বাংলাদেশ নিওনেটাল হাসপাতালে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি
অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত বাংলাদেশ নিওনেটাল হাসপাতাল লিমিটেডের জন্যে সিনিয়র স্টাফ নার্স পদে কিছু সংখ্যক জনবল নিয়োগ করা হবে। এমতাবস্থায় জন্য সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহব্বান করা হচ্ছে।
চাকরির সার-সংক্ষেপ:
- খালি পদ: ১০টি
- চাকরির ধরন: ফুল টাইম
- অভিজ্ঞতা: সর্বনিম্ন ১ বছর
- কর্মস্হল: নারায়ণগঞ্জ, ঢাকা
- আবেদনের শেষ তারিখ: ১ নভেম্বর ২০২৪
শিক্ষাগত যোগ্যতা:
- বিএসসি/ ডিপ্লোমা ইন নার্সিং সার্টিফিকেটধারী হতে হবে।
- বাংলাদেশ নার্সিং কাউন্সিল সার্টিফিকেট থাকতে হবে।
- হাসপাতালে সর্বনিম্ন ১ বছরের কাদের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন করার নিয়ম:
আগ্রহী প্রার্থীদের আগামী ১ নভেম্বর ২০২৪ ইং তারিখের মধ্যে বাংলাদেশ নিওনেটাল হাসপাতাল লিমিটেড, হাসপাতাল টাওয়ার, ব্লক-ই, বাড়ি নং- ই ২০৬/১, সাহেবপাড়া, (মিজমিজি), সাইনবোর্ড মোড়, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ ঠিকানায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যেকোনো কর্মদিবসে ইন্টারভিউ সেশনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আসার সময় সাথে করে আপডেট পেশাদার জীবন-বৃত্তান্ত এবং শিক্ষাগত শংসাপত্রের সত্যায়িত কপি নিয়ে আসতে ভূলবেন না।
যোগাযোগ ঠিকানা:
বাংলাদেশ নিওনেটাল হাসপাতাল লিমিটেড
ঠিকানা: হাসপাতাল টাওয়ার, বাড়ি নং- ই ২০৬/১, সাইনবোর্ড মোড়, নারায়ণগঞ্জ
ওয়েবসাইট: https://neonatalhospitalbd.com/
ঠিকানা: হাসপাতাল টাওয়ার, বাড়ি নং- ই ২০৬/১, সাইনবোর্ড মোড়, নারায়ণগঞ্জ
ওয়েবসাইট: https://neonatalhospitalbd.com/

চাকরির দায়িত্বসমূহ:
- হাসপাতালের নার্সিং রীতি-নীতি এবং পদ্ধতি বুঝতে হবে, সে সম্পর্কে সচেতন থাকতে হবে এবং সেগুলি সঠিক রূপে মেনে চলতে হবে।
- নিশ্চিত করতে হবে যে, নার্সিং কেয়ার পরিকল্পনাগুলো লিখিত এবং আপ টু ডেট।
- সর্বদা রোগীর ব্যক্তিগত চাহিদা বিবেচনায় নিতে হবে।
- নিশ্চিত করতে হবে যে, রোগীর অগ্রগতি নোটের নার্সিং বিভাগটি বজায় রাখা হয়েছে এবং প্রতিটি এন্ট্রি রোগীর শারীরিক/ মানসিক অবস্থা এবং চিকিৎসার প্রতিক্রিয়াকে সঠিকভাবে প্রতিফলিত করে।
- নবজাতক এবং পেডিয়াট্রিক রোগীর মনিটরিং এবং ফলো-আপ।
- রোগীর যত্নের সর্বোচ্চ মান বজায় রাখা নিশ্চিত করতে হবে।
- সামঞ্জস্যপূর্ণ এবং সঠিক মেডিকেল রেকর্ডকিপিং অনুশীলন নিশ্চিত করা।
- বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ নবজাতক বিশেষজ্ঞের সাথে কাজ করার সুযোগ - ডাঃ মোঃ মজিবুর রহমান (মুজিব), এফসিপিএস (নিওনেটোলজি)।
সুবিধা সমূহ:
- ৩০০ শয্যা বিশিষ্ট নবজাতক উইং
- ১২০টি NICU শয্যা (লেভেল III ও IV)
- ১০০ শয্যা বিশিষ্ট মাতৃ উইং
- উন্নতমানের চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তি
- কাগজবিহীন মেডিকেল রেকর্ড সিস্টেম
- বিশেষায়িত চিকিৎসক ও নার্সদের দল