ছোটদের সাধারণ জ্ঞান | প্রশ্ন, উত্তর এবং pdf

ছোটদের সাধারণ জ্ঞান

পরিচিতিমূলক সাধারণ জ্ঞান:

১. তোমার নাম কি?
২. তোমার বাবার নাম কি?
৩. তোমার বয়স কত?
৪. তুমি কোন ক্লাসে পড়?
৫. তোমার বাবার নাম কি?
৬. তোমার মায়ের নাম কি?
৭. তোমার গ্রামের নাম কি?
৮. তোমার থানার নাম কি?
৯. তোমার জেলার নাম কি?
১০. তোমার দেশের নাম কি?

বাংলাদেশের জাতীয় বিষয় সমূহ:

১. জাতীয় ভাষার নাম কি?
২. মাতৃভাষার নাম কি?

— বাংলা

৩. জাতীয় পাখির নাম কি?

— দোয়েল

৪. জাতীয় ফুলের নাম কি?

— শাপলা

৫. জাতীয় ফলের নাম কি?

কাঁঠাল

৬. জাতীয় গাছের নাম কি?

— আম গাছ।

৭. জাতীয় পশুর নাম কি?

— রয়েল বেঙ্গল টাইগার

৮. জাতীয় বনের নাম কি?

— সুন্দরবন

৯. জাতীয় মাছের নাম কি?

— ইলিশ

১০. জাতীয় কবির নাম কি?

— কাজী নজরুল ইসলাম

১১. জাতীয় খেলার নাম কি?

— কাবাডি

১২. জাতীয় মসজিদের নাম কি?

— বায়তুল মোকাররম

১৩. জাতীয় জাদুঘরের নাম কি?

— জাতীয় জাদুঘর শাহবাগ, ঢাকা

১৪. জাতীয় পতাকার রং কি?

— সবুজের মাঝে লাল বৃত্ত

১৫. জাতীয় পার্কের নাম কি?

— শহীদ জিয়া শিশু পার্ক

১৬. জাতীয় সৃতিসৌধের নাম কি?

— সম্মিলিত প্রয়াস

১৭. জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস কত তারিখে?

— ২৬ শে মার্চ

১৮. জাতীয় প্রতীক কি?

— উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা।

ছোটদের স্বাস্থ্য বিষয়ক সাধারণ জ্ঞান:

১. ভাত খাওয়ার আগে কি করতে হবে?

— সাবান দিয়ে হাত ধুতে হবে।

২. কয়বার দাঁত ব্রাশ করতে হয়?

— দুইবার, সকালে এবং রাতে।

৩. কি খেলে শক্তি হয়?

— দুধ

৪. রাতকানা রোগ কেন হয়?

— ভিটামিন-এ'র অভাবে

৫. কোন শাকে ভিটামিন-এ পাওয়া যায়?

— কচু শাক

৬. গলগন্ড রোগ কেন হয়?

— আয়োডিনের অভাবে।

৭. আয়েডিন কোথায় পাওয়া যায়?

— লবণে।

৮. কখন কখন সাবান দিয়ে হাত ধুতে হয়?

— খাবার আগে এবং টয়লেট থেকে এসে।

৯. সকালের রোদে কি পাওয়া যায়?

— ভিটামিন-ডি

১০. ডায়রিয়া হলে কি খেতে হবে?

— খাবার স্যালাইন ও তরল খাদ্য।

পাঁচটি করে জিনিসের নাম:

১. পাঁচটি ফুলের নাম বল।?

—শাপলা, গোলাপ, বেলী, জুই, জবা।

২. পাঁচটি ফলের নাম বল।?

—কাঁঠাল, আম, পেয়ারা, লিচু, আপেল।

৩. পাঁচটি পশুর নাম বল।?

—বিড়াল, কুকুর, ছাগল, গরু, মহিষ।

৪. পাঁচটি পাথির নাম বল।?

—দোয়েল, টিয়া, ময়না, ঘুঘু, শালিক।

৫. পাঁচটি নদীর নাম বল।?

—পদ্মা, মেঘনা, যমুনা, মধুমতি, কর্ণফুলী।

৬. পাঁচটি গাছের নাম বল।?

—আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, লিচু গাছ, ডালিম গাছ।

৭. পাঁচটি খেলার নাম বল।?

