অনলাইন পরীক্ষা–১৪ (তারিখ: ২৫/০১/২০২১) লেট রিভিশন

এই পরীক্ষাটি গত ২৫/০১/২০২১ ইং তারিখ রাত ১০ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছিলো। পরীক্ষার টাইম শেষ হয়েছিলো ১১ টা ৩০ মিনিটে। যারা পরীক্ষা দিতে পারেননি, তাদের জন্য এই পরীক্ষার প্রশ্নটি নিচে পূণরায় দেয়া হলো। বিঃদ্রঃ মেরিট রেসাল্ট শুধুমাত্র রাত ১০ টা ৩০ মিনিটের পরীক্ষার ক্ষেত্রে দেয়া হয়। এই পরীক্ষাটি আপনি এখন দিলে এখনি আপনার ভুল গুলি দেখে নেয়ার সুযোগ পাবেন।

এই পরিক্ষার বিষয়বস্তু নিম্নরূপ। পরিক্ষা শুরু করার আগে প্রিপারেশন নেয়ার জন্য জানানো যাচ্ছে.....

পরীক্ষার মানবন্টন
পরীক্ষা – ১৪
২৫/০১/২১ ইং
১। বাংলা = ২০ 
২। ইংরেজি= ২০
৩। সাধারণ জ্ঞান = ২০
৪। টেকনিক্যাল = ৪০

পরীক্ষা- ১৪ (লেট রিভিশন)
মোট প্রশ্ন (mcq) :১০০টি
সময়: ০১ ঘন্টা
সেট: ০১

বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে এবং টেকনিক্যাল থেকে ১০০ টি প্রশ্ন রয়েছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হয় মেরিট রেসাল্ট দেয়ার ক্ষেত্রে।

উপরের প্রশ্নের উত্তর দেয়া হলে নিচের Submit/  জমা লেখার উপর ক্লিক করবেন। তারপর মোবাইলে সাদা ফাকা পেজ আসলে টান দিয়ে উপরে জাবেন তাহলে দেখতে পারবেন আপনার পরীক্ষা জমা হয়েছে কিনা।
এরপর স্কোর লেখায় ক্লিক করে দেখতে পাবেন, আপনার উত্তর কোনটা ঠিক আর কোনটা ভুল হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url