অনলাইন পরীক্ষা– ২৩ (তারিখ: ০১/০৯/২৩ ইং) সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতি।
মোট প্রশ্ন (mcq): ১০০ টি
সময়: ৫০ মিনিট
বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে ৬০ টি এবং টেকনিক্যাল থেকে ৪০টি প্রশ্ন রয়েছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন।
আগামীকাল ০২/০৯/২৩ ইং অপেক্ষমান BPSC সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষায় যারা অংশ নেবেন, তাদের জন্য শুভকামনা। মনস্থির করে পরীক্ষা দিবেন এবং অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বেই পরীক্ষার হলে উপস্থিত হবেন। mcq এর বৃত্ত ভরাট করার ক্ষেত্রে সময়ের দিকে নজর দিবেন এবং দ্রুত জানা প্রশ্নগুলোর বৃত্ত ভরাট করবেন। যেহেতু নেগেটিভ মার্ক রয়েছে তাই আবল তাবল না পূরণ করে ৫০%+ সঠিক মনে হলে তবেই পূরণ করবেন। মনে রাখবেন এটি প্রাথমিক বাছাই পরীক্ষা। নূন্যতম ৪৫ পেলেই আপনাকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচন করা হবে। তাই ৪৫+ মার্ক নিশ্চিত করতে পারলেই যথেষ্ট। ভুল উত্তর দিয়ে নেগেটিভ মার্কের কারণে mcq পরীক্ষায় অনেকে অকৃতকার্য হয়ে থাকে। তাই সাবধাণতার কোনো বিকল্প নেই।