অনলাইন পরীক্ষা– ০৯ (তারিখ: ১৪/০১/২০২১) সিনিয়র স্টাফ নার্স নিয়োগ

আজকের পরীক্ষার রেসাল্ট ১১:৫০ মিনিটে সকলের ইমেইলে নিজ নিজ  উত্তরসমূহের কপি প্রেরণ করা হয়েছে। সাথে উত্তরপত্র রয়েছে। 
তবে মেরিট বা মেধাক্রমে সিরিয়াল  এখানে রাত ১ টায় দেয়া হবে। তাছাড়া ফেজবুক গ্রুপেও দেয়া হবে

আজকের পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান  এবং টেকনিক্যাল থেকে ৫০টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে মেরিট রেসাল্টের ক্ষেত্রে।


আজ মোট পরীক্ষার্থী  : ৫৮১ জন
পরীক্ষার শেষে জমা দিয়েছেন: ৫৬০ জন
জমা দেননি বা সময় না থাকায় জমা দিতে পারেননি : ২১ জন

যারা এখন পরীক্ষা দিতে পারেননি তারা  এখন এই পরীক্ষাটি দিতে পারবেন, তবে এখন দিলে কোনো মেরিট রেসাল্ট প্রকাশ হবেনা। তবে আপনার ভুল উত্তরগুলির সঠিজ উত্তর দেখতে পাবেন। পরীক্ষাটি দিতে নিচে ক্লিক করুন


Merit List

এই পরীক্ষার সঠিক উত্তরসমূহ নিচে দেয়া হলোঃ
০১। রাম মোহন রায় কত সালে বাংলা ব্যাকরণ লেখেন?
(ক) ১৮২২
(খ) ১৮২৬
(গ) ১৮২৯
(ঘ) ১৮৩৩ √

০২। ‘কাঁচামিঠা’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
(ক) কাঁচা ও মিঠা
(খ) যা কাঁচা তাই মিঠা √
(গ) কাঁচার মিঠা
(ঘ) কাঁচামিঠা

০৩। রত্ন > রতন হওয়ার ধ্বনিসূত্র —
(ক) স্বরভক্তি √
(খ) স্বরসংগতি
(গ) অভিশ্রুতি
(ঘ) অপিনিহিতি

০৪। বাংলা ছন্দ কত রকমের?
(ক) এক
(খ) দুই
(গ) তিন √
(ঘ) চার

০৫। মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে-
(ক) বর্ণ
(খ) শব্দ
(গ) বাক্য
(ঘ) ভাষা √

০৬। ‘প্রাকৃত শব্দটির অর্থ কি?
(ক) প্রকৃত
(খ) যথার্থ
(গ) যা করা হয়েছে
(ঘ) স্বাভাবিক √

০৭। কােন দাটি অঘােষ ধ্বনি?
(ক) চ ছ √
(খ) ড ঢ
(গ) ব ভ
(ঘ) দ ধ

০৮। স্বরসঙ্গতির উদাহরণ কোনটি?
(ক) হইবে > হবে
(খ) দেশি > দিশি √
(গ) জালিয়া > জেলে
(ঘ) রাত্রি > রাইত

০৯। মানুষের প্রতি বিশ্বাস হারানাে পাপ'—উক্তিটির রচয়িতা কে?
(ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর √
(গ) প্রমথ চৌধুরী
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১০। বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
(ক) বিদ্যাপতি
(খ) জ্ঞানদাস
(গ) চণ্ডীদাস √
(ঘ) আলাওল

১১। The word 'Indolent' means-
(ক) Whiout a family
(খ) Lazy √
(গ) Disrespectful
(ঘ) Impoverished

১২। 'Swan song' means – 
(ক) first work
(খ) last work √
(গ) late work
(ঘ) early work

১৩। The word 'flame'means-
(ক) passion
(খ) burst
(গ) fire √
(ঘ) light

১৪। 'Temporal' means
(ক) temporary √
(খ) tempting
(গ) religious
(ঘ) wordly

১৫। He did not let me — the guitar.
(ক) to play
(খ) play √
(গ) playing
(ঘ) could play

১৬। 'Maiden speech' means—
(ক) Late speech
(খ) Early speech
(গ) Final speech
(ঘ) First speech √

