বাচ্চাদের টিকা দেওয়ার পর করণীয় কি? জেনে নিন।
বাচ্চাদের টিকা দেওয়ার পর করণীয়:
- বাচ্চাদের টিকা দেওয়ার পর জ্বর উঠতে পারে, এক্ষেত্রে ঘাবরাবেননা বিসিজি টিকা ব্যাতীত অন্যান্য টিকা দেয়ার পর জ্বর আসলে প্যারাসিটামল বা নাপা ডোজ খাইয়ে দিবেন।
- বাচ্চা জন্ম নেয়ার ১/২ সপ্তাহের মধ্যেই বিসিজি টিকা দিতে হয়। এই টিকা দেয়ার পর যদি জ্বর আসে তাহলে ধৈর্য্য ধরবেন। কোনো প্রকার এন্টিবায়োটিক দিবেননা। টিকা দেওয়ার দুই সপ্তাহ পরে ফুলে যায়। এরপর চার সপ্তাহের মধ্যে পেকে গলে যাবে। চার সপ্তাহ পর শুকিয়ে দাগ হয়ে যাবে। সেই ক্ষেত্রে চিন্তিত হবেননা। বিসিজি টিকা দেওয়ার কারণে ক্ষত হলে অনেকে অ্যান্টিবায়োটিক ওয়েন্টমেন্ট দিয়ে থাকে। এতে বাচ্চার ক্ষতি হয়, টিকার বা ওষুধের কার্যকারিতা কমে যায়। তাই কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ওয়েন্টমেন্টে দেয়া যাবেনা।
- বিসিজি টিকা দেয়ার পর যদি ক্ষত না হয় তাহলে বাচ্চাকে পূণরায় টিকা দিতে হবে।
- বাচ্চার বয়স ছয় মাস পূর্ণ হলে অন্যান্য টিকা দেয়া শুরু হয়। এই টিকাগুলোর প্রথম ডোচ দেয়ার পর বাচ্চার জ্বর আসেনা। কিন্তু ২য় ডোজ দেয়ার পর জ্বর ১০০ থেকে ১০১ ডিগ্রি হয়ে থাকে। এক্ষেত্রে প্যারাসিটামল বা নাপা ডোজ খাইয়ে দিবেন। তবে আপনি চাইলে টিকা দেয়ার পূর্বে প্যারাসিটামল খাইয়ে নিয়ে জাবেন টিকা দিতে, এতে বাচ্চার জ্বর আসার সম্ভাবণা কমে যায়, আর আসলেও কম জ্বর হবে।
- ইআরপির আওতার বাইরে আরো কিছু টিকা রয়েছে, যা নিজের খরচে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
সচরাচর জিজ্ঞাসিত অভিভাবকদের প্রশ্নত্তর:
টিকা দেয়ার পর ২৪ ঘন্টা পার হয়ে গিয়েছে। এখন জ্বর এসেছে, কি করবো?
উত্তর: কোনো টিকা দেয়ার ২৪ ঘন্টা পার হয়ে যাবার পর জ্বর আসলে বুঝে নিবেন এই জ্বর টিকা নেয়ার কারণে আসেনি। অন্য কোনো কারণে এই সময় জ্বর আসার ছিল তাই এসেছে। ঘাবড়াবেননা, প্যারাসিটামল বা নাপা খাওয়াতে পারেন। তবে জ্বরের সাথে যদি অন্য কোনো সমস্যা দেখা দেয় যেমন: শরীরে রেস দেখা দেয়া, খিচুনি হওয়া, বারবার বমি করা ইত্যাদি লক্ষণ দেখা দিলে রেজিস্ট্রেড ডাক্তার দেখাবেন।
টিকার স্থানে যদি ফুলে যায়, রক্ত জমাট হয়ে যায় তখন কি করনীয়?
উত্তর: বিসিসি টিকা দেওয়ার পর এমনটি হলে সমস্যা নেই, এমনিতেই ঠিক হয়ে যাবে। তবে অন্য কোনো টিকা দেয়ার পর দীর্ঘক্ষণ রক্ত জমাট হয়ে থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
অসুস্থ অবস্থায় বাচাকে টিকা দেয়া যাবে কি?
উত্তর: অসুস্থ বলতে কেমন অসুস্থ সেটা জানতে হবে। বাচ্চার যদি জ্বর, স্বর্দি, কাশি এমন কোনো সমস্যা হয়ে থাকে তাহলে টিকা দিতে কোনো সমস্যা নেই, বরং অবশ্যই রুটিন টিকা দিতে হবে। তবে অন্য কোনো গুরুতর সমস্যা থাকলে ডাক্তারকে জানাবেন, পরামর্শ অনুযায়ী ব্যাবস্থা নিবেন।
এমন কোনো উপায় আছে কি? যাতে টিকা দেওয়ার পর জ্বর না আসে।
উত্তর: টিকা দেয়ার একদিন আগে থেকে প্যারাসিটামল বা নাপা ডোজ খাইয়ে দিবেন। টিকা যেদিন দিবেন সেদিন এবং পরের দিন মোট ৩ দিন প্যারাসিটামল খাওয়ালে জ্বর আসবেনা। তবে অতি মাত্রায় প্যারাসিটামল খাওয়াবেননা।