১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরিক্ষার প্রশ্ন সমাধান
নার্সিং সিলেবাস অনুযায়ী ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার প্রশ্ন থেকে প্রয়োজনীয় প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে এবং অপ্রয়োজনীয় প্রশ্নগুলো বাদ দেয়া হয়েছে।
এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও সাধারণ বিজ্ঞানসহ মোট ৮৭ টি প্রশ্ন রয়েছে।
বাংলা
০১। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' --এর আবিষ্কারক----
(খ) ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(গ) হরপ্রসাদ শাস্ত্রী ✔️
(ঘ) ডক্টর সুকুমার সেন
০২। হিন্দী 'পদুমাবৎ ' -এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা -----
(খ) সৈয়দ সুলতান
(গ) আব্দুল করিম সাহিত্যে বিশারদ
(ঘ) আলাওল ✔️
০৩। ' তত্ত্ববোধিনী পত্রিকা' প্রথম প্রকাশিত হয় ------
(খ) ১৮৪২ সালে
(গ) ১৮৫০ সালে
(ঘ) ১৮৪৩ সালে ✔️
০৪। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য -----
(খ) নতুন শব্দ গঠনে
(গ) উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে ✔️
(ঘ) ভিন্ন অর্থ প্রকাশে
০৫। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয় -----
(খ) পয়ার
(গ) মাত্রাবৃত্ত
(ঘ) অক্ষরবৃত্ত
০৬। ' আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায় -----
(খ) ভারতচন্দ্র রায় ✔️
(গ) মদনমোহন তর্কালঙ্কার
(ঘ) কামিনী রায়
০৭। পর্তুগীজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে -----
(খ) চেয়ার
(গ) বালতি ✔️
(ঘ) শরবত
০৮। 'লাঠালাঠি' শব্দটির সমাস----
(খ) বহুব্রীহি ✔️
(গ) কর্মধারায়
(ঘ) তৎপুরুষ
০৯। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে ------
(খ) পালি
(গ) প্রাকৃত ✔️
(ঘ) অপ্রভ্রংশ
১০। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় ----
(খ) তিন ভাগে ✔️
(গ) চার ভাগে
(ঘ) পাঁচ ভাগে
১১। ' মানবজীবন', 'মহৎজীবন', 'উন্নতজীবন'- প্রভৃতি গ্রন্থের রচয়িতা- ---
(খ) এয়াকুব আলী চৌধুরী
(গ) মোঃ লুৎফর রহমান ✔️
(ঘ) মোঃ ওয়াজেদ আলী
১২। 'সিরাজুম মুনীরা' কাব্যের রচয়িতার নাম------
(খ) ফররুখ আহমদ ✔️
(গ) গোলাম মোস্তফা
(ঘ) আবুল হোসেন
১৩। ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ ------
(খ) ষড়ু + ঋতু
(গ) ষট + ঋতু
(ঘ) ষট্ + ঋতু ✔️
১৪। 'বীরবল' নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম------
(খ) ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
(গ) সুধীন্দ্রনাথ দত্ত
(ঘ) নবীনচন্দ্র সেন
১৫। 'লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি বাংলা ভাষায় এসেছে ------
(খ) ফরাসি ভাষা থেকে
(গ) হিন্দি ভাষা থেকে
(ঘ) উর্দু ভাষা থেকে
১৬। ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন----
(খ) আহমদ শরীফ
(গ) ওয়াকিল আহমদ ✔️
(ঘ) আব্দুল মতিন খান
১৭। লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম -----
(খ) ইরান দুখ্ত ✔️
(গ) জাহানারা
(ঘ) মরিয়ম
১৮। ' কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়' এই পংক্তিটি নিচের একজনের লেখা------
(খ) সিরাজ সাঁই
(গ) মদন বাউল
(ঘ) পাগলা কানাই
১৯। ' অক্ষির সমীপে'র সংক্ষেপ হলো-------
(খ) পরোক্ষ
(গ) প্রত্যক্ষ
(ঘ) নিরপেক্ষ
২০। ' হজরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব' বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর ----
(খ) জটিল
(গ) যৌগিক
(ঘ) সরল ✔️
২১। ' মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি'। --- কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা -----
(খ) মোহাম্মদ মনিরুজ্জামান
(গ) সত্যেন্দ্রনাথ দত্ত ✔️
(ঘ) নির্মলেন্দু গুণ
English
০১। The sentence with correct punctuations ----
(খ) Maria my student, is on leave to-day.
