আল-হেলাল স্পেশ্যালাইজড় হাসপাতালে নার্স নিয়োগ {Last Date: 30/11/20}
মূল সারকুলারটি প্রকাশিত হয় (০৯/১১/২০ ইং) বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়
জরুরী নিয়ােগ বিজ্ঞপ্তি। আল-হেলাল স্পেশ্যালাইজড় হাসপাতাল লিঃ। জরুরীভিত্তিতে নিম্নলিখিত পদে নিয়ােগ প্রদান করা হবে। ১। এডমিনিস্ট্রেটিভ অফিসার, এম.বি.এ (এইচ. আর)। (কম্পিউটারে দক্ষতা আবশ্যক)। ২। সেলস এক্সিকিউটিভ, নুন্যতম শতক। (কম্পিউটারে দক্ষতা আবশ্যক)। ৩। আই,সি,ইউ নার্স, বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক রেজিষ্টার্ড। ৩। সেলসম্যান ফার্মেসী (কম্পিউটারে দক্ষতা আবশ্যক)। ৪। মেডিক্যাল টেকনােলজিষ্ট (রেডিওলজি এন্ড ইমেজিং) (কম্পিউটারে দক্ষতা আবশ্যক)। অভিজ্ঞতাঃ ১-৫ বৎসর, বয়সঃ ২৫-৪০ বৎসর, বেতন আকর্ষণীয় ।। হাসপাতাল/ ডায়াগনষ্টিক সেন্টারে (সার্ভিস মার্কেটিং/সেলস)-এ কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩০/১১/২০২০ খ্রিঃ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ বায়ােডাটা নিম্নঠিকানায় এবং ই-মেইলে পাঠানাের জন্য বলা হলাে। ঠিকানাঃ ১৫০ বেগম রােকেয়া স্মরণী, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা। 3-621301: [email protected], [email protected]