরীক্ষায় অংশ নেবেন ততই এগিয়ে যাবেন আশাকরা যায়। এজন্য আমাদের আয়োজিত পরীক্ষার পাশাপাশি অন্যান্য গ্রুপের নেয়া পরীক্ষাগুলোতেও অংশ নেবেন।