অনলাইন পরীক্ষা– ১০ (তারিখ: ১৫/০১/২০২১) সিনিয়র স্টাফ নার্স নিয়োগ
আজকের পরিক্ষা শেষ, পরের পরীক্ষা আগামিকাল রাত ১০ টা ৩০ মিনিটে।
আজকের পরীক্ষার রেসাল্ট ১১:২০ মিনিটে সকলের ইমেইলে নিজ নিজ উত্তরসমূহের কপি প্রেরণ করা হবে। সাথে উত্তরপত্র থাকবে।
তবে মেরিট বা মেধাক্রমে সিরিয়াল এখানে রাত ১ টায় দেয়া হবে। তাছাড়া ফেজবুক গ্রুপেও দেয়া হবে
আজকের পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান এবং টেকনিক্যাল থেকে ৫০টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে মেরিট রেসাল্টের ক্ষেত্রে।
আজ মোট পরীক্ষার্থী : ৬৮৮ জন
পরীক্ষার শেষে জমা দিয়েছেন: ৬৭৫ জন
জমা দেননি বা সময় না থাকায় জমা দিতে পারেননি : ০৯ জন
যারা এখন পরীক্ষা দিতে পারেননি তারা এখন এই পরীক্ষাটি দিতে পারবেন, তবে এখন দিলে কোনো মেরিট রেসাল্ট প্রকাশ হবেনা। তবে আপনার ভুল উত্তরগুলির সঠিজ উত্তর দেখতে পাবেন। পরীক্ষাটি দিতে নিচে ক্লিক করুন
Merit List
এই পরীক্ষার সঠিক উত্তরসমূহ নিচে দেয়া হলোঃ
০১। The symptoms of heart failure are—
(ক) Oedema, Dyspnoea √
(খ) Pain
(গ) Dyspnoea
(ঘ) None of them
০২। The danger signs of pregnancy are—
(ক) Headache
(খ) Blurring of vision
(গ) Swelling of the feet
(ঘ) All of these √
০৩। In case of poisoning atropine is used to—
(ক) Increase pulse rate
(খ) Sensory nerve improve
(গ) Increase heart rate
(ঘ) All of above √
০৪। Following are considered a fat soluble vitamins....
(ক) Vitamin-B
(খ) Vitamin-B and C
(গ) Vitamin- E √
(ঘ) All of these
০৫। How many lobes in the right lung?
(ক) Two lobes
(খ) Three lobes √
(গ) Four lobes
(ঘ) Five lobes
০৬। মানব শরীরে সর্বমােট Vertebra-এর সংখ্যা কত?
(ক) ৩৬টি
(খ) ৩২টি
(গ) ৩৯টি
(ঘ) ৩৩টি √
০৭। বিলিরুবিন তৈরি হয়—
(ক) পিত্তথলিতে
(খ) কিডনীতে
(গ) প্লীহায়
(ঘ) যকৃতে √
০৮। ইনসুলিন কি?
(ক) এক ধরনের এনজাইম
(খ) এক ধরনের হরমােন √
(গ) এক ধরনের কৃত্রিম অঙ্গ
(ঘ) এক ধরনের অস্ত্র
০৯। এলার্জি রােগের চিকিত্সায় কোন ওষুধ ব্যবহৃত হয়?
(ক) এন্টিহিস্টামিন
(খ) স্টেরয়েড হরমােন
(গ) এন্টিবায়ােটিক
(ঘ) ক ও খ উভয়ই সঠিক √
১০। Color of IV cannula indicates?
(ক) Length of the cannula
(খ) Outer diameter of the cannula
(গ) Flow rate and internal diameter √
(ঘ) Flow rate only
১১। মেনিনজাইটিস হলো......
(ক) শরীর পাতলা অনুভব হওয়া
(খ) স্নায়ু রজ্জুর প্রদাহ
(গ) মস্তিস্ক আবরণীর প্রদাহ √
(ঘ) স্নায়ু কোষের প্রদাহ
১২। কোন ভিটামিনের ঘাটতি থাকলে সহজেই সর্দি কাশি দেখা দিতে পারে?