(গ) Maria my student is on leave to-day.
(ঘ) Maria my student is, on leave to-day.
০২। The antonym for 'inimical' ---
(খ) friendly ✔️
(গ) Indifferent
(ঘ) Angry
০৩। The synonym for 'efface' ---
(খ) Exhaust
(গ) Rub out ✔️
(ঘ) Cut out
০৪। The best passive form of the sentence: 'We don't like idle people' ---
(খ) Idle people are not like us.
(গ) Idle people are not liked by us. ✔️
(ঘ) Idle people are not of our liking.
০৫। The correct sentence of the followings ---
(খ) The Nile is Longest river in the Africa
(গ) Nile is longest river in Africa
(ঘ) The Nile is the longest river in Africa ✔️
০৬। Browning was the composer of any of the following poems ---
(খ) The Scholar Gipsy
(গ) Andreadel Sarto ✔️
(ঘ) Oneone
০৭। The right word to fill in the gap of the following sentence --- 'Give her a telephone number to ring --- she gets lost' ---
(খ) Incase ✔️
(গ) Unless
(ঘ) Perhaps
০৮। The synonym of Franchise---
(খ) Utility
(গ) French
(ঘ) Frankness
০৯। The opposite word of sluggish ---
(খ) Dull
(গ) Heavy
(ঘ) Slow
১০। The correct spelling is ---
(খ) Humourious
(গ) Humorous ✔️
(ঘ) Humorious
১১। 'Equivocation' means ---
(খ) Equal opportunity to get a job
(গ) Free expression of opinions
(ঘ) Two contrary things in the same statement ✔️
১২। when a person says he's all in', it means ---
(খ) He has arrived
(গ) He has finished packing
(ঘ) he has got everything
১৩। 'Bill of fare' is --
(খ) A price list
(গ) A valuable document
(ঘ) A list of dishes at a restaurant ✔️
১৪। A 'bull market' means, that share prices are ---
(খ) Rising ✔️
(গ) Moving
(ঘ) Static
১৫। 'Blue chips' are
(খ) Industrial shares considered to be a safe investment ✔️
(গ) Industrial shares considered to be a risky investment
(ঘ) Flat plastic countries used as money tokens
১৬। 'Razzmatazz' means ---
(খ) A well-planned programme
(গ) A noisy activity ✔️
(ঘ) A musical drama
১৭। 'Blockbuster' means ----
(খ) A device to cut off a person's head as a punishment
(গ) Something that makes movement difficult
(ঘ) A powerful explosive to demolish buildings ✔️
১৮। Any one of the following pairs are literary collaborators ---
(খ) Yeats and Eliot
(গ) Pope and Dryden
(ঘ) Shelly and Keats ✔️
১৯। The correct sentence of the followings ---
(খ) A new cabinet has been sworn in Dhaka
(গ) A new cabinet has been sworn by in Dhaka
(ঘ) A new cabinet has sworn in Dhaka
২০। 'To read between the lines' means ---
(খ) To read only some lines
(গ) To read quickly to save time
(ঘ) To read carefully to find out any hidden meaning ✔️
২১। The last word of the proverb, 'Handsome is that handsome' ----
(খ) Thinks
(গ) Says
(ঘ) Does ✔️
সাধারণ জ্ঞান
০১। বাংলাদেশের পাহাড়শ্রেণী ভূ -তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে -----
(খ) টারশিয়ারী যুগের ✔️
(গ) মায়োসিন যুগের
(ঘ) ডেবোনিয়াস যুগের
০২। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম ------
