সরকারি ম্যাটস এর তালিকা (মেডিকেল এসিসট্যান্ট) - আপডেট ২০২৩

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধিভুক্ত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীনে  সরকারি ম্যাটস এর সংখ্যা ১৬টি। সরকারি ম্যাটস এর তালিকায় ১৬টি সরকারি ম্যাটস এর মেধাভিত্তিক আসন সংখ্যা ৫২৫টি, বিভাগীয় আসন ৫২৫টি, উপজাতি কোঠা ১৬টি এবং মুক্তিযোদ্ধা কোঠা ১৬টি সহ মোট আসন সংখ্যা ১০৮২টি।

ক্রম সরকারি ম্যাটস এর তালিকা আসন
১.Bagerhat MATS ১৫২
২.Khustia MATS ১০২
৩.Noakhali MATS ১০২
৪.Sirajgang MATS ১০২
৫.Tangail MATS ১০২
৬.Cumilla MATS ৫২
৭.Faridpur MATS ১০২
৮.Jhenaidah MATS ৫২
৯.Satkhira MATS ৫২
১০.Tungipara MATS ৫২
১১.Naogaon MATS ৫২
১২.Manikganj MATS ৩২
১৩.Gazipur MATS ৩২
১৪.Rajbari MATS ৩২
১৫.Madaripur MATS ৩২
১৬.Kazipur, Sirajganj MATS৩২
সরকারি ম্যাটস এর তালিকা ২০২৩ অনুসারে
মোট আসন সংখ্যা
১০৮২

বিভাগীয় কোটায় প্রতিটি সরকারি ম্যাটস এ ১৫% আসন মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। বিভাগীয় কোটার ক্ষেত্রে যদি যোগ্য প্রার্থী না পাওয়া যায় তাহলে মেধাভিত্তিতে বা মেরিট লিস্ট থেকে বিভাগীয় কোটাপূরণ করা হবে। অনুরূপভাবে যোগ্য মহিলা প্রার্থী না পাওয়া গেলে মেরিট লিস্ট থেকে উক্ত আসন পূরণ করা হবে। উপজাতী প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীর ন্যায় একই হবে। উপজাতীয় কোটায় ভর্তির জন্য গোত্র প্রধান ও জেলা প্রশাসক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র ভর্তির সময় জমা দিতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url