১৭। The antonym of 'Ruthless'—
(ক) aimless
(খ) kind √
(গ) flexible
(ঘ) cruel

১৮। 'Advice' is a/an....
(ক) verb
(খ) pronoun
(গ) adverb
(ঘ) noun √

১৯। One should be careful about - duty.
(ক) one's √
(খ) his
(গ) her
(ঘ) their

২০। 'He is out of luck'-এর বাংলা অনুবাদ
(ক) তার কপাল পুড়েছে
(খ) সে ভাগ্যের বাইরে
(গ) তার পােড়া কপাল √
(ঘ) তার ভাগ্য দূরে

২১। এটারপােল-এর সদর দপ্তর কোথায়?
(ক) লিওঁ √
(খ) ভার্সাই
(গ) প্যারিস
(ঘ) মার্সাই

২২। 'Cold War' অর্থ কি?
(ক) স্নায়ুযুদ্ধ
(খ) সরাসরি যুদ্ধ
(গ) ঠাণ্ডা যুদ্ধ
(ঘ)  ক ও গ উভয়ই √

২৩। বাংলাদেশের জাতীয় জনসংখ্যা কাউন্সিলের প্রধান কে?
(ক) প্রধানমন্ত্রী √
(খ) রাষ্ট্রপতি
(গ) স্বাস্থ্যমন্ত্রী
(ঘ) স্বাস্থ্য সচিব

২৪। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততম বৃহত্তম দেশ?
(ক) অষ্টম √
(খ) সপ্তম
(গ) নবম
(ঘ) ষষ্ঠ

২৫। অরবিস' কি?
(ক) নদীতে ভাসমান হাসপাতাল
(খ) ফাইভস্টার হাসপাতাল
(গ) উড়ন্ত চক্ষু হাসপাতাল √
(ঘ) কলেরা হাসপাতাল

২৬। কোন দেশে সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে?
(ক) ভারত
(খ) নেপাল
(গ) যুক্তরাজ্য √
(ঘ) মিশর

২৭। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে জনগণের পুষ্টি অধিকার স্বীকৃত হয়েছে?
(ক) ১২নং অনুচ্ছেদে
(খ) ১৮নং অনুচ্ছেদে √
(গ) ১৩নং অনুচ্ছেদে
(ঘ) ১৪নং অনুচ্ছেদে

২৮। ‘ষ্ণ’ যুক্তবর্ণটি গঠিত হয়েছে নিম্নরূপে—
(ক) ষ্ + ণ √
(খ) ষ্ + ঞ
(গ) য্ + ঞ
(ঘ) ষ্ + জ

২৯। BARD প্রতিষ্ঠিত হয় কত সালে?
(ক) ১৯৫৯ √
(খ) ১৯৬৯
(গ) ১৯৭৯
(ঘ) ১৯৮৯

৩০। ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা আলাওল কোন যুগের কবি?
(ক) প্রাচীন যুগের
(খ) মধ্য যুগের √
(গ) আধুনিক যুগের
(ঘ) উত্তর আধুনিক যুগের

৩১। অগ্ন্যাশয় হতে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোেন কোনটি?
(ক) পেনিসিলিন
(খ) ইনসুলিন √
(গ) ফোলিক এসিড
(ঘ) এমাইনাে এসিড

৩২। ডায়াবেটিস রােগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলাে
(ক) চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রােগ হয় √
(খ) এ রােগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
(গ) এ রােগ মানবদেহের কিডনি বিনষ্ট করে
(ঘ) ইনসুলিন নামক একটি হরমােনের অভাবে এ রােগ হয়

৩৩। কোন হরমােনের অভাবে ডায়াবেটিস রােগ হয়?
(ক) থাইরােসিন
(খ) গ্লকাগন
(গ) এড্রিনালিন
(ঘ) ইনসুলিন √

৩৪। একজিমা (ECZEMA) এক ধরনের –
(ক) চোখের রােগ
(খ) হৃৎপিণ্ডের রােগ
(গ) পাকস্থলীর রােগ
(ঘ) অসংক্রামক চর্ম রােগ √

