১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরিক্ষার প্রশ্ন সমাধান
নার্সিং সিলেবাস অনুযায়ী ১০ম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার প্রশ্ন থেকে প্রয়োজনীয় প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে এবং অপ্রয়োজনীয় প্রশ্নগুলো বাদ দেয়া হয়েছে।
এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও সাধারণ বিজ্ঞানসহ মোট ৮১ টি প্রশ্ন রয়েছে।
বাংলা
১। "আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে---
(খ) আরবি ভাষা থেকে
(গ) দেশী ভাষা থেকে
(ঘ) ওলন্দাজ ভাষা থেকে
২। 'কবর' নাটকটির লেখক----
(খ) নজরুল ইসলাম
(গ) মুনীর চৌধুরী ✔️
(ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
৩। 'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
(খ) চাল না চুলো, ঢেঁকী না কুলো
(গ) সাপও মরে, লাঠিও না ভাঙ্গে ✔️
(ঘ) বোঝার উপর, শাকের আঁটি
৪। শুদ্ধ বাক্য কোনটি?
(খ) দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
(গ) দুর্বলতাবশত অনাথা বসে পড়ল ✔️
(ঘ) দুর্বলবশত অনাথা বসে পড়ল
৫। ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়----
(খ) ধাতু ✔️
(গ) প্রত্যয়
(ঘ) কৃৎ
৬। 'রত্নাকর' শব্দটির সন্ধি বিচ্ছেদ ----
(খ) রত্ন + কর
(গ) রত্না + আকার
(ঘ) রত্ন + আকর ✔️
৭। কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে?
(খ) ছি ছি কি করছ
(গ) নরম নরম হাত
(ঘ) উড়ু উড়ু মন
৮। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক ?
(খ) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট ✔️
(গ) নাচতে না জানলে উঠোন ভাঙ্গা
(ঘ) যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়
৯। বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-----
(খ) বিষ্ণু দেব
(গ) সুধীন্দ্রনাথ দত্ত
(ঘ) বুদ্ধদেব বসু
১০। 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা----
(খ) বিদ্রোহী
(গ) প্রলয়োল্লাস ✔️
(ঘ) ধূমকেতু
১১। 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত-----
(খ) গল্প সংকলনের নাম
(গ) উপন্যাসের নাম ✔️
(ঘ) কাব্য সংকলনের নাম
১২। কোন বাক্যে 'মাথা' শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
(খ) মাথা খাটিয়ে কাজ করবে ✔️
(গ) লজ্জায় আমার মাথা কাটা গেল
(ঘ) মাথা নেই তার মাথা ব্যথা
১৩। কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে ?
(খ) আনমনা
(গ) অবহেলা
(ঘ) নিমরাজী ✔️
১৪। 'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি'র রচয়িতা কে ?
(খ) আলতাফ মাহমুদ
(গ) হাসান হাফিজুর রহমান
(ঘ) আব্দুল গাফ্ফার চৌধুরী ✔️
১৫। কোনটি তদ্ভব শব্দ ?
(খ) সূর্য
(গ) নক্ষত্র
(ঘ) গগন
১৬। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
(খ) গিরিশচন্দ্র সেন ✔️
(গ) মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
(ঘ) মওলানা আকরাম খাঁ
English
০১। Choose the appropriate alternative to complete the sentence. 'He had a---of fever.'
(খ) severe attack ✔️
(গ) serious kind
(ঘ) bad attack
২। Choose the correct sentence.
(খ) I asked Javed if he had passed ✔️
(গ) I asked Javed if you had passed
(ঘ) I asked Javed that had he passed
৩। Choose the correct sentence.
(খ) Each of the three boys got a prize ✔️
(গ) Every of the three boys got a prize
(ঘ) All of the three boys got a prize
৪। Choose the correct sentence.
(খ) The man who said that was a fool ✔️
(গ) The man that said that was a fool
(ঘ) The man which said that was a fool
৫। Choose the correct answer. How long did you wait?
(খ) Till he came ✔️
(গ) Until six o'clock
(ঘ) Since this morning
৬। What will be the correct preposition to complete the sentence? 'I am not bad-tennis'.
(খ) at ✔️
(গ) about
(ঘ) with
৭। What is the antonym of 'gentle'?
(খ) modest
(গ) clever
(ঘ) rude✔️
৮। What is the synonym of 'Jovial'?
(খ) Gay
(গ) Jealous
(ঘ) Happy
৯। What is the synonym of 'Competent'?
(খ) Discrete
(গ) Capable ✔️
(ঘ) Prudent
১০। Who is the author of 'A Farewell to Arms'?
(খ) George Orwell
(গ) Thomas Hardy
(ঘ) Ernest Hemingway ✔️
১১। Who is the author of 'Animal Farm'?
