Evercare (Apollo) হাসপাতালে নার্সিং ভাইবা প্রশ্ন

মোছাঃ রুবিনা খাতুন
এ.আর.টি নার্সিং কলেজ
ভাইবা বছর: ২০১৮
Q-1. বর্তমানে কোন রোগের প্রাদুর্ভাব বেড়েছে?
উত্তর দিতে পারিনি। (একজন বললেন, বর্তমানে সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে।)
আমি বল্লাম: ও জি... স্যার।
Q-2. এসময় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার কারণ কি?
Q-3. ডেঙ্গু শনিরেখা কি?
Q-4. আমাদের শসপিটালে ডেঙ্গু রোগি অনেক আছে, তাদের সেবা দিতে পারবেন?
আমিঃ জ্বি স্যার পারবো।
আচ্ছা আপনি এখন আসুন।

ভাইবার ১দিন পরে আবার কল আসলো। (পরেরদিন দেখা করতে বলল..)
পরেরদিন যথাসময়ে উপস্থিথ হলাম, মনে হচ্ছিলো, জব হবে।
Q-1. বর্তমানে কোন হাপাতালে, কোন ওয়ার্ডে ডিউটি করছেন?
Q-2.ওখানে জব কেন ছাড়তে চাচ্ছেন?
Q-3. আপনাকে আমরা নিলে কতদিন পরে জয়েন করতে পারবেন?
আমি বললাম আগামি মাসের ০৫ তারিখে।
আচ্ছা আপনি এখন আসুন।এরপর আমাকে আর কল দেয়নি। 
নাম: প্রকাশে অনিচ্ছুক
গ্রামীণ কলোডনিয়ান কলেজ অব নার্সিং
ভাইবা বছর: ২০১৯
Q-1. আপনার সম্পর্কে বলুন
Q-2. ডেঙ্গু শনিরেখা কি?
জ্বি আপনি এখন আসুন।

Read also >> ইউনাইটেড হাসপাতালে নার্সিং ভাইবা প্রশ্ন

কুলসুম বেগম
টাঙ্গাঈল নার্সিং ইন্সটিটিউট
ভাইবা ইয়ার: ২০১৯

Q-1. কোথায় জব করেন?
Q-2. কোন ওয়ার্ডে?
Q-3. আপনি নরমাল ডেলিভারি করতে পারেন?
Q-4. কেনেলা সম্পর্কে কিছু বলুন।
Q-5. Platelets কম হলে কি হয়?
Q-6. NICU এর ফুল meaning কি?
Q-7. সিজারের পেসেন্ট এর কিকি সমস্যা হতে পারে?
Q-8. সবচেয়ে বেশি কোন সমস্যার কথা রোগিরা বলে থাকে?
Q-9. আপনি তখন কি করেন?
Q-10. বেতন কত হলে এখানে জব করবেন?
আচ্ছা আপনি এখন আসুন, পরে জানাবো।

Read also >> BSMMU নার্সিং ভাইবা প্রশ্ন 2020


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url