৩৫। নিচের কোনটি কলেরা, টাইফয়েড ও যক্ষ্মা রােগ সৃষ্টি করে?
(ক) ভাইরাস
(খ) ডিব্রিযােকসা
(গ) ব্যাকটেরিয়া √
(ঘ) সিগেলাসনি

৩৬। কোন প্রাণী ফাইলােরিয়াসিস রােগ সৃষ্টি করে?
(ক) মাছি
(খ) মাকড়সা
(গ) তেলাপােকা
(ঘ) মশা √

৩৭। কোন বিজ্ঞানী রােগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
(ক) লুই পাস্তুর √
(খ) প্রিস্টলি
(গ) ডারউইন
(ঘ) ল্যাভয়েসিয়ে

৩৮। Mismatched Blood Transfusion-এর তাৎক্ষণিক ব্যবস্থা কি নিতে হবে?
(ক) Antibiotic ও অক্সিজেন শুরু করা
(খ) Blood দেয়া বন্ধ করে Steroid দেয়া √
(গ) I/V স্যালাইন ও জ্বরের ওষুধ দেয়া
(ঘ) I/V Lasix স্যালাইন ও Oxygen দেয়া।
 
৩৯। খাবার স্যালাইন বানানাের পর খাওয়ানাে যাবে—
(ক) ৬ ঘণ্টা
(খ) ১২ ঘণ্ট √
(গ) ৩ ঘণ্টা
(ঘ) ২ ঘণ্টা

৪০। কোনটি Upper Limb এর বােন নয়?
(ক) Femur √
(খ) Ulna
(গ) Radius
(ঘ) Humerous

৪১। প্রধানত চিকিৎসাক্ উচ্চ রক্তচাপের চিকিৎসাক্ষেত্রে সালফার ব্যবহৃত হয় –
(ক) যক্ষ্মা রােগের চিকিৎসায়
(খ) ডায়াবেটিস রােগের চিকিৎসায়
(গ) চর্ম রােগের চিকিৎসায় √
(ঘ) উচ্চ রক্তচাপের চিকিৎসায়

৪২। রক্তে বিলিরুবিন বেড়ে গেলে কি হয়?
(ক) Anemia
(খ) Cyanosis
(গ) Jaundice √
(ঘ) Clubbing

৪৩। Server Anaphylaxis এর তাৎক্ষণিক চিকিত্স কি?
(ক) Atropine
(খ) Adrenaline √
(গ) Digoxin
(ঘ) Amynophilline

৪৪। নাক দিয়ে রক্তক্ষরণকে কি বলে?
(ক) Haemoptysis
(খ) Haematuria
(গ) Epistaxis √
(ঘ) Malaena

৪৫। মানবদেহে ম্যালেরিয়ার জীবাণু বাস করে –
(ক) যকৃত ও শ্বেত কণিকায়
(খ) পাকস্থলীতে
(গ) যকৃত ও লােহিত কণিকায় √
(ঘ) লােহিত কণিকায়

৪৬। ডাক্তার নাড়ী দেখার সময় প্রকৃতপক্ষে কি দেখেন?
(ক) হৃৎপিণ্ডের স্পন্দন
(খ) শিরার স্পন্দন
(গ) ধমনীর স্পন্দন √
(ঘ) স্নায়ুর গতি

৪৭। Central Vein Catheter কোন শিরাতে দেওয়া হয় না?
(ক) Internal jugular Vein
(খ) Subclavian Vein
(গ) Inferior Vena Cava √
(ঘ) Femoral Vein

৪৮। মানুষের দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছের অন্তর্ভুক্তি যেরােগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে—
(ক) রিকেটস
(খ) অষ্টিও মাইলাইটিস
(গ) হাইপাে থাইরয়ডিজম √
(ঘ) আর্থাইটিস

৪৯। মানুষের শরীরে কত প্রকারের রক্ত কণিকা আছে?
(ক) তিন √
(খ) চার
(গ) দুই
(ঘ) পাঁচ

৫০। নিম্নের কোনটি ভাইরাসবিরােধী ওষুধ?
(ক) ভ্যাকসিন √
(খ) অ্যাসিক্লোভার
(গ) সালফাডক্সিন পাইরিমিথামিন
(ঘ) ক্লোরােকুইন








Next Post Previous Post
No Comment
Add Comment
comment url