বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নার্স নিয়োগ
পদের নাম: | ম্যাট্রন / নার্স সুপারভাইজার / নার্স ইনচার্জ |
আবেদন শুরুর তারিখ: | ৩০/০৮/২০ ইং |
আবেদনের শেষ তারিখ: | ১৫/০৯/ ২০ ইং |
মোট পদ সংখ্যা: | নির্দিষ্ট নয় |
যোগ্যতা: | বি.এস.সি/ ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি |
অভিজ্ঞতা: | পদভেদে ৪-১৫ বছরের লাগবে |
বেতন: | আলোচনার মাধ্যমে |
আবেদন ফী : | লাগবেনা |
আবেদন পক্রিয়া: সরাসরি হাতে হাতে বা ডাকযোগে বা ইমেইলে
E-mail: [email protected]
মূল সারকুলারটি প্রকাশিত হয় আজ (৩০/০৮/২০ ইং) দৈনিক প্রথম আলো পত্রিকায়
আবেদনের সাথে যা যুক্ত করতে হবে:
- কভার লেটারসহ একটি পরিপূর্ণ সিভি,
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি (দুই কপি),
- সমস্ত সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি,
- অভিজ্ঞতার সনদপত্র এবং
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- খামের উপরে অবশ্যই পদের নাম লিখতে হবে
আবেদন পাঠানোর ঠিকানা:
The Chief Executive Officer (CEO),
Bangladesh Specialized Hospital, 21, Shyamoli, Mirpur Road, Dhaka 1207