(ক) A
(খ) B
(গ) K
(ঘ) C √
১৩। কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?
(ক) কে
(খ) ও পজেটিভ √
(গ) বি পজেটিভ
(ঘ) এবি
১৪। Which one is isotonic saline?
(ক) 5% DA
(খ) 5% DNS
(গ) Baby Saline
(ঘ) 0.9% NaCl √
১৫। Which one is the prime duty of a nurse for caring of a child suffering of AGN?
(ক) To maintain intake/ output chart √
(খ) To record BP, pulse, weight
(গ) To record daily respiratory rate
(ঘ) To give IV medication
১৬। কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?
(ক) ভিটামিন এ
(খ) ভিটামিন ডি
(গ) ভিটামিন কে
(ঘ) ভিটামিন সি √
১৭। মানবদেহে প্রতিদিন আয়ােডিনের চাহিদা কতটুকু?
(ক) ৭৫০ মাইক্রোগ্রাম থেকে ৮০০ মাইক্রোগ্রাম
(খ) ৫০০ মাইক্রোগ্রাম থেকে ৬৫০ মাইক্রোগ্রাম
(গ) ৩০০ মাইক্রোগ্রাম থেকে ৪৫০ মাইক্রোগ্রাম
(ঘ) ১৫০ মাইক্রোগ্রাম থেকে ২০০ মাইক্রোগ্রাম √
১৮। কচুশাকে কি পাওয়া যায়?
(ক) আয়রন √
(খ) পটাশিয়াম
(গ) ক্যালসিয়াম
(ঘ) সােডিয়াম
১৯। পােলিও রােগের টিকার নাম কি?
(ক) DPT
(খ) OPV √
(গ) BCG
(ঘ) TT
২০। Kwashiorkor কিসের অভাবে হয়?
(ক) Protein √
(খ) Carbohydrate
(গ) Fat
(ঘ) None
২১। বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় কবে?
(ক) ১৯৫৫ সালে
(খ) ১৯৫৭ সাল √
(গ) ১৯৬৭ সালে
(ঘ) ১৯৭২ সালে
২২। সংসদ ভবনের স্থপতি কে?
(ক) মাজহারুল হক
(খ) এফ আর খান
(গ) নভেরা আহমেদ
(ঘ) লুই আই কান √
২৩। জাতিসংঘের উদ্যোগে প্রথম বিশ্ব মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয় কোন শহরে?
(ক) নিউইয়র্ক
(খ) জেনেভা
(গ) মেক্সিকো সিটি √
(ঘ) বেইজিং
২৪। পিএলও (PLO) কবে গঠিত হয়?
(ক) ১৯৬৪ সালে √
(খ) ১৯৬৫ সালে
(গ) ১৯৬৬ সালে
(ঘ) ১৯৬৭ সালে
২৫। ইনসােমনিয়া একটি—
(ক) নিদ্রাহীনতাজনিত রােগ √
(খ) স্নায়ুরােগ
(গ) চোখের রােগ
(ঘ) কোনােটিই নয
২৬। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন?
(ক) শেখ মুজিবুর রহমান
(খ) তাজউদ্দিন আহমদ √
(গ) সৈয়দ নজরুল ইসলাম
(ঘ) ক্যাপ্টেন এম মনসুর আলী
২৭। বাংলাদেশের সবচেয়ে ছােট ইউনিয়ন কোনটি?
(ক) লালপুর
(খ) হাজিপুর √
(গ) হিলি
(ঘ) লালমােহন
২৮। ২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মোট হাসপাতালের সংখ্যা ছিল কতটি?
(ক) ৫,৮১৬ টি √
(খ) ৫,২১৬ টি
(গ) ১৬,০২৫ টি
(ঘ) ১৬,০১৬ টি
২৯। মানবদেহে পানির পরিমাণ—
(ক) ৫০%
(খ) ৭০% √
(গ) ৩০%
(ঘ) ২৬%
৩০। বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?
