BPSC নার্সিং প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিমূলক অনলাইন পরীক্ষার সময়সূচি ও বিষয়বস্তু


আগামি ২৮/০১/২০২১ তারিখের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক অনলাইন পরীক্ষার ব্যাবস্থা করা হয়েছে mynursing.net ওয়েবসাইটে। আগামি ০৬ই জানুয়ারি হতে ১৭ ই জানুয়ারি পর্যন্ত নির্দিষ্ট বিষয় বা টপিক বা অংশের উপর প্রতিদিন একটি করে মোট ১২ টি পরীক্ষা নেয়া হবে এবং ১৮ই জানুয়ারি হতে ২৭ ই জানুয়ারি পর্যন্ত মোট ১০ টি পরীক্ষা নেয়া হবে BPSC সিলেবাস ভিত্তিতে।

প্রশ্ন, নম্বর বন্টন, সময় ও রেসাল্টঃ

বিষয় ভিত্তিক পরীক্ষার প্রথম ছয়টিতে ৩০ টি mcq থাকবে পরের ছয়টিতে ৫০ টি mcq থাকবে।
পূর্ণাঙ্গ মডেল পরীক্ষার ১০ টির প্রতিটিতে ১০০ টি mcq থাকবে।

৩০ টি mcq এর জন্য ১৫ মিনিট, ৫০ টি mcq এর জন্য ৩০ মিনিট এবং ১০০ টি mcq এর জন্য ১ ঘন্টা সময় দেয়া হবে।

প্রতিটি প্রশ্নের মার্ক ১ এবং ভুল উত্তর দিলে ০.৫০ নম্বর কাটা হবে।পরীক্ষা শেষ হবার পর রাত ০১ টায় অংশগ্রহণকারী সকল পরীক্ষারথীর মধ্যে Merit List প্রকাশ করা হবে। একই সাথে একই সময়ে সকলের ইমেইলে পরীক্ষার উত্তরপত্রের কপি সয়ংক্রিয়ভাবে পৌছে যাবে। তবে কে কত তম হয়েছেন তা আপনি যে লিংকে পরীক্ষা দেবেন সেই লিংকে পাবেন রাত ০১ টায়

নিচে পরীক্ষার তারিখ ও বিষয় বস্তু উল্লেখ করা হলোঃ

বিষয়ভিত্তিক প্রথম ছয়টি পরীক্ষার সময়সুচিঃ

পরিক্ষা ও তারিখপরীক্ষার বিবরণ

পরীক্ষা – ১
০৬/০১/২০২১

জনপ্রশাশন মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০১৯, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি হেল্থ কেয়ার প্রভািডার ২০১৮, পরিবার কল্যাণ পরিদর্শিকা ২০১৮, নার্সিং ও মিডওয়াইফেরি অথীদপ্তরের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ ২০১৮ এবং ২০১৭(বাতিলকৃত) এই পাঁচটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে মোট ৩০ টি mcq থাকবে। পরীক্ষা শুরু হবে রাত ১০:৩০ মিনিটে।

পরীক্ষা – ২
০৭/০১/২০২১

নার্সিং ও মিডওয়াইফেরি অথীদপ্তরের মিডওয়াইফ নিয়োগ পরীক্ষা ২০২০, ২০১৭ (ফেব্রুয়ারি), ২০১৭ (নভেম্বর), ২০১৪, পরিবার  পরিকল্পনা অধীদপ্তরের মিডওয়াইফ নিয়োগ ২০১৪ ও ২০১৫ এই ছয়টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে প্রশ্ন করা হবে।

পরীক্ষা – ৩
০৮/০১/২০২১
 
নার্সিং ও মিডওয়াইফেরি অথীদপ্তরের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ ২০১৭(ডিসেম্বর), ২০১৬, পরিবার  পরিকল্পনা অধীদপ্তরের ২০১৫,  পরিদর্শিকা প্রশিক্ষণার্থী ২০১৫, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২০১৬, পোস্ট বেসিক ভর্তি পরীক্ষা ২০২০ এবং নার্সিং ভর্তি পরীক্ষা ২০১৯ এই ছয়টি পরীক্ষার প্রশ্ন থেকে প্রশ্ন করা হবে।

পরীক্ষা – ৪
০৯/০১/২০২১

BSMMU নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২০, ১৯, ১৮, ১৬, ১৫, ১৪, ১৩, ১২, ১১ এবং ২০১০ সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে প্রশ্ন করা হবে।

পরীক্ষা – ৫
১০/০১/২০২১

ডিপ্লোমা ইন মিডওয়াইফেরি ভর্তি পরীক্ষা ২০১৯, BSMMU B.Sc নার্সিং ভর্তি পরীক্ষা ২০১৯ এবং উপরে দেয়া সবগুলো নিয়োগ প্রশ্ন থেকে প্রশ্ন করা হবে্

পরীক্ষা – ৬
১১/০১/২০২১
 
সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে ৫০% এবং নিয়োগ পরীক্ষার প্রশ্নের বাহিরে ৫০% প্রশ্ন করা হবে।



বিষয়ভিত্তিক শেষ ছয়টি পরীক্ষার সময়সুচিঃ

পরিক্ষা ও তারিখপরীক্ষার বিবরণ

পরীক্ষা – ৭
১২/০১/২০২১

নিয়োগ প্রশ্ন থেকে ৪০% এবং বাকি ৬০% নিয়োগ প্রশ্নের বাহিরে প্রশ্ন করা হবে।

পরীক্ষা – ৮
১৩/০১/২০২১

নিয়োগ প্রশ্ন থেকে ৩০% এবং বাকি ৭০% নিয়োগ প্রশ্নের বাহিরে প্রশ্ন করা হবে।

পরীক্ষা – ৯
১৪/০১/২০২১
  
নিয়োগ প্রশ্ন থেকে ২০% এবং বাকি ৮০% নিয়োগ প্রশ্নের বাহিরে প্রশ্ন করা হবে।

পরীক্ষা – ১০
১৫/০১/২০২১

নিয়োগ প্রশ্ন থেকে ১০% এবং বাকি ৯০% নিয়োগ প্রশ্নের বাহিরে প্রশ্ন করা হবে।

পরীক্ষা – ১১
১৬/০১/২০২১

নিয়োগ প্রশ্ন থেকে ১০% এবং বাকি ৯০% প্রশ্ন আনেক কঠিন করা হবে।

পরীক্ষা – ১২
১৭/০১/২০২১

প্রশ্ন কোথা থেকে করা হবে তার কোনো নিশ্চয়তা নেই, এতটাই কঠিন করা হবে যে কল্পোনার বাহিরে থাকবে।


১৮ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত পূর্ণাঙ্গ নিয়োগ সিলেবাস ও মানবন্টন অনুসারে ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হবে। এক্ষেত্রে প্রতিটি পরীক্ষায় ২০% নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে দেয়া হবে। বাকি প্রশ্নগুলি বেছে বেছে গুরত্বপূর্ণ প্রশ্নসমূহ নেয়া হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url