বিদ্রোহী কবিতা mcq | বিগত সালের প্রশ্ন (২০+)

বিদ্রোহী কবিতা mcq

১. কত সালে 'বিদ্রোহী' কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছে ? [বিসিএস প্রিলিমিনারি + রিটেন টেস্ট ৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (03-05-2019), সহকারী জজ নিয়োগ পরীক্ষা ৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-10-2009), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় C ইউনিট]
(ক) ১৯২৩ সন
(খ) ১৯১৯ সন
(গ) ১৯২২ সন ✓
(ঘ) ১৯১৮ সন

২. কোন কাব্যের থেকে ”বিদ্রোহী” কবিতাটি নেওয়া হয়েছে ? [বাংলাদেশ নির্বাচন কমিশন ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (07-04-2023), পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা পরিবেশ অধিদপ্তর (কম্পিউটার অপারেটর) 06-03-2020, পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স (বাতিলকৃত) - 06.10.2017, পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং সেবা অধিদপ্তরের মিডওয়াইফ - 25.02.2017, পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা-১৩.০২.২০১৬, পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সহকারী থানা মাধ্যমকিক শিক্ষা কর্মকর্তা-৩১.০১.২০১৫, পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ।। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (12-12-2014), পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ।। সহকারী পরিকল্পনা কর্মকর্তা (25-05-2012), বিসিএস প্রিলিমিনারি + রিটেন টেস্ট ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011), উপজেলা/থানা শিক্ষা অফিসার সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (31-07-2009), Karmasangsthan Bank Karmasangsthan Bank - Asst. Officer (General) - 21.03.2008, পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা দুর্নীতি দমন ব্যুরোর সহকারী উপ-পরিদর্শক-২০০৪, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B ইউনিট : ২০০৩-২০০৪, পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক-১১.০৪.২০০৩, পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক-০৭.০২.২০০৩]
(ক) অগ্নিবীণা ✓
(খ) দোলন চাঁপা
(গ) বিষের বাঁশি
(ঘ) বাঁধনহারা

৩. 'বিদ্রোহী' কবিতাটি লেখক কে ? [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর | জুনিয়র ইনস্ট্রাক্টর | ০২.১১.২০১৮]
(ক) মোহিত লাল মজুমদার
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) সত্যেন্দ্রনাথ দত্ত
(ঘ) কাজী নজরুল ইসলাম ✓

৪. কোন পত্রিকায় প্রথম নজরুলের 'বিদ্রোহী' কবিতাটি প্রকাশিত হয়? [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসার রক্ষক) 05-03-2021, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B ইউনিট ২০১৯-২০২০, মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019), Rajshahi Krishi Unnayan Bank Rajshahi Krishi Unnayan Bank - Cashior - 18.08.2017, সহকারী জজ নিয়োগ পরীক্ষা ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (12-09-2014), পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-০৩.০৮.২০১২, মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)]
(ক) সাপ্তাহিক বিজলীতে ✓
(খ) দৈনিক ছোলতানে
(গ) মাসিক মোসলেম ভারতে
(ঘ) দৈনিক নবযুগে

৫. কোন কাব্য গ্রন্থে থেকে বিদ্রোহী কবিতাটি সন্নিবেশিত ? [Bangladesh Bank Bangladesh Bank - Assistant Director - 2004]
(ক) দোঁলনচাপা
(খ) অগ্নিবীণা ✓
(গ) যৌবনের গান
(ঘ) বিদ্রোহী
(ঙ) ব্যথার দান

৬. কত সালে “বিদ্রোহী কবিতাটি রচনার শতবর্ষ পূর্ণ হয়েছে ? [নার্সিং(Nursing) ভর্তি পরীক্ষা বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা । ২০২২-২০২৩]
(ক) ২০২২ ✓
(খ) ২০২০
(গ) ২০২১
(ঘ) ২০১৯

৭. কোন ছন্দে 'বিদ্রোহী' কবিতাটি রচিত? [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ।। টেকনিক্যাল অফিসার (26-05-2023)]
(ক) অক্ষরবৃত্ত
(খ) মাত্রাবৃত্ত ✓
(গ) স্বরবৃত্ত
(ঘ) মুক্তক

৮. কবি কাজী নজরুল ইসলামের রচিত 'বিদ্রোহী' কবিতাটি মূল সুর কী ? [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা 25.10.2019]
(ক) বিদ্রোহ ও বিপ্লবের আবেগ
(খ) প্রেম
(গ) স্বরাজ প্রতিষ্ঠা ✓
(ঘ) প্রকৃতি বন্দনা

৯. নিচের কোন কবিতাটি রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন ? [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা সমবায় অধিদপ্তর ।। অফিস সহায়ক (09-06-2023), সহকারী জজ নিয়োগ পরীক্ষা ১৩ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-11-2019), বিসিএস প্রিলিমিনারি + রিটেন টেস্ট ২৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (31-12-2004)]
(ক) বিদ্রোহী
(খ) আনন্দময়ীর আগমনে ✓
(গ) প্রলয়োল্লাস
(ঘ) নারী

