অনলাইন পরীক্ষা– ১৫ (তারিখ: ২৬/০১/২০২১) সিনিয়র স্টাফ নার্স নিয়োগ
আজকের পরিক্ষা শেষ, পরের পরীক্ষা আগামিকাল রাত ১০ টা ৩০ মিনিটে।
আজকের পরীক্ষার রেসাল্ট সকলের ইমেইলে প্রেরণ করা হবে। সাথে উত্তরপত্র থাকবে।
তবে মেরিট বা মেধাক্রমে সিরিয়াল এখানে রাত ১ টার পরে দেয়া হবে। তাছাড়া ফেজবুক গ্রুপেও দেয়া হবে।
আজকের পরীক্ষায় বাংলা (২০), ইংরেজি (২০), সাধারণ জ্ঞান(২০) এবং টেকনিক্যাল থেকে ৪০ টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে মেরিট রেসাল্টের ক্ষেত্রে।
আজ মোট পরীক্ষার্থী : ৮৭২
পরীক্ষার শেষে জমা দিয়েছেন: ৮৬৫ জন
জমা দেননি বা সময় না থাকায় জমা দিতে পারেননি : ১৭ জন
যারা পরীক্ষাটি দিতে পারেননি, তারা চাইলে এখন দিতে পারবেন, মেরিট রেসাল্ট শুধু রাত ১০ টা ৩০ মিনিটের পরীক্ষার ক্ষেত্রে দেয়া হয়।
Merite List
এই পরীক্ষার উত্তরসমূহ নিম্নরূপ:
০১। মানুষের যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম কি?
(ক) মনোসাইট
(খ) কুপফার কোষ √
(গ) সাইনাস হিস্টোসাইট
(ঘ) নিউট্রোফিল
০২। The normal urine output in 24 hours is --
(ক) 1200 ml
(খ) 2000 ml
(গ) 1500 ml √
(ঘ) 2500 ml
০৩। First Important investigation of a cardiac patient is --
(ক) electrocardiogram √
(খ) ultrasonography
(গ) echocardiogram
(ঘ) angiogram
০৪। Factors are responsible for decreasing body temperature
(ক) Starvation
(খ) Exercise
(গ) Starvation, Sleep, Shock √
(ঘ) Shock
০৫। পেসমেকারের অবস্থান হৃদপিন্ডের কোথায়?
(ক) বাম অলিন্দ
(খ) বাম নিলয়
(গ) ডান অলিন্দ √
(ঘ) ডান নিলয়
০৬। Contraindications in taking ORAL temperature --
(ক) Quadriplegic
(খ) Young Children √
(গ) Diabetes Mellitus
(ঘ) Conscious
০৭। Additional requirement of iron during pregnancy is--
(ক) 33 mg √
(খ) 20 mg
(গ) 30 mg
(ঘ) 10 mg
০৮। স্কার্ভি রোগের প্রতিষেধক নিচের কোনটি?
(ক) ভিটামিন- এ
(খ) ভিটামিন- ডি
(গ) ভিটামিন- ই
(ঘ) ভিটামিন- সি √
০৯। A late complication of cancer is-
(ক) Malnutrition
(খ) Anaemia
(গ) Pathological fracture √
(ঘ) sore thought
১০। The common site of cancer in case of male is--
(ক) Lungs & prostate √
(খ) liver
(গ) stomach
(ঘ) prostate
১১। Clinical manifestation of hypoxia are--
(ক) Cyanosis
(খ) Tachypnea
(গ) Tachycardia
(ঘ) All of them √
১২। Complications of neglected mouth care are
(ক) Increase appetite
(খ) Loss of appetite, Stomatitis, Gingivitis √
(গ) Stomatitis
(ঘ) Gingivitis
১৩। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক নূন্যতম কতটুকু আমিষ প্রয়োজন?
(ক) ৯০ গ্রাম
(খ) ১০০ গ্রাম
(গ) ৬০ গ্রাম
(ঘ) ৭০ গ্রাম √
১৪। Acid and pepsin influences may occur--
(ক) Cancer
(খ) Dysentery
(গ) peptic ulcer √
(ঘ) hypertension
১৫। The following drugs helps to clotting EXCEPT--
(ক) aspirin √
(খ) calcium
(গ) anaroxyl
(ঘ) caprolycin
১৬। Layers of adrenal cortex are--
(ক) Zona glomerulosa
(খ) Zona fasciculata
(গ) Zona reticularis
(ঘ) All of above √
১৭। আমিষ পরিপাক হয়ে কি হয়?
