আইচি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নার্সিং নিয়োগ বিজ্ঞপ্তি
স্কাইভিউ ফাউন্ডেশন পরিচালিত ঢাকা ডেমরার মেন্দিপুর, আমুলিয়ায় অবস্থিত আইচি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে বিভিন্ন পদে নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যার মধ্যে নার্সিং প্রফেশনালদের জন্য রয়েছে:
- নার্সিং সুপার ভাইজার পদ
- সিনিয়র স্টাফ নার্স পদ এবং
- ওটি নার্স পদ
উপরোক্ত পদের জন্য প্রার্থীকে বিএসসি নার্সিং/ ডিপ্লোমা নার্সিং পাশ হতে হবে এবং লাইসেন্স প্রাপ্ত হতে হবে।
আবেদনের পূর্বে লক্ষণীয়:
- আবেদনের সঙ্গে নিম্নোক্ত ডকুমেন্টস সংযুক্ত করতে হবে:
- জীবণ বৃত্তান্ত,
- ছবি,
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র,
- রেজিস্ট্রেশন এর ফটোকপি,
- অভিজ্ঞতার সনদপত্র।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানা বরাবর আবেদনপত্র পৌছাতে হবে।
![আইচি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নার্সিং নিয়োগ বিজ্ঞপ্তি আইচি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নার্সিং নিয়োগ বিজ্ঞপ্তি](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCUIKSOR0zzqnAom2zEK36RY3nmsqJkppAN3kJO776ZaM_51dPK-OSmqdx0RxGM9L_MwzGd4BeowZThKNJyBonQ2cHMqDi18JeHoD5lW2YfIl7CC2SSETFU2VHPvxwwTw-LvLNehBVN10WEUjZNP-ZL198jRcFgBD3WefQ9R_K4bfO0NDeFtvI91btLKxu/w540-h640/%E0%A6%86%E0%A6%87%E0%A6%9A%E0%A6%BF%20%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2%20%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9C%20%E0%A6%8F%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%20%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%20%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF.webp)