BPSC সিনিয়র স্টাফ নার্স নিয়োগ লিখিত পরীক্ষা- ২০২৩ এর প্রস্তুতি
আগামী ০৯/১২/২০২৩ইং তারিখে অনুষ্ঠিতব্য BPSC কর্তৃক নার্সিং ও মিডওয়াইফেরি অধীদপ্তরের সিনিয়র স্টাফ নার্স নিয়োগের ২০০ নম্বরের লিখিত পরীক্ষার প্রস্ততিমূলক দিকনির্দেশনা এবং অনলাইন পরীক্ষা গ্রহণের জন্যে mynursing.net এর প্রতিবারের ন্যায় এ বারেও প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করা হয়েছে যা আগামী ০৭/১২২৩ ইং পর্যন্ত চলমান থাকবে।
কিভাবে পরীক্ষা নেওয়া হবে?
- প্রতিটি পরীক্ষার জন্য সবচেয়ে গুরত্বপূর্ণ প্রশ্নসমূহের সিট প্রদান করা হবে।
- ০৭/১২/২৩ ইং পর্যন্ত মোট ১০টি অনলাইন পরীক্ষা নেওয়া হবে। যার মধ্যে ২টি পরীক্ষা ইতোমধ্যে হয়ে গিয়েছে। পরীক্ষার সিট এবং গুরুত্বপূর্ণ তথ্য সকলের ইমেইলে পাঠানো হবে।
- সেই সিট থেকে সকলে পড়বেন এবং নির্দিষ্ট সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
- পরীক্ষার সিটগুলি সকলের জন্য সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে। যে কেউ চাইলে সিট ডাউনলোড করতে পারবেন।
এতে কতটা পরীক্ষার প্রস্তুতি সমপন্ন হবে?
- আমাদের তৈরিকৃত সিটগুলি বাছাইকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে করা হয়েছে। যা শেষ সময়ের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে অত্যান্ত সহায়ক হবে।
- সিটগুলিতে বিগত সময়ে বিভিন্ন সেক্টরের নার্সিং লিখিত পরীক্ষার প্রশ্ন যুক্ত করা হয়েছে। যা সহজে কোথাও খুজে পাওয়া দুষ্কর।
- তাছাড়া ২০২৩ সালে অনুষ্ঠিত BPSC কর্তৃক ১০ম গ্রেডের লিখিত নিয়োগ পরীক্ষাগুলোর বাছাইকৃত গুরত্বপূর্ণ সকল প্রশ্ন থাকবে।
- বিগত সকল বিসিএস এবং BPSC নন ক্যাডার ১০ম গ্রেডের লিখিত পরীক্ষার প্রশ্নগুলো হতে নার্সিং টেকনিক্যাল সিলেবাসের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রশ্ন যুক্ত করা থাকবে, শতভাগ রেফারেন্স উল্লেখ করে।
- প্রতিটি শিটের প্রশ্নের উত্তর সহজ ভাষায় এবং সর্বত্তমভাবে প্রদান করা হয়েছে।
- প্রতিটি সিট pdf ফাইলে দেওয়া হবে। একারণে মোবাইলেও পড়তে পারবেন আবার চাইলে কম্পিডটার থেকে প্রিন্ট করেও নিতে পারবেন।
- প্রতিটি শিটের উপর অনলাইন পরীক্ষা নেওয়া হবে। এতে আপনার পড়ালেখার স্পিড বাড়বে এবং একই সাথে পরীক্ষার খাতায় লেখার প্রাক্টিস হয়ে যাবে।
অনলাইনে কিভাবে লিখিত পরীক্ষা নিবেন?
- আমরা প্রতিটি শিটের উপর প্রশ্ন করবো এবং একটা নির্দিষ্ট সময়ে সবাই পরীক্ষার প্রশ্ন দেখতে পাবেন।
- পরীক্ষার জন্য সময় নির্দিষ্ট করে দেওয়া হবে। উক্ত সময়ের মধ্যে নিজেদের খাতায় লিখে ফটো তুলে আমাদের ইমেইলে send করতে হবে।
- যারা নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা জমা দিতে পারবেননা, তাদের পরীক্ষার খাতা বাতিল হবে।
- প্রতিটি ইমেইলের খাতা আমাদের অভীজ্ঞ নার্সিং টিউটরেরা দেখে মার্ক দেবেন এবং সকলের ইমেইলে প্রেরণ করবেন।
- প্রতিটি খাতা দেখার পর কারো লেখার পদ্ধতি বা টেকনিকের সংশোধন কিংবা উন্নয়ন করা উচিৎ বলে মনে করলে আমাদের টিউটরগণ প্রয়োজনীয় পরামর্শ পরীক্ষার উত্তরপত্রে লিখে দেবেন।
- জরুরী মনে করলে শিক্ষার্থীদের মোবাইল নাম্বারে কল করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন আমাদের টিউটরগণ। (যে সকল পরীক্ষার্থী ফোনে কল করার অনুমতি প্রদান করবেন শুধু তাদের)
প্রশ্ন, নম্বর বন্টন, সময় ও রেসাল্টঃ
প্রতিটি পরীক্ষা নির্দিষ্ট সময়ে শুরু হবে এবং শেষ হবে।পরীক্ষার পরের দিন সকলের ইমেইলে প্রত্যেকের উত্তরপত্র এবং সঠিক উত্তরের কপি send করা হবে। অংশ নেওয়া সকল পরীক্ষার্থীদের মধ্যে মেরিট লিস্ট দেওয়া হবে, ফলে আপনার অবস্থান সম্পর্কে সহজে অনুমান করতে সক্ষম হবেন।
প্রতিটি পরীক্ষার জন্য আলাদা আলাদা সিট প্রদান করা হবে সকলের ইমেইলে। তাই যারা আমাদের অনলাইন পরীক্ষায় অংশ নিতে চান অথবা সিটগুলো পেতে চান তারা নিজেদের ইমেইল এড্রেস এবং নাম দিয়ে নিচের ফ্রমটি জমা দিন। প্রতিটি সিট এবং সাজেশন্স এবং পরীক্ষার আপডেট সকলের ইমেইলে নিয়মিত Send করা হবে।