— ক্রিকেট খেলা, ফুটবল খেলা, কানামাছি খেলা, কাবাডি খেলা, গোল্লাছুট খেলা।

৮. বাংলাদেশের পাঁচজন কবির নাম বল?

— কাজী নজরুল ইসলাম, ফররুখ আহমেদ,গোলাম মোস্তফা, জসিম উদ্দিন, আল মাহমুদ।

৯. বাংলাদেশের পাঁচজন আলেম লেখকের নাম বল?

— মাওলানা মহিউদ্দিন খান, মাওলানা আবু তাহের মিসবাহ, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা যাইনুল আবেদীন ।

১০. জনপ্রিয় পাঁচটি কাব্যগ্রন্থের নাম বল?

— সাত সাগরের মাঝি, নকশী কাঁথার মাঠ, সোনালী কাবিন, রূপসী বাংলা , বন্দি শিবির ।

১১. বাংলাদেশের পাঁচটি দৈনিক পত্রিকার নাম বল?

— দৈনিক ইনকিলাব, দৈনিক ইত্তেফাক, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক প্রথম আলো, দৈনিক যুগান্তর । ‌

মানব দেহ সম্পর্কৃত সাধারণ জ্ঞান

১. তোমার হাত এবং পা কয়টি?

— হাত ২ টি এবং পা ২টি ।

২. তোমার মাথা কয়টি? মাথা দিয়ে কি করো?

— মাথা ১ টি । মাথা দিয়ে চিন্তা করি ।

৩. তোমার হাতে ও পায়ে কয়টি আঙুল?

— ২০ টি ।

৪. একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁত কয়টি?

— ৩২ টি ।

৫. মানুষের শরীরে কয়টি হাড় থাকে?

— ২০৬ টি ।

৬. মেরুদন্ডের হাড় কয়টি?

— ৩৩ টি ।

৭. ফুসফুস কোথায় থাকে?

— বুকের দুই পাশে ।

৮. ফুসফুসের কাজ কি?

— ফুসফুস শ্বাস-প্রশ্বাসের কাজ করে ।

৯. একজন পূর্ণবয়স্ক মানুষ প্রতি মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস নেয়?

— ১৮ বার ।

১০. একটি শিশু প্রতি মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস নেয়?

— ৪০ বার ।

১১. একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে হৃদস্পন্দন কতবার হয়?

— ৭৫ বার ।

১২. একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কি পরিমাণ রক্ত থাকে?

— প্রায় ৫ থেকে ৬ লিটার ।

১৩. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রী?

— ৯৮.৪ ডিগ্রী ।

১৪. মানুষের শরীরে কয়টি শক্তি আছে?

— ৭ টি । যথা- শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, ঘ্রাণশক্তি, স্বাদের শক্তি, স্পর্শ শক্তি, বুদ্ধির শক্তি, বাকশক্তি ।

আমাদের ধর্ম সংক্রান্ত সাধারণ জ্ঞান

১. আমাদের সৃষ্টিকর্তা কে?

— আল্লাহ তাআলা ।

২. আমরা কার বান্দা?

— আমরা আল্লাহর বান্দা ।

৩. আমাদের নবীর নাম কি?

— হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ।

৪. আমাদের ধর্মের নাম কি?

— ইসলাম ধর্ম ।

৫. ইসলাম অর্থ কি?

— শান্তির জন্য আত্মসমর্পণ ।

৬. ইসলাম ধর্ম কি?

— আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম ।

৭. আল্লাহ তাআলার কি কোন শরীক আছে? — না । আল্লাহ তাআলার কোনো শরীক নেই । তিনি এক ও অদ্বিতীয় ।

৮. মুসলিম কাকে বলে?

— যিনি ইসলাম ধর্ম মেনে চলেন তাকে মুসলিম বলে ।

৯. ইসলাম ধর্মের গ্রন্থের নাম কি?

— কুরআনুল কারীম ।

১০. আল কুরআনে কয়টি সূরা আছে?

— ১১৪ টি ।

১১. আমাদের ধর্মীয় উৎসব কয়টি?

— ২টি । ঈদুল ফিতর ও ঈদুল আযহা।

১২. ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কি কি?