(খ) পঞ্চগড়
(গ) বাংলাবান্ধা ✔️
(ঘ) নকশালবাড়ি
০৩। 'সোয়াচ অব নো গ্রাউন্ড' এর মানে -------
(খ) একটি প্লাবন ভূমির নাম
(গ) বঙ্গোপসাগরের একটি খাদের নাম ✔️
(ঘ) ঢাকা সেনানিবাসের পোলা গ্রাউন্ডের নাম
০৪। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম-----
(খ) রাজা ত্রিভুবন চাকমা
(গ) জুম্মা খান
(ঘ) জান বখশ খাঁ ✔️
০৫। নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশন গৃহীত হয়।
(খ) তৃতীয়
(গ) পঞ্চম
(ঘ) ষষ্ঠ ✔️
০৬। মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম------
(খ) কাজাখস্তান ✔️
(গ) উজবেকিস্তান
(ঘ) কিরগিজস্তান
০৭। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
(খ) বেলগ্রেডে, ১৯৬১ সালে ✔️
(গ) হাভানা, ১৯৭৩ সালে
(ঘ) কায়রো, ১৯৭০ সালে
০৮। ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরাঁর নাম ----
(খ) জার্মানির হামবুর্গ শহর, ক্যাসানোভা
(গ) স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল ✔️
(ঘ) ফ্রান্সের টুলোন শহর, লাফ্রাসে
০৯। বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের ----
(খ) ৩১ মার্চ
(গ) ৩০ এপ্রিল
(ঘ) ৩১ মে ✔️
১০। মার্কিন যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয় যে রাষ্ট্র ------
(খ) ফ্রান্স ✔️
(গ) জাপান
(ঘ) জার্মানি
১১। নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয় -----
(খ) সুইজারল্যান্ড ✔️
(গ) কিউবা
(ঘ) পানামা
১২। আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক -----
(খ) ব্যারন পিয়ারে দ্য কুবার্তা ✔️
(গ) প্যারেজ দ্য কুয়েলার
(ঘ) জুয়ান এন্টনিও সামারাঞ্চ
১৩। স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?
(খ) ফ্রান্স
(গ) অস্ট্রেলিয়া ✔️
(ঘ) নিউজিল্যান্ড
১৪। আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে -----
(খ) ১৯৭৩ সালে ✔️
(গ) ১৯৭৪ সালে
(ঘ) ১৯৭৮ সালে
১৫। বেনেলাক্স (BENELUX) বলতে যে দেশগুলোকে বোঝায় -------
(খ) চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জার্মানি
(গ) বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ ✔️
(ঘ) ইংল্যান্ড, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স
১৬। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে -----
(খ) বাহাদুরাবাদ
(গ) ভৈরববাজার
(ঘ) নারায়ণগঞ্জ
১৭। ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় -------
(খ) চাঁদনীঘাটে ✔️
(গ) পোস্তাগোলায়
(ঘ) শ্যামবাজারে
১৮। ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত একটি এলাকায় অবস্থিত?
(খ) সদরঘাট
(গ) লালবাগ
(ঘ) ইসলামপুর
১৯। 'করনার স্টোন অব পিস' --এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে ----
(খ) হাইতি
(গ) ওকিনাওয়া ✔️
(ঘ) ভিয়েতনাম
২০। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল -----
(খ) ৩ জানুয়ারি, ১৯৫৪
(গ) ২৬ মে ১৯৫৫
(ঘ) ১ ফেব্রুয়ারি, ১৯৫৬
২১। ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ-----
(খ) মালয়েশিয়া
(গ) থাইল্যান্ড
(ঘ) ফিলিপাইন
২২। Persona-non-grata শব্দসমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য ------
(খ) ক্রীড়াবিদ
(গ) ব্যবসায়ী
(ঘ) কূটনীবিদ ✔️
২৩। যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে 'Uniting for peace resolution' গৃহীত হয়েছিল -----