১০. কাজী নজরুল ইসলামের কোন কবিতাটি রচনার জন্য ' অগ্নিবীণা' কাব্য গ্রন্থটি নিষিদ্ধ হয়? [বিসিএস প্রিলিমিনারি + রিটেন টেস্ট ২৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (03-09-2004)]
(ক) বিদ্রোহী
(খ) প্রলয়োল্লাস
(গ) আনন্দময়ীর আগমনে ✓
(ঘ) রক্তাম্বরধারিনী মা

১১. নিচের কোন তথ্যটি সঠিক কাজী নজরুল ইলামের রচিত 'বিদ্রোহী কবিতাটি ক্ষেত্রে ? [খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B ইউনিট ২০১৯-২০২০]
(ক) অগ্নি-বীণা : ১৯২২ ✓
(খ) সাম্যবাদী : ১৯২৫
(গ) চক্রবাক : ১৯২৯
(ঘ) বিষের বাঁশী : ১৯৪২

১২. নিচের কোন কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা ? [Bangladesh Development Bank Ltd Bangladesh Development Bank Ltd - Officer (Cash) - 15.01.2016, বিসিএস প্রিলিমিনারি + রিটেন টেস্ট ২৯ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (14-08-2009)]
(ক) বিদ্রোহী
(খ) মুক্তি
(গ) অগ্রপথিক
(ঘ) ধুমকেতু
(ঙ) প্রলয়উল্লাস ✓

১৩. কোন কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত হয় ? [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তর | একটি বাড়ি একটি খামার | মাঠ সহকারী | ২৬.০১.২০১৮ | সেট-ঘ]
(ক) বিদ্রোহী
(খ) লিচু চোর
(গ) মুক্তি ✓
(ঘ) রণসংগীত

১৪. ‘হে দারিদ্র তুমি মোরে করেছ মহান তুমি মোরে দানিয়াছ খ্রিষ্টের সম্মান কন্টক মুকুট শোভা’- কোন কবির কবিতা থেকে কবিতাংশটুকু নেওয়া হয়েছে ? [প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (11-09-2009)]
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কায়কোবাদ
(গ) কাজী নজরুল ইসলাম ✓
(ঘ) কামিনী রায়

১৫. বাংলা সাহিত্যে কাকে বিদ্রোহী কবি বলা হয় ? [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা স্থানীয় সরকার বিভাগের অধীন | জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের | এস্টিমেটর | ০২.০২.২০১৮, পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-২৭.০১.২০১২]
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) শামসুর রহমান
(গ) কাজী নজরুল ইসলাম ✓
(ঘ) আল মাহমুদ

১৬. বিদ্রোহী কবিকে বিশ্বকবি তার লেখা কোন কবিতাটি উৎসর্গ করেছেন ? [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা-২০১৮ | ফিল্ড সুপারভাইজার | ১৪.০৯.২০১৮]
(ক) বসন্ত ✓
(খ) সাজা
(গ) ঘরে বাইরে
(ঘ) ডাকঘর

১৭. কত সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন? [শিক্ষা অফিসার সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার ৩১.০৭.২০০৯]
(ক) ১৯৭৪
(খ) ১৯৭৮
(গ) ১৯৭৬ ✓
(ঘ) ১৯৮১

১৮. রাষ্ট্রীয়ভাবে কবি কাজী নজরুল ইসলামকে কোন পুরস্কার দেওয়া হয়? [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) | উপসহকারী প্রকৌশলী | 26-08-2022]
(ক) স্বাধীনতা পুরস্কার
(খ) বাংলা একাডেমি
(গ) একুশে পদক ✓
(ঘ) জাতীয় চলচিত্র পুরষ্কার

১৯. প্রথম কাব্যগ্রন্থ কোনটি কাজী নজরুল ইসলামের -- [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022, পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার-২৯.০১.২০১৬, পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক-৩০.০৯.২০০৪]
(ক) বিষের বাশিঁ
(খ) অগ্নিবীণা ✓
(গ) বিদ্রোহী
(ঘ) রুবাইয়াৎ - ই- হাফিজ

২০. নিচের কোন পত্রিকায় কাজী নজরুলের 'বিদ্রোহী' কবিতাটি প্রকাশিত হয় ? [হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ইউনিট : C]
(ক) সওগাত
(খ) মোসলেম ভারত ✓
(গ) কল্লোল
(ঘ) প্রবাসী

২১. 'অগ্নিবীণা' কাব্যে কতটি কবিতা রয়েছে ? [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা জনপ্রশাসন মন্ত্রণালয় || সহকারী পরিচালক (18-03-2016)]
(ক) ১২ ✓
(খ) ১৯
(গ) ১৪
(ঘ) ১৭

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url