(ক) ফ্যাটি এসিড
(খ) বিলিরুবিন
(গ) এম্যাইনো এসিড √
(ঘ) ফলিক এসিড
১৮। The female gonad hormones arel Ovaries secrete following hormone.
(ক) Epinephrine
(খ) Oestrogen and Progesterone √
(গ) Oxytocin
(ঘ) Progesterone
১৯। Bed side test for urinary protein examination?
(ক) Benedicts test
(খ) Heat coagulation test √
(গ) Rothara's test
(ঘ) Heat precipitation test
২০। দেহে তাপ ধরে রাখে কোনটি?
(ক) শ্বেতসার
(খ) কার্বোহাইড্রেট
(গ) স্নেহ পদার্থ √
(ঘ) প্রটিন ও ভিটামিন
২১। উত্তর গােলার্ধে সাধারণত কখন তাপ সর্বনিম্ন থাকে?
(ক) নভেম্বর মাসে
(খ) জুলাই মাসে
(গ) ফেব্রুয়ারি মাসে
(ঘ) জানুয়ারি মাসে √
২২। উষ্ণতা পরিমাপের যন্ত্রের নাম কি?
(ক) থার্মোমিটার √
(খ) ক্যালরিমিটার
(গ) ফ্যাদোমিটার
(ঘ) থার্মোফ্লাক্স
২৩। কোন দেশটি আরব লীগের সদস্য নয়?
(ক) জর্ডান
(খ) লেবানন
(গ) ইরান √
(ঘ) বাহরাইন
২৪। আইএমএফ-এর সদর দপ্তর কোথায়?
(ক) ওয়াশিংটন √
(খ) মস্কো
(গ) লন্ডন
(ঘ) নিউইয়র্ক
২৫। ইন্দোনেশিয়ার পুরনাে নাম কি?
(ক) মাঞ্চুরিয়া
(খ) বাটাভিয়া
(গ) ডাচ ইস্ট ইন্ডিয়া √
(ঘ) আবিসিনিয়া
২৬। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
(ক) চতুর্দশ লুই
(খ) পঞ্চদশ লুই
(গ) ষােড়শ লুই √
(ঘ) সপ্তদশ লুই
২৭। বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়?
(ক) ১৯৯১
(খ) ১৯৯২
(গ) ১৯৯৪
(ঘ) ১৯৯৫ √
২৮। সাহিত্যে নােবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে?
(ক) স্যার ইকবাল
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর √
(গ) কৃষণ চন্দর
(ঘ) নীরােদ চৌধুরী
২৯। কুমিল্লা বার্ড (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?
(ক) মােহাম্মদ আইয়ুব খান
(খ) আখতার হামিদ খান √
(গ) আবদুল হামিদ খান ভাসানী
(ঘ) এ কে ফজলুল হক
৩০। যুক্তরাজ্য কবে ইউরােপীয় ইউনিয়নের (EU) সদস্যপদ ত্যাগ করে?
(ক) ১ জানুয়ারি ২০২০
(খ) ৩১ জানুয়ারি ২০২০ √
(গ) ১ ফেব্রুয়ারি ২০২০
(ঘ) ২৯ ফেব্রুয়ারি ২০২০
৩১। ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৪৮ সালে √
(খ) ১৯৫০ সালে
(গ) ১৯৬৭ সালে
(ঘ) ১৯৭০ সালে
৩২। কোন দেশটি সার্কের পর্যবেক্ষক নয়?
(ক) যুক্তরাষ্ট্র
(খ) জাপান
(গ) চীন
(ঘ) যুক্তরাজ্য √
৩৩। যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি?
(ক) ৭৫ টি
(খ) ৫৯ টি
(গ) ৫০ টি √
(ঘ) ৪৫ টি
৩৪। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?
(ক) জরুরি অবস্থা ঘোষণা
(খ) মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষণ
(গ) সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
(ঘ) ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান √
৩৫। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দফতর কোথায় অবস্থিত?
(ক) জেনেভায়
(খ) ওয়াশিংটনে
(গ) ভিয়েনায় √
(ঘ) ব্রাসেলসে
৩৬। কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
(ক) সল্ট (SALT)
(খ) ন্যাটো (NATO)
(গ) সিটিবিটি (CTBT) √
(ঘ) এনপিটি (NPT)
৩৭। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৪৫
(খ) ১৯৪৮
(গ) ১৯৪৯ √
(ঘ) ১৯৫১
৩৮। কয়টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল?
