সরকারিভাবে সৌদিআরবে ১ লক্ষ ৫ হাজার টাকা মাসিক বেতনে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ হতে বোয়েসেল-এর মাধ্যমে সৌদি আরব-এর Afras Trading & Contracting Company- তে Female Nursing Specialist পদে নার্স নিয়োগের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের হালনাগাদ তথ্য সংগ্রহের নিমিত্ত নিম্নবর্ণিত লিংকে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে। উক্ত পদে নিয়োগ প্রাপ্তির লক্ষ্যে নিম্নবর্ণিত যোগ্যতা আবশ্যক:
যোগ্যতা :
- প্রার্থীকে অবশ্যই সরকার কর্তৃক অনুমোদিত নার্সিং ইন্সটিটিউট হতে বিএসসি সনদধারী হতে হবে;
- বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড নার্স হতে হবে;
- সর্বনিম্ন ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
- ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে;
- প্রার্থীর বয়স ৪০ (চল্লিশ) বছরের মধ্যে হতে হবে;
- প্রোমেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ সনদধারী হতে হবে;
- চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিজ উদ্যোগে ডাটাফ্লো সম্পন্ন করতে হবে।
সুবিধাদি :
- মাসিক বেতন ৩,০০০ সৌদি রিয়েল; [বাংলাদেশি টাকায় = ৯৫,৪৩১/-]
- খাবার বাবদ প্রতিমাসে ৩০০ সৌদি রিয়েল; [বাংলাদেশি টাকায় = ৯,৫৪৩/-]
- আবাসস্থল, ইউনিফর্ম, কর্মক্ষেত্রে যাতায়াত ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা কোম্পানি প্রদান করবে; ৪. শিক্ষানবিশকাল ০৩ (তিন) মাস;
- কর্মদিবস সপ্তাহে ০৬ (ছয়) দিন এবং ০৮ (আট) ঘন্টা;
- চাকরির চুক্তি ০২ (দুই) বছর, যা নবায়নযোগ্য
- চাকরিতে যোগদান ও চাকরি শেষে দেশে ফেরৎ আসার বিামন ভাড়া কোম্পানি বহন করবে;
- বাৎসরিক ছুটি ২১ (একুশ) দিন;
- অন্যান্য সুবিধাদি সৌদি আরব এর আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
রেজিস্ট্রেশন লিংক:
রেজিস্ট্রেশন সম্পন্নের শেষ তারিখ:
১০/১১/২০২৪ ইং খ্রি.
বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত

সরকারি প্রজ্ঞাপন এবং পূর্ণাঙ্গ বিবরণসহ
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি
ডাউনলোড করুন

সরকারি প্রজ্ঞাপন এবং পূর্ণাঙ্গ বিবরণসহ
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি
ডাউনলোড করুন