(খ) George Orwell ✔️
(গ) Boris Pasternak
(ঘ) Charles Dickens
১২। Who is the author of 'India Wins Freedom'?
(খ) J. L. Nehru
(গ) Abul Kalam Azad✔️
(ঘ) Moulana Akram Khan
১৩। What kind of noun is 'Cattle'?
(খ) Common
(গ) Collective ✔️
(ঘ) Material
১৪। What kind of noun is 'Girl'?
(খ) Common ✔️
(গ) Collective
(ঘ) Material
১৫। What is the meaning of 'White Elephant'?
(খ) A very costly or troublesome possession ✔️
(গ) A black marketer
(ঘ) A hoarder
সাধারণ জ্ঞান
০১। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল----
(খ) ২৬ মার্চ ১৯৭১
(গ) ১১ এপ্রিল ১৯৭১
(ঘ) ১০ জানুয়ারি ১৯৭২
০২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ----
(খ) ১৬ ডিসেম্বর ১৯৭২ ✔️
(গ) ৭ মার্চ ১৯৭১
(ঘ) ২৬ মার্চ ১৯৭৩
০৩। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায়?
(খ) শাহজাদপুরে
(গ) নেত্রকোনায়
(ঘ) রামপালে
০৪। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
(খ) বগুড়ায়
(গ) সোনারগাঁওয়ে ✔️
(ঘ) রামপালে
০৫। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল----
(খ) ওলন্দাজরা
(গ) ফরাসিরা
(ঘ) পর্তুগিজরা ✔️
০৬। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-----
(খ) ইলিয়াস শাহ
(গ) আকবর ✔️
(ঘ) বিজয় সেন
০৭। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল?
(খ) ধর্মপাল বিহার
(গ) জগদ্দল বিহার
(ঘ) শ্রী বিহার
০৮। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে-----
(খ) রানীগঞ্জে
(গ) টেকেরহাটে
(ঘ) বিয়ানী বাজারে
০৯। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়---
(খ) ১৯০২ সালে
(গ) ১৯২১ সালে ✔️
(ঘ) ১৯০৫ সালে
১০। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন----
(খ) নওয়াব সলিমুল্লাহ
(গ) মির্জা আহমেদ খান ✔️
(ঘ) মির্জা গোলাম পীর
১১। পাখি ছাড়া 'বলাকা' ও 'দোয়েল' নামে পরিচিত হচ্ছে ----
(খ) দু'টি উন্নত জাতের ধানশস্য
(গ) দু'টি উন্নত জাতের ভুট্টাশস্য
(ঘ) দু'টি উন্নত জাতের ইক্ষু
১২। 'অগ্নিশ্বর', 'কানাইবাঁসি', 'মোহনবাঁশী' ও 'বীটজবা' কি জাতীয় ফলের নাম?
(খ) কলা ✔️
(গ) পেঁপে
(ঘ) জামরুল
১৩। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে?
(খ) ১৭৭২ সালে
(গ) ১৭৬৫ সালে
(ঘ) ১৭৯৩ সালে ✔️
১৪। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'?
(খ) হুমায়ুন ✔️
(গ) আকবর
(ঘ) জাহাঙ্গীর
১৫। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর------
(খ) ড. মাহমুদ হাসান
(গ) ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
(ঘ) স্যার এ. এফ. রহমান ✔️
১৬। ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?