(ক) ৪৯টি
(খ) ৫০টি
(গ) ৫১টি √
(ঘ) ৫২টি
৩৯। ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
(ক) জেনেভা
(খ) মেক্সিকো সিটি
(গ) নিউইয়র্ক
(ঘ) রিওডিজনারিও √
৪০। করোনাভাইরাসের অস্তিত্ব যে নারী সর্বপ্রথমবার আবিষ্কার করেছিলেন তার নাম কি?
(ক) এনি রাজী
(খ) ড. ইসবিলা হোয়াইট
(গ) ড. আলনা
(ঘ) ড. আলমেইড √
৪১। চর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টীকাকার কে?
(ক) হরপ্রসাদ শাস্ত্রী
(খ) মুনিদত্ত √
(গ) সুনীতিকুমার
(ঘ) বিদ্যাপতি
৪২। বড়ু চন্ডীদাসের জন্মস্থান কোনটি?
(ক) বীরভূম জেলার নানুর গ্রাম √
(খ) বীরভূম জেলার কাকিল্যা গ্রাম
(গ) বাকুরা জেলার নানুর বারি
(ঘ) বাকুলা জেলার কাকিল্যা গ্রাম
৪৩। ব্রাহ্মন- রোমান -ক্যাথলিক সংবাদ কত সালে মুদ্রিত হয়?
(ক) ১৭৪৩ √
(খ) ১৮৫২
(গ) ১৭৫৮
(ঘ) ১৭৬৫
৪৪। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ কে ছিলেন?
(ক) উইলিয়াম কেরি √
(খ) রামমোহন রায
(গ) রামরাম বসু
(ঘ) জন ক্লার্ক মার্শম্যান
৪৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গদ্যগ্রন্থ__
(ক) জাপানযাত্রী
(খ) জাভাযাত্রীর পত্র
(গ) ইউরোপ -যাত্রীর ডাযরি
(ঘ) ইউরোপ -প্রবাসীর পত্র √
৪৬। নীললোহিত কার ছদ্মনাম?
(ক) সমরেশ বসু
(খ) সুনীল গঙ্গোপাধ্যায় √
(গ) রাজ শেখর বসু
(ঘ) সমর সেন
৪৭। নবোঢ়া এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) নব+ উঢ়া
(খ) নবো+ ঊঢ়া
(গ) নব+ঊঢ়া √
(ঘ) নব+ঊড়া
৪৮। নাবিক এর সন্ধি বিচ্ছেদ--
(ক) না+ইক
(খ) নবৌ+ইক
(গ) নব+ইক
(ঘ) নৌ+ইক √
৪৯। পক্ষী শব্দটি কোন লিঙ্গের অন্তর্ভুক্ত?
(ক) স্ত্রীলিঙ্গ
(খ) পুংলিঙ্গ
(গ) উভয়লিঙ্গ √
(ঘ) ক্লীবলিঙ্গ
৫০। কোনটি ঈষৎ অব্যয়ীভাব সমাস?
(ক) আজীবন
(খ) আরক্তিম √
(গ) আলুনী
(ঘ) আগাছা
৫১। পাওয়ার আগেই ভোগের আয়োজন---
(ক) ইচ্ছা থাকলেই উপায় হয়
(খ) রথ দেখা কলা বেচা
(গ) সবুরে মেওয়া ফলে
(ঘ) গাছে কাঁঠাল গোঁফে তেল √
৫২। আমার সন্তান যেন থাকে দুধেভাতে- এ প্রার্থনাটি করেছে কে?
(ক) ভাঁডুদত্ত
(খ) চাঁদ সওদাগর
(গ) ঈশ্বরী পাটনী √
(ঘ) নলকূপের
৫৩। মহেন্দ্র কোন উপন্যাসের নায়ক?
(ক) কৃষ্ণকান্তের উইল
(খ) চোখের বালি √
(গ) গৃহদাহ
(ঘ) পথের পাঁচালী
৫৪। কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রনীত?
(ক) মোস্তফা চরিত
(খ) নয়া জাতি স্রষ্টা হজরত মোহাম্মদ
(গ) বিশ্বনবী
(ঘ) মানব - মুকুট √
৫৫। এলাচি কোন ভাষায় শব্দ?