— ৫ টি । যথা- কালিমা বা ঈমান ,নামাজ, রোজা, হজ্ব, যাকাত ।

১৩. বাইতুল্লাহ কোথায় অবস্থিত?

— সৌদি আরবের মক্কা শরীফে ।

১৪. বাইতুল্লাহ অর্থ কি‌?

— আল্লাহর ঘর ।

১৫. মুসলমানদের ইবাদাতের স্থানকে কি বলে?

— মসজিদ বলে ।

১৬. নবীজির রওজা মোবারক কোথায়?

— পবিত্র মদিনায় ।

১৭. বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি?

— ইসলাম ।

আমাদের দেশ নিয়ে সাধারণ জ্ঞান

১. তোমার দেশের নাম কি?

— বাংলাদেশ ।

২. বাংলাদেশের সাংবিধানিক নাম কি?

— গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ।

৩. বাংলাদেশের রাজধানীর নাম কি?

— ঢাকা ।

৪. বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কবে?

— ২৬ শে মার্চ ১৯৭১ সালে ।

৫. আমাদের জাতীয়তা কি?

— বাংলাদেশী ।

৬. বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত — এশিয়া মহাদেশে ।

ঢাকার পুরাতন নাম কি?

— জাহাঙ্গীরনগর ।

৭. আমাদের রাষ্ট্রভাষা কি?

— বাংলা ভাষা ।

৮. ভাষা দিবস কত তারিখে?

— একুশে ফেব্রুয়ারি ।

৯. ১৬ ই ডিসেম্বর কি দিবস?

— বিজয় দিবস ।

১০. বাংলাদেশের আয়তন কত?

— ১ , ৪৭ ,৫৭০ বর্গ কিলোমিটার ।

১১. বাংলাদেশের জনসংখ্যা কত?

— ১৭ কোটির বেশি ।

১২. বাংলাদেশের কয়টি বিভাগ আছে ও কি কি?

— ৭ টি বিভাগ আছে । যথা-ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী , রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট ।

১৩. বাংলাদেশের কয়টি জেলা?

— ৬৪ টি ।

১৪. বাংলাদেশে প্রধানত কি কি শস্য উৎপন্ন হয়?

— ধান, গম, পাট, ডাল ইত্যাদি ।

বাংলাদেশের কবি সাহিত্যিক

১. বিশ্ব কবি কাকে বলা হয়?

— রবীন্দ্রনাথ ঠাকুর ।

২. বিদ্রোহী কবির নাম কি ‌?

— কাজী নজরুল ইসলাম ।

জাতীয় কবির নাম কি ‌?

— কাজী নজরুল ইসলাম ।

পল্লী কবি কে?

— জসীমউদ্দীন ।

পবিত্র কুরআনের পূর্ণাঙ্গ কাব্যানুবাদ কে করেন?

— কবি মুহিব খান ।

ইসলামী রেনেসাঁর কবি কে?

— ফররুখ আহমেদ।

একুশে পদক কি?

— বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।

সর্বপ্রথম কে একুশে পদক প্রাপ্ত হন?

— কাজী নজরুল ইসলাম ।

কবি ফররুখ আহমদের ছদ্মনাম কি?

— হায়াত দরাজ খাঁ ।

দেয়ালিকা কি?

— দেয়ালিকা হল বিজ্ঞপ্তি বোর্ডে প্রকাশিত এক ধরনের সাময়িকপত্র ।

দেয়ালিকাতে কাদের লেখা প্রকাশিত হয়?

— বিশেষত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রবন্ধ, কবিতা, অঙ্কন ইত্যাদি প্রকাশিত হয় ।

বাংলাদেশের যা কিছু সবচেয়ে বড়, জেনে নিই:

১. বাংলাদেশের সবচেয়ে বড় শহর কোনটি?

— ঢাকা শহর ।

২. বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কোনটি?

— ঢাকা বিশ্ববিদ্যালয় ।

৩. বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা কোনটি?

— মঈনুল ইসলাম হাটহাজারী ।

৪. বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি?

— চট্টগ্রাম সমুদ্র বন্দর ।

৫. বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটি?

— বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ।

৬. বাংলাদেশের সবচেয়ে বড় সড়ক সেতু কোনটি?

