অনলাইন পরীক্ষা– ১৮ (তারিখ: ২৭/০৮/২৩ ইং) সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতি।

১৮ তম অনলাইন পরীক্ষা
মোট প্রশ্ন (mcq) :১০০ টি
সময়: ৫০ মিনিট

বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে ৬০ টি এবং টেকনিক্যাল থেকে ৪০টি প্রশ্ন রয়েছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন।


New Logo

পরীক্ষা শুরু করার পূর্বে আপনার সঠিক ইমেইল এবং নাম লিখবেন। এরপর সবগুলো প্রশ্নের উত্তর সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করবেন। Submit করার সময় যদি কোনো সমস্যায় পড়েন অথবা সাবমিট না হয় তাহলে নিচে দেয়া ভিডিওটি দেখুন। তাহলে সহজেই বুঝতে পারবেন কেন Submit হচ্ছেনা এবং করণীয় কি।

নোট: প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর সিলেক্ট করা সম্পন্ন হলে Submit বাটনে চাপবেন। এসময় কোনো এক বা একাধিক প্রশ্নের উত্তর সিলেক্ট করা না হয়ে থাকলে সেই প্রশ্নে আপনাকে নিয়ে যাবে। তখন সে প্রশ্নের উত্তর সিলেক্ট করে পূণরায় Submit বাটনে চাপ দিবেন। সঠিকভাবে পরীক্ষা সমপন্ন হলে আপনার সামনে View Score বাটন আসবে। এখানে চাপ দিলে উত্তরপত্র দেখতে পারবেন। এছাড়াও Submit another response লেখায় চাপলে পূণরায় পরীক্ষার প্রশ্নটি আপনার সামনে আসবে।

কেন আপনি নিয়মিত অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করবেন?

আমার দেখা এমন অনেক স্টুডেন্ট পেয়েছি, যারা হাসপাতাল বা ক্লিনিকে ডিউটিরত অবস্থায় ছোট ছোট নোট পড়েন। কিছু গুরত্বপূর্ণ তথ্য বা প্রশ্নত্তর (টুকরা কাগজে) লিখে নিয়ে আসতেন, যাতে এক আধটু সময় পেলেই একটু চোখ বুলিয়ে নেওয়া যায়। এটা নিশ্চয়ই খুব ভালো একটি পরিকল্পনা। যে সকল নার্স এই কাজ করেন তারা অবশ্যই পরিশ্রমী এবং বুদ্ধিমান। কারণ ডিউটি শেষ করে বাসায় গিয়ে আর পড়তে ইচ্ছে হয়না। শরীর ও মন উভয়েই বেশ ক্লান্ত হয়ে পড়ে।

অনেক পরীক্ষার্থী জিঙ্গাসা করেন চলমান পরীক্ষার কার্যক্রম মোট কতদিন চলবে? 

উত্তর: এই চলমান পরীক্ষা কার্যক্রম আগামী নভেম্বর মাসের এক তারিখ পর্যন্ত চলমান থাকবে। আপনারা যারা নিয়মিত পরীক্ষা দিচ্ছেন তাদের সকলের প্রতি শুভকামনা। নিয়মিত প্রতিদিন mynursing.net সাইটে এসে পরীক্ষা দিবেন এবং যথাসাধ্য পড়ালেখা করে নিজের জানার পরিসর আরো বাড়াবেন। যারা বেসরকারী হাসপাতালে চাকরি করেন তারা যথাযথ চেষ্টা করবেন, যেন ডিউটির সময় যতটুকু সময় বের করা যায় সে সময়টুকু কাজে লাগাবার। 

বি:দ্র: সবচেয়ে ভাল প্রস্তুতির জন্য বেশি বেশি অনলাইন পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই। কারণ আপনি যত বেশি পরীক্ষায় অংশ নেবেন তত বেশি জানতে ও শিখতে পাড়বেন। আমরা বই পড়ে যতটা সহজে কোনো কিছু মুখস্ত করতে পারি তার চেয়ে অনেক সহজে মুখস্থ হয়ে যায় পরীক্ষায় আসা প্রতিটি প্রশ্নের উত্তর। এক্ষেত্রে যে প্রশ্নগুলোর ভুল উত্তর করবেন তার সঠিক উত্তর দেখে নিলে সহজেই মুখস্থ হয়ে যাবে এবং তা সহজে ভুলবেননা। তাই যত বেশি পরীক্ষায় অংশ নেবেন, আশাকরা যায় ততই এগিয়ে যাবেন। এজন্য আমাদের আয়োজিত পরীক্ষার পাশাপাশি অন্যান্য গ্রুপের নেওয়া পরীক্ষাগুলোতেও অংশ নেবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url