(ক) আরবি
(খ) হিন্দি
(গ) চীনা √
(ঘ) ফরাসি
৫৬। ফুলে ফুলে ভরেছে বাসর কোন কারকে কোন বিভক্তি :
(ক) অধিকরনে ৭মী
(খ) কর্মে ৭মী
(গ) করনে ৭মী √
(ঘ) অপাদানে ৭মী
৫৭। কিশোর কবি কাকে বলা হয়?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) আল মাহমুদ
(গ) জীবনানন্দ দাশ
(ঘ) সুকান্ত ভট্টাচার্য √
৫৮। বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর কার উপাধি?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সত্যেন্দ্রনাথ দত্ত √
(গ) প্রথম চৌধুরী
(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৫৯। চক্ষুদান এর ব্যঙ্গার্থ কোনটি?
(ক) চক্ষুলজ্জা
(খ) চুরি √
(গ) পরের উপকার
(ঘ) দৃষ্টিশক্তি দান
৬০। নারঙ্গি শব্দটির অর্থ কি?
(ক) কমলালেবু √
(খ) জলপাই
(গ) আনারস
(ঘ) বাতাবীলেবু
৬১। Who is known as the 'Lady of the Lamp'?
(ক) Sorojini Naidu
(খ) Hellen Killer
(গ) Florence Nightingale √
(ঘ) Madame Teresa
৬২। I have read the book ___ you lent me.
(ক) that √
(খ) whom
(গ) whose
(ঘ) what
৬৩। Water boils ___ you heat it to 100 Centigrade.
(ক) unless
(খ) until
(গ) if √
(ঘ) although
৬৪। Tell me ___ that.
(ক) whom told you
(খ) that told you
(গ) who told you √
(ঘ) told you
৬৫। I opened the door as soon as I ____ the bell.
(ক) have heard
(খ) was hearing
(গ) am heard
(ঘ) heard √
৬৬। I have ____ interest in the matter.
(ক) not
(খ) any
(গ) none
(ঘ) no √
৬৭। Who is the most famous satirist in English literature?
(ক) Alexander Pope
(খ) Jonathan Swifts √
(গ) William Wordsworth
(ঘ) Butler
৬৮। Chose the right word to fill the blank : The proper functionof the press is surely to - the man in the street with facts.
(ক) equip
(খ) deliver
(গ) proffer
(ঘ) provide √
৬৯। What is the plural of deer’?
(ক) deers
(খ) deerese
(গ) deeres
(ঘ) deer √
৭০। I was waiting Ushoni ____she never came .
(ক) but √
(খ) and
(গ) while
(ঘ) as
৭১। Many freedom fighters died _____the country.
(ক) from
(খ) for √
(গ) of
(ঘ) at
৭২। This children park _____half an hour before sunset.
(ক) opens
(খ) starts
(গ) closes √
(ঘ) stops
৭৩। A friend ___ need is a friend indeed.
(ক) to
(খ) for
(গ) at
(ঘ) in √
৭৪। The symptoms of heart failure are—
(ক) Oedema, Dyspnoea √
(খ) Pain
(গ) Dyspnoea
(ঘ) None of them
৭৫। The danger signs of pregnancy are—
(ক) Headache
(খ) Blurring of vision
(গ) Swelling of the feet
(ঘ) All of these √
৭৬। The principal will — the answer scripts.
(ক) look at
(খ) look into
(গ) look over √
(ঘ) look for
৭৭। 'Who will help you?' The passive form is—
(ক) By whom will you be helped? √
(খ) By whom you will be helped?
(গ) By whom would you be helped?
(ঘ) By whom you would be helped?
৭৮। The book 'A Tale of Two Cities' is written by—
(ক) Thomas Hardy
(খ) Charles Dickens √
(গ) Jonathan swift
(ঘ) George Orwell
৭৯। দুইবার জন্মে যে'— এককথায় সঠিক প্রকাশ কোনটি?
(ক) পুনর্জন্ম
(খ) প্রত্যাবর্তন
(গ) দ্বিজ √
(ঘ) অগ্রজ
৮০। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
(ক) রাখালী √
(খ) মাটির কান্না
(গ) সােজন বাদিয়ার ঘাট
(ঘ) নকশী কাথার মাঠ
৮১। Spinal nerve কয়টি?
