আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি
আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল (মিরপুর) হল ঢাকা আহসানিয়া মিশনের (ডিএএম) একটি সহায়ক প্রতিষ্ঠান, যা ২০০১ সালে বাংলাদেশে ক্যান্সার হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত হয়। ডিএএম-এর মূলমন্ত্র 'দিব্য ভালোবাসা ও মানবিক সেবা'কে ভিত্তি করে, এএমসিজিএইচ-মিরপুর গত দুই দশকেরও বেশি সময় ধরে দেশের ক্যান্সার ও সাধারণ রোগীদের চিকিৎসায় নিবেদিত ও অবিচলিত প্রচেষ্টা চালিয়ে আসছে। হাসপাতালটি রোগীদের চিকিৎসায় উদ্ভাবনী ও মানবিক পদক্ষেপ গ্রহণ করে, এবং এটি দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে (মিরপুর), ঢাকার জন্য নার্স নিয়োগ দেওয়া হবে। জরুরি ভিত্তিতে নিয়োগের নিমিত্তে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে।
চাকরির সারসংক্ষেপ:
- কর্মক্ষেত্র: অফিসে
- চাকরির ধরন: ফুল টাইম
- বেতন: আলোচনা সাপেক্ষ
- কর্মস্হল: ঢাকা (মিরপুর- ১৪)
আবেদনের সময়সীমা:
- প্রকাশ তারিখ: ০৩ নভেম্বর ২০২৪
- আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৪
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞত:
- ডিপ্লোমা ইন নার্সিং।
- বিএনএমসি রেজিটেশন থাকতে হবে।
- হাসপাতাল, ক্লিনিকে ১ থেকে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা আগামী ১০/১১/২৪ইং তারিখে বা তার আগে আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল, প্লট নম্বর: এম-১/বি, এম-১/সি, খান বাহাদুর আহসানুল্লাহ সড়ক (মেইন রোড), সেকশন-১৪, মিরপুর, ঢাকা- ১২০৬ ঠিকানায় একটি সম্পূর্ণ সিভি, দুই কপি ছবি, NID কার্ডের ফটোকফি, অভিজ্ঞতা সনদ ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র সহ আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।