প্রফেসরস বিপিএসসি নন ক্যাডার জব সলুশন ২০২১ pdf

প্রফেসরস বিপিএসসি নন ক্যাডার জব সলুশন ২০২১ বইটার বর্তমান বাজারে প্রাইজ হলো ৫৫০ টাকা থেকে ৬০০ টাকা । বইয়ের মোট পৃষ্ঠা ১০৫৬, বইটাকে pdf বানানো হবে। 

স্ক্যানার দিয়ে স্ক্যান করে pdf বানালে এর সাইজ হবে ০২ জিবির মতো। এজন্য প্রতিটা পেজ আলাদাভাবে কম্প্রেস করে pdf করা লাগবে। তাতে pdf সাইজ হবে ২০০ MB.

মূল কথা হলো কাজটা করতে খরচ হবে ২৫০০ টাকার কিছু বেশি। ৩০০০ ধরে নিলাম। এজন্য এই খরচের জন্য আমরা ৬০ জন ব্যাক্তি আশা করছি, যারা জনপ্রতি ৫০ টাকা করে ফি দিবেন। বিনিময়ে pdf টি পাবেন। 

বইটি কপিরাইট প্রটেক্টেক। তাই publicly বইটাকে কাউকে দেয়া হবেনা। only 60 জনকে দিব। শর্ত হলো কাউকে বইটার pdf দেয়া যাবেনা। 

কেন আমরা বইটার pdf করছি?

কারণ বর্তমান ও পরবর্তী সময়ে mynursing.club ওয়েবসাইটের অনলাইন পরীক্ষার কার্যক্রম পরিচালানায় বইটার pdf দরকার। 

কেন আমরা নিজের খরচে pdf না বানিয়ে আপনাদের থেকে নিবো?

কারণ নিজেদের খরচে নাহয় একটা করলাম, এতেতো যথেষ্ট নয়। আরো অনেক কাজে অনেক খরচ হবে। তাই সকলের থেকে নিয়ে কাজ করতে ইচ্ছুক।  বিনিময়েতো আপনাদেরো pdf টা দেয়া হচ্ছে।

যদি কেউ ভাবেন, ব্যাবসা শুরু করছি??

তাহলে উত্তর হলো হ্যা, কেউ চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, না চাইলে বিদায়।

কেউ আগ্রহী থাকলে website এর নিচ দিকে দেখুন একটি মেসেনজার আইকন আছে। এখানে ক্লিক করে যানাবেন। 

অথবা নিচের লিংকে ক্লিক করে জানাতে পারেন। অথবা কল করতে পারেন ০১৯০৪-৩২৮২০৩

m.me/mynursing.club

m.me/saydul98



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url