(ক) ৩১ জোড়া √
(খ) ৩০ জোড়া
(গ) ১২ জোড়া
(ঘ) ৩৫ জোড়া
৮২। শরীরে Oedema হওয়ার একটি কারণ হলো __
(ক) Lymphatic blockage √
(খ) উচ্চ রক্তচাপ
(গ) প্রচুর পরিমাণে পানি পান করা
(ঘ) ডায়াবেটিস
৮৩। নিচের কোন ঔষধটি এনেসথেসিয়ায় ব্যবহৃত হয়?
(ক) Oxytocin
(খ) Amoxycillin
(গ) Salbutamol
(ঘ) Ketamine √
৮৪। গর্ভাবস্তায় নিচের কোন ঔষুধটি অত্যাবশ্যকীয়?
(ক) ক্রিমির ঔষুধ
(খ) বমির ঔষুধ
(গ) মাথার ব্যথার জন্য প্যারাসিটামল
(ঘ) Folic acid √
৮৫। নিচের কোন এসিড পাকস্থলিতে থাকে?
(ক) Hydrochloric Acid √
(খ) Acetic Acid
(গ) Formic Acid
(ঘ) Sulphuric-acid
৮৬। শরীরে Vitamin B12 এর ঘাটতি হলে কী হয়?
(ক) উচ্চ রক্তচাপ
(খ) রিকেট
(গ) রক্তশূণ্যতা √
(ঘ) স্কার্ভি
৮৭। মস্তিঙ্ক আঘাত থেকে রক্ষা করার জন্য যে হাড় আবরণ তৈরি করে তার নাম কি?
(ক) Stemum
(খ) Cranium √
(গ) Clavicle
(ঘ) Pelvis
৮৮। রক্তপাত বন্ধের জন্য নিচের কোনটি কাজ করে?
(ক) থ্রম্বিন √
(খ) ট্রিপসিন
(গ) ফাইসিন
(ঘ) প্যাপেইন
৮৯। যে হরমোনের ঘাটতির জন্য ডায়াবেটিস হয় তা হলো_
(ক) Glucagon
(খ) Thyroxin
(গ) Insulin √
(ঘ) Prolactin
৯০। চিকুনগুনিয়া রোগটি কিসের মাধ্যমে ছড়ায়?
(ক) এডিস মশা √
(খ) এনোফিলিস মশা
(গ) মাছি
(ঘ) ইঁদুর
৯১। বাংলাদেশে ডি.এন.এ টেস্ট শুরু হয় কত সাল থেকে?
(ক) ২০০৬ সালে √
(খ) ২০১০ সালে
(গ) ২০১২ সালে
(ঘ) ২০০৫ সালে
৯২। The Protein of breast Milk – কে বলা হয়?
(ক) Lacto albumin √
(খ) Calcium
(গ) Globulin
(ঘ) Amino acid
৯৩। নিচের কোনটি মূত্রতন্ত্রের অংশ নয়?
(ক) Ureter
(খ) Kidney
(গ) Appendix √
(ঘ) Urethra
৯৪। মাতৃদুগ্ধ তৈরি করে নিচের কোনটি?
(ক) প্রোটিন √
(খ) চর্বি
(গ) খনিজ লবণ
(ঘ) কার্বোহাইড্রেট
৯৫। BMI কত হলে Obese বলা হয়?
(ক) >৩০ √
(খ) >১৫
(গ) >২৪
(ঘ) >২০
৯৬। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেছিলেন?
(ক) বিসর্জন
(খ) ডাকঘর
(গ) বসন্ত √
(ঘ) অচলায়তন
৯৭। ‘ষ্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে-এটি কী?
(ক) হৃৎপিন্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
(খ) মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা √
(গ) হৃৎপিন্ডের অংশবিশেষের অসাড়তা
(ঘ) ফুসফুস হঠাৎ বিকল হয়ে যাওয়া
৯৮। নিচের কোনটি শ্বাসতন্ত্রের অন্তর্ভুক্ত নয়?_
(ক) Pharynx
(খ) Trachea
(গ) Maxilla √
(ঘ) Bronchus
৯৯। Thalassemia হলো _
(ক) Thyroid জনিত রোগ
(খ) রক্তের জন্মগত ক্রটি √
(গ) Osteoporosis
(ঘ) Atherosclerosis
১০০। ফিতাকৃমির মূখ্য পোষক দেহ কোনটি?
(ক) মানবদেহ √
(খ) ফরিং
(গ) গরু-ছাগল
(ঘ) পাখি
.