অনলাইন পরীক্ষা– ০৭ (তারিখ: ১২/০১/২০২১) সিনিয়র স্টাফ নার্স নিয়োগ
আজকের পরিক্ষা শেষ, পরের পরীক্ষা আগামিকাল রাত ১০ টা ৩০ মিনিটে।
আজকের পরীক্ষার রেসাল্ট ১১:১৫ মিনিটে সকলের ইমেইলে নিজ নিজ উত্তরসমূহের কপি প্রেরণ করা হয়েছে। সাথে উত্তরপত্র রয়েছে।
তবে মেরিট বা মেধাক্রমে সিরিয়াল এখানে পরবর্তীতে দেয়া হবে। তাছাড়া ফেজবুক গ্রুপেও দেয়া হবে
আজকের পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান এবং টেকনিক্যাল থেকে ৫০টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে মেরিট রেসাল্টের ক্ষেত্রে।
আজ মোট পরীক্ষার্থী : ৭৪১ জন
পরীক্ষার শেষে জমা দিয়েছেন: ৬৯২ জন
জমা দেননি বা সময় না থাকায় জমা দিতে পারেননি : ৪৯ জন
পরীক্ষাটি বাতিল করা হয়েছে কিছু সমস্যার কারণে...
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় বাংলা মুভি priotoma movie দেখতে পারবেন অনলাইনেই।