(ক) শাহ আবদুল হামিদ √
(খ) মােহাম্মদ উল্লাহ
(গ) মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ
(ঘ) সৈয়দ নজরুল ইসলাম
৩১। The adjective of the word 'Truth' is—
(ক) truly
(খ) true √
(গ) truism
(ঘ) truthfully
৩২। The principal will — the answer scripts.
(ক) look at
(খ) look into
(গ) look over √
(ঘ) look for
৩৩। 'Who will help you?' The passive form is—
(ক) By whom will you be helped? √
(খ) By whom you will be helped?
(গ) By whom would you be helped?
(ঘ) By whom you would be helped?
৩৪। Neither Rini nor Simi — qualified for the job.
(ক) are
(খ) is √
(গ) were
(ঘ) hed
৩৫। The boy from the village said, 'I - starve than beg.'
(ক) better
(খ) rather
(গ) would rather √
(ঘ) would better
৩৬। How many vowel in English?
(ক) 3
(খ) 4
(গ) 5 √
(ঘ) 6
৩৭। Which of the following is a correct sentence?
(ক) Ten miles are a long distance
(খ) Ten miles are long distance
(গ) Ten miles is long distance
(ঘ) Ten miles is a long distance √
৩৮। The book 'A Tale of Two Cities' is written by—
(ক) Thomas Hardy
(খ) Charles Dickens √
(গ) Jonathan swift
(ঘ) George Orwell
৩৯। The phrase 'at the out set' means—
Question Type
(ক) In the end
(খ) In the middle
(গ) At the beginning √
(ঘ) Before the end
(ঘ) Before the end
৪০। কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া?
(ক) কানপাতলা
(খ) কেতাদুরস্ত
(গ) কেউকেটা
(ঘ) অক্কা পাওয়া √
৪১। ‘আত্মঘাতী বাঙালি’ কার রচিত গ্রন্থ?
(ক) নীরদচন্দ্র চৌধুরী √
(খ) আর.সি. মজুমদার
(গ) আহমদ শরীফ
(ঘ) এস ওয়াজেদ আলী
৪২। "পরীক্ষা"-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) পরী + ঈক্ষা
(খ) পরি + ঈক্ষা √
(গ) পরি - ইক্ষা
(ঘ) পরী + ইক্ষা
৪৩। এক কথায় প্রকাশ করুন— "যা পূর্বে ছিল এখন নেই"
(ক) ভূতপূর্ব √
(খ) অবিনশ্বর
(গ) অদৃষ্টপূর্ব
(ঘ) অধীত
৪৪। পেয়ারা কোন ভাষার শব্দ?
(ক) হিন্দি
(খ) উর্দু
(গ) পর্তুগিজ √
(ঘ) গ্রিক
৪৫। দুইবার জন্মে যে'— এককথায় সঠিক প্রকাশ কোনটি?
(ক) পুনর্জন্ম
(খ) প্রত্যাবর্তন
(গ) দ্বিজ √
(ঘ) অগ্রজ
৪৬। বাংলা একাডেমীর প্রথম পরিচালক কে?
(ক) মুহাম্মদ এনামুল হক √
(খ) আজার চৌধুরী
(গ) আহমদ হােসাইন
(ঘ) আনােয়ার হােসেন
৪৭। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
(ক) রাখালী √
(খ) মাটির কান্না
(গ) সােজন বাদিয়ার ঘাট
(ঘ) নকশী কাথার মাঠ
৪৮। বাক্যের কোন পদ পরিবর্তন হয়না?
(ক) ক্রিয়া
(খ) সর্বনাম
(গ) অব্যয় √
(ঘ) বিশেষ্য
৪৯। ফররুখ আহমদ কোন গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন?
(ক) হাতেমতায়ী
(খ) পাখির বাসা √
(গ) সাত সাগরের মাঝি
(ঘ) সিরাজাম মুনীরা
৫০। 'স্বাগত' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) সু + আগত √
(খ) সা + আগত
(গ) স + আগত
(ঘ) সৃ + আগত