অনলাইন পরীক্ষা– ১৬ (তারিখ: ২৫/০৮/২৩ ইং) সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতি।
বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে ৬০ টি এবং টেকনিক্যাল থেকে ৪০টি প্রশ্ন রয়েছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন।
আপনি কি অনলাইন পরীক্ষা দেয়ার সময় কোনো সমস্যায় পড়েছেন? পরীক্ষা শেষে কি জমা দিতে পারেননা? অথবা অন্য কোনো সমস্যায় পড়ে থাকলে নিচের ভিডিওটি দেখুন। অনেকে আনলাইন পরীক্ষা দেওয়ার পর জমা দিতে পারেন না। আমরা আপনাদের সমস্যা সামাধান করার জন্য এই বিষয়ের ওপর একটি ভিডিও তৈরি করেছি, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। সম্ভাব্য সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং সঠিকভাবে পরীক্ষা কিভাবে দিবেন তা বলা হয়েছে ভিডিওটিতে।
নোট: সবগুলো প্রশ্নের উত্তর সিলেক্ট করার পর Submit বাটনে চাপ দিলে পরীক্ষার উত্তর জমা হয়ে যাবে এবং সাথে সাথেই সঠিক ও ভুল উত্তরগুলো দেখে নিতে পারবেন। আপনার পরীক্ষার উওরগুলো দেখার জন্য "Veiw score" এ ক্লিক করবেন।
আসন্ন ২ই সেপ্টম্বের BPSC এর নার্স নিয়োগ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য নিয়মিত অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন যারা প্রস্তুতি গ্রহণ করছেন। এই লক্ষ্যে আপনাদের পরিচিত mynursing.net ওয়েবসাইট থেকে প্রতিদিন "অনলাইন পরীক্ষা" নেওয়া হচ্ছে।
বি:দ্র: আগামী নভেম্বর মাসের ১ তারিখ পর্যন্ত নিয়মিত ১০০ মার্কের MCQ পরীক্ষা নেওয়া হবে প্রতিদিন। এক্ষেত্রে শেষ ৩দিনের পরীক্ষার প্রশ্ন বিশেষভাবে করা হবে। এছাড়াও থাকবে বিষয়ভিত্তিক দিক নির্দেশনা। যা শেষ সময়ের প্রস্তুতিকে আরো ভালো করে তুলবে বলে আশা করি। পরীক্ষার পূর্বের দিন অর্থাৎ ১ নভেম্বরের পরীক্ষায় কোনোভাবেই মিস করবেননা যারা ২ তারিখের BPSC নিয়োগ পরীক্ষায় অংশ নিবেন। যাইহোক, যারা অনলাইন পরীক্ষা দিতে ইচ্ছুক তারা প্রতিদিন এই ওয়েবসাইটে এসে আমাদের নিয়মিত আয়োজন অনলাইন পরীক্ষায় অংশ নিবেন। পরীক্ষার লিংক প্রতিদিন দুপুর ২টার পূর্বেই পাবলিশ দেওয়া হয়। তাছাড়া বেশ কয়েকটি ফেজবুক গ্রুপে প্রতিদিন পরীক্ষার লিংক পোস্ট করা হয়।