Partners in Health and Development (PHD) তে মিডওয়াইফ নিয়োগ

মিডওয়াইফ (Midwife)

Partners in Health and Development (PHD)

খালি পদ : ২ টি 
কর্মস্থল: ভোলা, ভোলা (চরফ্যাসন)
আবেদনের শেষ তারিখ: ২৮ এপ্রিল ২০২১
জব কনটেক্সট
    পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) একটি অলাভজনক জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে প্রায় তিন দশক যাবৎ মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ করে প্রান্তিক ও কম সুবিধা প্রাপ্ত জনগোষ্ঠির জন্য কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ব্রিটিশ সরকারের FCDO এর অর্থায়নে এবং Concern Worldwide এর নেতৃত্বে Essential Healthcare for the Disadvantaged in Bangladesh (EHD) শীর্ষক একটি প্রকল্প বরিশাল বিভাগের তিনটি জেলার ৮টি উপজেলার ন্যায় চরফ্যাশন উপজেলার সকল ইউনিয়ন ও চরফ্যাশন পৌরএলাকায় বাস্তবায়ন করছে পিএইচডি। চরফ্যাশন উপজেলার দুর্গম অঞ্চল চর কুকরী মুকরী ইউনিয়নে মাতৃ স্বাস্থ্য উন্নয়নে এবং মাতৃ-মৃত্যু ও শিশু মৃত্যু হ্রাসকল্পে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক প্রসব ব্যবস্থা অব্যাহত রাখার লক্ষ্যে নিম্ন লিখিত পদে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে আবেদনপত্র আহবান করা হচ্ছে।
চাকরির দায়িত্বসমূহ
  • ইউনিয়ন ভিত্তিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এএনসি, পিএনপি ও নিরাপদ প্রসব সেবা প্রদান।
  • কমিউনিটি পর্যায়ে স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা এবং গর্ভবতী, প্রসূতি ও নবজাতককে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান।
  • ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রসব সংক্রান্ত যে কোন সেবা প্রদান।
  • জাতীয় মান ও প্রটোকল অনুযায়ী প্রতিবন্ধীবান্ধব ইএসপি সেবা প্রদান।
  • নরমাল ডেলিভারী করানো এবং সহায়তা করা।
  • প্রয়োজন হলে নবজাতক ও প্রসূতির resuscitation করা।
  • ভালভাবে স্ক্রিনিং বা পর্যবেক্ষণের মাধ্যমে সঠিক সময়ে রোগী রেফার করা।
  • রোস্টার অনুসারে দিন/রাত ডিউটি করতে হবে।
  • স্বাস্থ্যশিক্ষা প্রদান এবং স্বাস্থ্য ও এসআরএইচআর প্রচারমূলক কার্যক্রমের সাথে নিবিড় ভাবে কাজ করতে হবে।
  • সরবরাহকৃত ঔষধ ও বিভিন্ন মালামাল নিয়মিত হিসাব রাখা ও স্টক আপডেট নিশ্চিত করা।
  • মিডওয়াইফারী লিড সেন্টারের সেবাতথ্য সঠিক ভাবে সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজন অনুসারে রিপোর্ট করতে হবে।
  • স্থানীয় জনগোষ্ঠী, স্থানীয় সরকার প্রতিনিধি, অন্যান্য সহকর্মী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে কার্যকর কর্মময় সম্পর্ক উন্নয়ন ও বজায় রাখা।
  • স্বাস্থ্য/স্বাস্থ্যকেন্দ্র বিষয়ক সকল মিটিং/সেমিনার/ট্রেনিংএর অংশগ্রহণ করা।
  • সংস্থা/প্রকল্পের প্রয়োজনে অন্যান্য কাজ করা।
চাকরির ধরন

চুক্তিভিত্তিক

শিক্ষাগত যোগ্যতা
  • বাংলাদেশ সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৩ বছর মেয়াদী মিডওয়াইফারী কোর্স সম্পন্ন। অথবা ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী কোর্স সম্পন্ন।
  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল হতে রেজিঃ প্রাপ্ত হতে হবে।
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
  • শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন
  • প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  • নরমাল ডেলিভারী কার্যক্রমে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।
  • অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে।
  • গর্ভবতী/প্রসূতি/নবজাতক রেফার করার প্রয়োজন হলে অনতি বিলম্বে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
  • HBB ও AMTSL ব্যবস্থাপনা করা।
  • ডেলিভারী করানো ও অন্যান্য জরুরী সেবা প্রদান করতে ২৪/৭ প্রস্তুত থাকতে হবে।
  • চরফ্যাশন উপজেলা ও ভোলা জেলার প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন
  • আলোচনা সাপেক্ষ
  • প্রকল্পের অনুমোদিত বাজেট অনুযায়ী অন্যান্য আর্থিক সুবিধাদি প্রদান করা হবে। কর্মস্থলে অবস্থান করা বাধ্যতামূলক বিধায় পরিবার পরিকল্পনা বিভাগ ও ইউনিয়ন পরিষদ কর্তৃক থাকা ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে।


আগ্রহী প্রার্থীগণকে আগামী ২৮ এপ্রিল ২০২১ তারিখ বিকাল ৫.০০টার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি), বাড়ি নং- SWD ১২এ, রোড নং- ৮, গুলশান-১, ঢাকা-১২১২ বরাবর আবেদনপত্র "[email protected]" এই ঠিকানায় ইমেল (email) করতে হবে। আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল হতে রেজিঃ এর কপি পাঠাতে হবে। জীবনবৃত্তান্তের সাথে অবশ্যই সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও মোবাইল নাম্বার থাকতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাতকারের জন্য ডাকা হবে। নিয়োগ পরীক্ষার জন্য কোন প্রকার ডিএ/টিএ প্রদান করা হবে না। নিয়োগের ক্ষেত্রে নিয়োগ কর্তৃপক্ষের সিদ্বান্ত চ'ড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কোন প্রার্থীর ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।


আপনার জীবনবৃত্তান্ত যেখানে পাঠাবেন [email protected] ইমেইলৈ আবেদন করলে অবশ্যই ইমেইলের Subject এর ঘরে পদের নাম উল্লেখ করবেন। এবং ইমেইল বডিতে Cover letter লিখবেন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url