ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে কোর্স সমাপ্তির পর চাকুরীতে যোগদান (নার্স)

কোর্সের নাম: Diploma in Cardiac Nursing 
--------------
কোর্স সমাপ্তির পর অত্র প্রতিষ্ঠানের প্রয়ােজনে এবং শুন্য পদে বেসরকারী প্রার্থীদের চাকুরী করা বাধ্যতামুলক।কোর্স সমাপ্তি করে চাকুরীতে যােগদান করার পর অত্র প্রতিষ্ঠানের চাকুরীরত সেবিকাদেও ন্যায় প্রারম্ভিক বেতনের সমতুল্য বেতন দেওয়া হবে।
  • মেয়াদ:০১ বৎসর (জুলাই-২০২০ইং থেকে শুরু)। 
  • ভর্তির যােগ্যতাঃ নার্সিং কাউন্সিল কর্তৃক স্বীকৃত Diploma in Nursing Science &
  •  Midwifery পাশ ও ০২ বৎসরের ব্যবহারিক অভিজ্ঞতা।
  • বয়স: অনুর্ধ্ব ৩৫ বৎসর। 
  • প্রশিক্ষন ভাতা ও বেসরকারী নার্সদের মাসিক ১০,০০০/- (দশ হাজার টাকা)।
  • দরখাস্তের শেষ তারিখ: ২১-০৯-২০২০ইং
  • কোর্স বাবদ কোন রকম কোর্স ফিস নেওয়া হবে না।
আবেদন প্রক্রিয়া: (Online)
লিংক: www.nhf.org.bd/dcn-2020.
সূত্র: দৈনিক ইত্তেফাক (০২/০৯/২০ ইং)
দরখাস্তের সঙ্গে যা যা যুক্ত করতে হবে:
  • শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতার সত্যায়িত সনদপত্র, 
  • পাসপাের্ট সাইজের সদ্য তােলা ০২ কপি ফটো, 
  • চারিত্রিক ও নাগরিক সনদপত্র, 
  • জীবন বৃত্তান্ত (CV)
পরীক্ষার তারিখ ও লিখিত পরীক্ষা:
২৩-০৯-২০২০ইং তারিখ রােজ বুধবার ১০.০০ ঘটিকায় online এ নেয়া হবে। লিংক: www.nhf.org.bd/dcn-2020. ঐ একই দিন বিকাল ৫:০০ঘটিকায় লিখিত পরীক্ষার ফলাফল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের Website এ প্রদর্শন করা হবে। 
------------------
মৌখিক: ২৪-০৯-২০২০ইং তারিখ। রােজ বৃহস্পতিবার ১০.০০ ঘটিকা (কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীদের)
স্থানঃ অত্র ইনষ্টিটিউটের অডিটোরিয়ামে ১১ তলায়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url