— যমুনা বহুমুখী সেতু ।

৭. বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কোনটি?

— কমলাপুর রেলওয়ে স্টেশন ।

৮. বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

— রাঙ্গামাটি জেলা ।

৯. বাংলাদেশের সবচেয়ে বড় পার্ক কোনটি?

— রমনা পার্ক ।

১০. বাংলাদেশের সবচেয়ে বড় লাইব্রেরি কোনটি?

— কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী ।

১১. বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর কোনটি?

— হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ।

১২. বাংলাদেশের সবচেয়ে বড় বাঁধের নাম কি?

— কাপ্তাই বাঁধ ।

১৩. বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর কোনটি?

— শাহবাগে জাতীয় জাদুঘর ।

১৪. বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা কোনটি?

— মিরপুর চিড়িয়াখানা ।

ফুল নিয়ে শিশুদের সাধারণ জ্ঞান

১. কোন ফুল রাতে ফোটে?

— বেলি, জুঁই, শিউলি, হাসনাহেনা ,নাইট কুইন ।

২. বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী?

— শাপলা।

৩. কোন ফুল পানিতে জন্মায়?

— পদ্মা, শাপলা, কলমি ও শেওলা ফুল ।

৪. কোন ফুলকে ফুলের রাণী বলা হয়?

— গোলাপ ফুলকে।

৫. গ্রীষ্মকালে ফোটে এমন ৫টি ফুলের নাম বল।

— কৃষ্ণচূড়া, বেলি, রজনীগন্ধা, গন্ধরাজ ও চাপা।

৬. শীতকালীন পাঁচটি ফুলের নাম বল?

— গোলাপ, গাদা, ডালিয়া, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা ।

৭. বাংলাদেশের পাঁচটি বর্ষাকালীন ফুলের নাম বল?

— শাপলা, কদম ,হাসনাহেনা, কচুরি ফুল, কলমি ফুল ।

৮. বিলে ঝিলে কোন ফুল ফোটে?

উত্তর: শাপলা।

৯. ৫টি লাল ফুলের নাম বল?

— গোলাপ, কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল ও জবা।

১০. হলুদ রঙের ফুল কী কী?

— সূর্যমুখী ও গাঁদা ফুলের রং হলুদ।

১১. ৫টি সাদা ফুলের নাম বল?

— বেলি, রজনীগন্ধা, গন্ধরাজ, দোলনাচাঁপা ও শিউলি।

১২. পৃথিবীতে কোন রংয়ের ফুল বেশি?

— লাল রংয়ের ।

১৩. কোন ফুলটি সারা বছর পাওয়া যায়?

— জবা ফুল ।

ফল-ফলাদি নিয়ে সাধারণ জ্ঞান

১. ফলের রাজা কোনটি?

— আম।

২. বাংলাদেশের জাতীয় ফল কী?

— কাঁঠাল।

৩. সারা বছর পাওয়া যায় এমন তিনটি ফলের নাম বল।

— কলা, পেঁপে ও নারিকেল।

৪. গরমকালে কী কী ফল পাওয়া যায়?

— আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস ইত্যাদি।

৫. ৫টি রসালো ফলের নাম বল।

— আম, কাঁঠাল, লিচু, আনারস, লিচু ও কমলা।

৬. কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি আছে?

— আমলকিতে।

৭. কয়েকটি বিদেশি ফলের নাম বল?

— আপেল, নাশপাতি, মাল্টা, আঙ্গুর ইত্যাদি।

৮. কয়েকটি বর্ষাকালিন ফলের নাম বল?

— তাল, পেয়ারা, জাম্বুরা, আমড়া, জামরুল ইত্যাদি । ।

৯. কোন কোন ফলে ভিটামিন সি আছে?

— আমলকি, আমড়া, পেয়ারা, টমেটো, লেবু, আনারস, কমলা ইত্যাদি।

১০. কয়েকটি শীতকালীন ফলের নাম বল?

— কমলা, বরই, তেতুল, জলপাই, কমলা লেবু ইত্যাদি।

১১. কোন ফল দেখতে সুন্দর কিন্তু খাওয়া যায় না?

— মাকাল ফল।

১২. কোন ফল শুধু একটি মাত্র ধরে?

