ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, ফেনীর (সি.সি.ইউ সহ ত্রিশ শয্যার কার্ডিয়াক হাসপাতাল) এর জন্য নিম্নবর্ণীত পদে নিয়োগ দেয়ার লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম: | : সিনিয়র স্টাফ নার্স |
আবেদন শেষ: | : ১৪/০১/২০২১ ইং |
পদ সংখ্যা | : নির্দিষ্ট নয় |
যোগ্যতা | : ডিপ্লোমা বা বি.এস.সি ডিগ্রী প্রাপ্ত হতে হবে। |
অভিজ্ঞতা | : লাগবে সর্বনিম্ন ২ বছর (আই সি ইউ/ সি সি ইউ তে কাজ করার অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার) |
বেতন | : ২০,০০০/- থেকে ৩০,০০০/- |
আবেদন ফী | : লাগবেনা |
নিয়োগের স্থান: ফেনী
আবেদনের অন্যান্য শর্তাবলীঃ
১। সকল পদের ক্ষেত্রে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি, নাগরিকত্ব
সনদ ফটোকপি/অনুলিপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং বায়োডাটা আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।
সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূলকপি দেখাতে হবে।
২। ১৪/০১/২০২১ইং, বৃহস্পতিবার এর মধ্যে অফিস চলাকালীন সময়ে সাধারণ সম্পাদক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন
হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজা ঝির দিঘীর উত্তর পাড়, ফেনী এর বরাবরে আবেদনপত্র পাঠাতে হবে।
৩। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোন পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ
করেন।