বারডেম হাসপাতালের সময়সূচি

 

বারডেম হাসপাতালের সময়সূচি

রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ বারডেম হাসপাতালের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে এই পোস্টের মাধ্যমে। আশা করছি এই পোস্টের মাধ্যমে অনেকের উপকার হবে। কারণ এই হাসপাতালের কোন ডিপার্মেন্টের কার্যক্রম কখন শুরু হয় এবং এর আউটডোর কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে তার সঠিক তথ্য অনলাইনে খুজে পাওয়া কঠিন। যাইহোক কথা না বাড়িয়ে চলুন জেনে নেয়া যাক হাসপাতালের গুরুত্বপূর্ণ সময়সূচি।

বারডেম হাসপাতালের সময়সূচি:

ইনফরমেশন ডেস্ক:

হাসপাতালের ইনফরমেশন ডেস্কে যে কোনো তথ্য পাবেন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। ইনফরমেশনের জন্য কন্টাক্ট নাম্বার নিম্নরূপ:

  • PABX(BIRDEM-1): 0241060501- 24, 
  • PABX(BIRDEM-2): 0241050710-7 Ext:2112

বারডেম হাসপাতালের আইসিইউ (ICU)

সাপ্তাহের ৭দিন ২৪ ঘন্টা ওপেন থাকে ICU ডিপার্টমেন্ট। প্রয়োজনে ICU সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কল করতে পারেন এই টেলিফোন নাম্বারে: 02-41060483

বারডেম হাসপাতালের ল্যাবরেটরি সার্ভিস:

  • সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ল্যাবরেটরি সার্ভিস চলবে।
  • সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির দিনগুলিতে ল্যাব এর সকল সেবা বন্ধ থাকবে শুধু স্যম্পল কালেকশন করা হবে সকাল ৮টা থেকে দুপুর ১ টা পর্যন্ত
  • জেনারেল ল্যাব (বায়োকেমিষ্ট্রি এবং হেমাটোলজি) এবং ইউমোনোলজি বিভাগ প্রতিদিন ২৪ ঘন্টা খোলা থাকে।

হেল্পলাইন, ইমার্জেন্সি এবং এ্যাম্বুলেন্স:

সাপ্তাহে ৭দিন ২৪ ঘন্টা চালু থাকে হাসপাতালের হেল্পলাইন, ইমার্জেন্সি এবং এম্বুলেন্স সেবা। গুরুত্বপূর্ণ কন্টাক্ট নাম্বার নিম্নরূপ:
  • হেল্প-লাইন: PABX(BIRDEM-1):0241060501-24, PABX(BIRDEM-2): 0241050710-7
  • ইমার্জেন্সি: PABX(BIRDEM-1): 0241060479-80 Ext-2302, 2301
  • এ্যাম্বুলেন্স: PABX : 02-41060501 to 24, Ext-2302

আরো পড়ুন...>> বারডেম হাসপাতালের ডাক্তার তালিকা।

আরো কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে নিচে কমেন্টে জানাবেন। অতি দ্রুত আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করা হবে।

Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous September 12, 2024 at 6:46 PM

    আসসালামুয়ালাইকুম শুক্রবার কয়টা পর্যন্ত রোগী দেখেন

Add Comment
comment url