— আনারস।

মাছের জগৎ নিয়ে সাধারণ জ্ঞান

১. বাংলাদেশের জাতীয় মাছের নাম কী?

— ইলিশ।

২. কয়েকটি লোনা পানির মাছের বলো?

উত্তর: ইলিশ, ভেটকি, রূপটাদা,পাঙ্গাস, কোরাল, ছুরি ইত্যাদি।

৩. কয়েকটি মিঠা পানির মাছের নাম বলো?

— রুই, কাতলা, চিতল, মৃগেল, শোল, বোয়াল, কৈ, পাবদা, মাগুর ইত্যাদি ।

৪. মাছ কীভাবে শ্বাস-প্রশ্বাস নেয়?

— মাছ ফুলকার সাহায্যে শ্বাস-প্রশ্বাস নেয়।

৫. মাছ কীভাবে ঘুমায়?

— চোখ মেলে ঘুমায়।

৬. আঁশবিহীন ৫টি মাছের নাম বল।

— শিং, মাগুর, বোয়াল, পাবদা ও টেংরা।

৭. সবচেয়ে বড় জলজ প্রাণী কোনটি?

— নীল তিমি।

৮. মাছ কী দিয়ে ডিম ছাড়ে?

— মাছ মুখ দিয়ে ডিম ছাড়ে।

৯. ছোট মাছ খেলে কী উপকার হয়?

— ছোট মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে।

১০. কোন মাছ এক সঙ্গে ১৫ লক্ষ ডিম পাড়ে?

— ইলিশ মাছ। প্রশ্ন: মুখে ডিম রেখে বাচ্চা ফুটায় কোন মাছ? — তেলাপিয়া।

১১. কোন প্রাণীর চোখের পাতা নেই?

— মাছ।

১২. কোন মাছ উড়তে পারে?

— সমুদ্রের উড়ক্কু মাছ ।

পাখ-পাখালি

১. সবচেয়ে উচু পাখি কোনটি?

— উটপাখি।

২. বাংলাদেশের জাতীয় পাখির নাম কী?

— দোয়েল।

৩. কোন পাখি বসন্তকালে মিষ্টি সুরে গান গায়?

— কুকিল।

৪. কোন পাখিকে শিল্পী পাখি বলা হয়?

— বাবুইপাখি।

৫. পাখির রাজা কোন পাখি?

— ঈগল ।

৬. কোন্ পাখি মানুষের মতো সোজা হয়ে দাঁড়াতে পারে?

— পেঙ্গুইন।

৭. কোন পাখি মানুষের কথা অনুকরণ করতে পারে?

— ময়না পাখি।

৮. কোন পাখি বেশিক্ষণ উড়তে পারে?

— পায়রা।

৯. কোন পাখি বাসা তেরি করে না?

— কোকিল।

১০. কোন পাখি অন্য পাখির বাসায় ডিম পাড়ে?

— কোকিল।

অন্যান্য বিচিত্র প্রাণী

১. বাংলাদেশের জাতীয় পশুর নাম কী?

উত্তরঃ: রয়েল বেঙ্গল টাইগার ।

২. কোন পশুকে পশুর রাজা বলা হয়?

— সিংহকে ।

৩. সবচেয়ে চালাক প্রাণী কোনটি?

— শিয়াল।

৪. কোন পাখি আকারে সবচেয়ে ছোট?

— হামিং বার্ড।

৫. কোন প্রাণী চোখের সাহায্যে শুনতে পায়?

— সাপ ।

৬. কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়?

— ঘোড়া ।

৭. সবচেয়ে উঁচু প্রাণি কোনটি?

— জিরাফ।

৮. বিশ্বস্ত প্রাণী কোনটি?

— কুকুর।

৯. সবচেয়ে বিষাক্ত সাপ কোনটি?

— গোখরা।

১০. কোন প্রাণীর হাঁটুতে কান থাকে?

— ফড়িং।

১১. কোন কোন প্রাণী দেখতে পায় না?

— উই, জোঁক, কেঁচো ইত্যাদি।

১২. মরুভূমির জাহাজ কোন প্রাণীকে বলা হয়?

— উটকে ।

১৩. কোন প্রাণীর ভেতরে মুক্তা পাওয়া যায়?

— ঝিনুক‌ ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url