(খ) সৈয়দ আব্দুল্লাহ খালেদ
(গ) হামিদুজ্জামান খান ✔️
(ঘ) আবদুস সুলতান
১৭। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
(খ) ১৩১০ খ্রিঃ
(গ) ১৫২৬ খ্রিঃ
(ঘ) ১৬১০ খ্রিঃ ✔️
১৮। 'পূর্বাশা' দ্বীপের অপর নাম-----
(খ) সেন্টমার্টিন দ্বীপ
(গ) দক্ষিণ তালপট্টি দ্বীপ ✔️
(ঘ) কুতুবদিয়া দ্বীপ
১৯। সার্ক-এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়---
(খ) ১৯৮৭ সালে
(গ) ১৯৮৫ সালে ✔️
(ঘ) ১৯৮৬ সালে
২০। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
(খ) আলজেরিয়া
(গ) সৌদি আরব
(ঘ) জর্ডান
২১। পিএলও-এর সদর দপ্তর---
(খ) ফিলিস্তিন ✔️
(গ) বেনগাজি
(ঘ) মরক্কো
২২। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন-----
(খ) ট্রিগভেলি ✔️
(গ) দ্যাগ হ্যামারশোল্ড
(ঘ) কুট ওয়াল্ডহেইম
২৩। নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল-----
(খ) জাপান ✔️
(গ) ইন্দোনেশিয়া
(ঘ) থাইল্যান্ড
২৪। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়-----
(খ) সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
(গ) সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
(ঘ) সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার
২৫। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা-----
(খ) ১৫৭
(গ) ১৫৮
(ঘ) ১৯৩ ✔️
২৬। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত------
(খ) জেদ্দা ✔️
(গ) দামেস্ক
(ঘ) মক্কা
২৭। যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচী গ্রহণ করেছে-----
(খ) ফ্রান্স
(গ) যুক্তরাষ্ট্র ✔️
(ঘ) রাশিয়া
২৮। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়-----
(খ) হোয়াইট হল ✔️
(গ) মার্বেল চার্চ
(ঘ) বুশ হাউজ
২৯। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্নসমর্পণ করে------
(খ) ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে
(গ) ১৯৪৫ সালের এপ্রিল মাসে ✔️
(ঘ) ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে
৩০। কঙ্গোকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম-----
(খ) প্যাট্রিক লুমুম্বা ✔️
(গ) শোম্বে
(ঘ) মবুতু
৩১। হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল-----
(খ) ১৯৪৫ সালের মে মাসে
(গ) ১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে
(ঘ) ১৯৪৪ সালের আগস্ট মাসে
৩২। আইএমএফ-এর সদর দপ্তর কোথায়?
(খ) মস্কো
(গ) লন্ডন
(ঘ) নিউইয়র্ক
৩৩। নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম----
(খ) সান্ডিনিস্টা
(গ) কন্ট্রা ✔️
(ঘ) সোয়াপো
৩৪। 'ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' কোন দেশে অবস্থিত?
(খ) ইরাক ✔️
(গ) মিশর
(ঘ) সিরিয়া
৩৫। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?
(খ) স্পেন
(গ) তুরস্ক ✔️
(ঘ) গ্রিস
৩৬। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো------
(খ) কর্কটক্রান্তি রেখা ✔️
(গ) মকরক্রান্তি রেখা
(ঘ) আন্তর্জাতিক তারিখ রেখা
সাধারণ বিজ্ঞান
০১। নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো-----
(খ) পীট কয়লা
(গ) ফুয়েল সেল
(ঘ) সূর্য ✔️
২। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ--------
(খ) বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
(গ) উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায় ✔️
(ঘ) সঞ্চিত বাষ্পের তাপ রান্নায় সহায়ক
০৩। যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো-----
(খ) লাল, কমলা, বেগুনী
(গ) হলুদ, সবুজ, নীল
(ঘ) লাল, নীল, সবুজ ✔️
০৪। মাছ অক্সিজেন নেয়-----
(খ) পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
(গ) পটকার মধ্যে জমানো বাতাস হতে
(ঘ) পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে ✔️
০৫। কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো----
(খ) ভিটামিন 'সি'
(গ) লৌহ ✔️
(ঘ) ক্যালসিয়াম
০৬। সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে থাকে------
(খ) তামার পাত ও দস্তার পাত
(গ) কার্বন দন্ড ও দস্তার কৌটা ✔️
(ঘ) তামার দন্ড ও দস্তার কৌটা
০৭। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করার কারণ-----
(খ) এতে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
(গ) অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
(ঘ) প্রয়োজনমতো ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়
০৮। সংকর ধাতু পিতলের উপাদান হলো------
(খ) তামা ও দস্তা ✔️
(গ) তামা ও নিকেল
(ঘ) তামা ও সীসা
০৯। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে-----
(খ) অক্সিজেন ও রক্তের আমিষ
(গ) ইউরিয়া ও গ্লুকোজ
(ঘ) এমাইনো এসিড ও কার্বন ডাইঅক্সাইড
১০। পৃথিবীর ঘৃর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না ------
(খ) মাধ্যাকর্ষণ বলের জন্য ✔️
(গ) আমরা স্থির থাকার জন্য
(ঘ) পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনের জন্য
১১। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় -----
(খ) কয়লা
(গ) প্রাকৃতিক গ্যাস
(ঘ) বায়োগ্যাস ✔️
১২। বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা ------
(খ) তাপ শক্তিকে তড়িৎ শক্তিকে রূপান্তরিত করে
(গ) যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিকে রূপান্তরিত করে
(ঘ) তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে ✔️
১৩। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় ------
(খ) প্রত্যয়ন বায়ু
(গ) মৌসুমী বায়ু
(ঘ) নিয়ত বায়ু ✔️
১৪। জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ -----
(খ) এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে ✔️
(গ) এরা পানিতে জন্মে
(ঘ) এদের পাতা অনেক কম থাকে