(খ) কোরীয়া যুদ্ধ ✔️
(গ) পাক-ভারত যুদ্ধ ১৯৬৫
(ঘ) ফকল্যান্ড যুদ্ধ
২৪। কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ------
(খ) ৫০
(গ) ৫৪
(ঘ) ৫৬ ✔️
২৫। সার্ক-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -----
(খ) কলম্বোতে ✔️
(গ) বাঙ্গালোরে
(ঘ) কাঠমান্ডুতে
২৬। রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম-----
(খ) Keldavisk
(গ) Dasanova
(ঘ) Gariev
২৭। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম -----
(খ) রাশিয়া
(গ) ভুটান
(ঘ) নেপাল
২৮। কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত -----
(খ) চট্টগ্রামের বাঁশখালি
(গ) খুলনার মংলা
(ঘ) পটুয়াখালীর কুয়াকাটা ✔️
২৯। বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-----
(খ) মাওরি ✔️
(গ) মুরং
(ঘ) গারো
৩০। বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু । এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল -----
(খ) দক্ষিণ আমেরিকার পেরু-চিলি থেকে
(গ) আফ্রিকার মিশর থেকে
(ঘ) এশিয়ার থাইল্যান্ড
৩১। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা------
(খ) খাগড়া ভ্যালি
(গ) জাবরী ভ্যালি
(ঘ) ভেঙ্গী ভ্যালি ✔️
৩২। বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় -----
(খ) সিলেটের তামাবিলে
(গ) পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে
(ঘ) সিলেটের জাফলং-এ
৩৩। 'স্টেপস' ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এর ভাস্করের নাম -----
(খ) হামিদুজ্জামান খান ✔️
(গ) আবদুল্লাহ খালেদ
(ঘ) সুলতানুল ইসলাম
৩৪। কোনটি সরকারী মালিকানাধীন ইকোনমিক জোন (অর্থনৈতিক অঞ্চল)?
(খ) সিরাজগঞ্জ ইকোনমিক জোন
(গ) কিশোরগঞ্জ ইকোনমিক জোন
(ঘ) কুমিল্লা ইকোনমিক জোন ✔️
সাধারণ বিজ্ঞান
০১। 'অ্যাকোয়া রেজিয়া' বলতে বুঝায় ------
(খ) কনসেনট্রেটেড নাইট্রিক এসিড
(গ) কনসেনট্রেটেড সালফিউরিক এবং কনসেনট্রেটেড নাইট্রিক এসিডের মিশ্রণ
(ঘ) কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ ✔️
০২। বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায় -----
(খ) ১০ মিটার ✔️
(গ) ১৫ মিটার
(ঘ) ৩০ মিটার
০৩। টুথপেস্টের প্রধান উপাদান ----
(খ) ভোজ্য তেল ও সোডা
(গ) সাবান ও পাউডার ✔️
(ঘ) ফ্লোরাইড ও ক্লোরোফিল
০৪। পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয় -----
(খ) স্থিতিস্থাপকতা
(গ) প্লবত
(ঘ) পৃষ্ঠটান ✔️
০৫। মুক্তা হলো ঝিনুকের -----
(খ) চোখের মণি
(গ) প্রদাহের ফল ✔️
(ঘ) জমাট হরমোন
০৬। পোলিও টীকা আবিস্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরটির নাম---
(খ) La Zola ✔️
(গ) San Antonio
(ঘ) San Hose
০৭। বাংলাদেশের গবাদিপশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় -----
(খ) ৬ এপ্রিল, ১৯৯৪
(গ) ৫ মে, ১৯৯৫ ✔️
(ঘ) ৭ মে, ১৯৯৫
০৮। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম -----
(খ) গণ্ডার
(গ) পিপীলিকাতুক ম্যানিস
(ঘ) স্নো লোরিস
০৯। Natural protein --এর কোড নাম ---
(খ) Protein-P 51
(গ) Protein-P 49 ✔️
(ঘ) Protein-P 54
১০। ওজোন স্তর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন গ্যাসের দ্বারা?
(খ) হাইড্রোজেন
(গ) কার্বন ডাই অক্সাইড ✔️
(ঘ) মিথেন
তথ্য প্রযুক্তি
০১। 'ল্যাপটপ' হলো এক ধরনের ------
(খ) ছোট কুকুর
(গ) বাদ্যযন্ত্র
(ঘ) ছোট কম্পিটার ✔️