পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মিডওয়াইফ নিয়োগ পরীক্ষা ২০১৪ এর প্রশ্ন ও উত্তর

সেটঃ ১, কোডঃ পদ্মা, সময়ঃ ১ ঘন্টা, পূর্ণমানঃ৭০
[মোট প্রশ্ন ৭০(স্তর)। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১(এক) নম্বর। প্রতিটি ভূল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে]

১। শূন্যস্থানে কোনটি হবে? He is __ honest man.
(ক) the
(খ) an
(গ) a
(ঘ) কোনােটিই নয়


২।  কোনটি শুদ্ধ বানান __
(ক) commission
(খ) comision
(গ) comission
(ঘ) commision

৩। কোন শব্দটি verb __
(ক) cloth
(খ) blood
(গ) food
(ঘ) feed


৪। 'light' is to 'dark' as 'cold' is to __
(ক) hot
(খ) heat
(গ) cool
(ঘ) ice

৫। What kind of noun is 'Cattle'?
(ক) proper
(খ) Common
(গ) collective
(ঘ) material


৬। 'Shadarghat' is a __
(ক) air-port
(খ) land-port
(গ) sea-port
(ঘ) river-port

৭। নিচের কোন বাক্যটি সঠিক নয়—
(ক) Dhaka is the capital of Bangladesh.
(খ) Sundarban is a forest.
(গ) There are 64 districts in Bangladesh.
(ঘ) There no river in Bangladesh.


৮। কোনটি প্রাণী নয়—
(ক) cat
(খ) horse
(গ) honey
(ঘ) deer

৯। কোনটি parts of speech নয়?
(ক) noun
(খ) gerund
(গ) pronoun
(ঘ) verb


১০। 'Climate' হলাে —
(ক) আবহাওয়া
(খ) পরিবেশ
(গ) জলবায়ু
(ঘ) ঋতু

১১। বাক্যটি শেষ করুন, Time and tide wait for __
(ক) everyone
(খ) everybody
(গ) everyday
(ঘ) none


১২। 'Null and void' এর বাংলা অর্থ হলাে—
(ক) বাতিল
(খ) সঠিক
(গ) অবশ্যই
(ঘ) পরিশেষে

১৩। 'Poor' এর noun হলাে—
(ক) poverty
(খ) rich
(গ) player
(ঘ) weak


১৪। কোনটি past tense __
(ক) yesterday
(খ) last month
(গ) উভয়ই
(ঘ) কোনােটিই না

১৫।  There are __ seasons in Bangladesh.
(ক) seven
(খ) eight
(গ) six
(ঘ) four


১৬। সকাল ১০টা ইংরেজিতে হবে—
(ক) 10am
(খ) 10pm
(গ) উভয়ই
(ঘ) কোনােটিই নয়


১৭। নিচের কোনটি স্ত্রীবাচক শব্দ—
(ক) man
(খ) queen
(গ) boy
(ঘ) কোনােটিই নয়

১৮। বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?
(ক) ৫
(খ) ৭
(গ) ৮
(ঘ) ১০


১৯। বর্তমানে বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি কত মাস?
(ক) ৩ মাস
(খ) ৪ মাস
(গ) ৫ মাস
(ঘ) ৬ মাস

২০। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
(ক) কুড়িগ্রাম
(খ) লালমনিরহাট
(গ) পঞ্চগড়
(ঘ) রংপুর


২১। বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
(ক) গরু
(খ) ছাগল
(গ) গয়াল
(ঘ) রয়েল বেঙ্গল টাইগার

২২। বিখ্যাত ‘ষাট গম্বুজ' মসজিদ কোন জেলায় অবস্থিত?
(ক) বাগেরহাট
(খ) সিলেট
(গ) খুলনা
(ঘ) চুয়াডাঙ্গা


২৩। নিচের কোনটিকে ঠাণ্ডা করলে বরফে পরিণত হয়?
(ক) লােহা
(খ) পানি
(গ) কয়লা
(ঘ) তামা

২৪। ‘ভাওয়াইয়া’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?
(ক) চাপাইনবাবগঞ্জ
(খ) রংপুর
(গ) ময়মনসিংহ
(ঘ) কুষ্টিয়া


২৫। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত?
(ক) নারদ
(খ) করতােয়া
(গ) বুড়িগঙ্গা
(ঘ) শীতলক্ষ্যা

২৬। বাংলাদেশে আয়তনের দিক থেকে সবচেয়ে ছােট জেলা কোনটি?
(ক) ভােলা
(খ) মেহেরপুর
(গ) সাতক্ষীরা
(ঘ) গাজীপুর


২৭। নিচের কোন খেলার সাথে ‘সাকিব আল হাসান’ জড়িত?
(ক) ফুটবল
(খ) ক্রিকেট
(গ) দাবা
(ঘ) হকি


২৮। বঙ্গবন্ধু যমুনা সেতুর দুই প্রান্তের জেলাদ্বয়ের নাম কী?
(ক) সিরাজগঞ্জ ও জামালপুর
(খ) সিরাজগঞ্জ ও ময়মনসিংহ
(গ) সিরাজগঞ্জ ও টাঙ্গাইল
(ঘ) টাঙ্গাইল ও পাবনা


২৯। বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) জীবনানন্দ দাশ
(ঘ) শামসুর রাহমান

৩০। নিচের কোনটি জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি?
(ক) ইমপ্ল্যান্ট
(খ) আইইউডি
(গ) খাবার বড়ি
(ঘ) কোনােটিই নয়


৩১। কোন দেশটি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ?
(ক) ভারত
(খ) কাতার
(গ) সিঙ্গাপুর
(ঘ) ইংল্যান্ড

৩২। সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে?
(ক) নরওয়ে
(খ) অস্ট্রেলিয়া
(গ) বাংলাদেশ
(ঘ) জাপান


৩৩। বাংলাদেশের জাতীয় পতাকায় কোন কোন রং রয়েছে?
(ক) লাল ও হলুদ
(খ) লাল ও সবুজ
(গ) লাল ও নীল
(ঘ) নীল ও সবুজ

৩৪। পৃথিবী সৌরজগতের একটি __
(ক) গ্রহ
(খ) উপগ্রহ
(গ) নীহারিকা
(ঘ) ধূমকেতু

৫৩। বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি?
(ক) ১৮
(খ) ২২
(গ) ২০
(ঘ) ১১


৫৪। পল্লীকবি কাকে বলে?
(ক) জসীমউদ্দীন
(খ) সত্যজিত রায়
(গ) জগদীশচন্দ্র বসু
(ঘ) আলাউদ্দিন আল আজাদ

৫৫। তাসনিম এবং তারিবা স্কুলে যায়। এখানে ‘এবং কী পদ?
(ক) বিশেষ্য
(খ) সর্বনাম
(গ) অব্যয়
(ঘ) বিশেষণ

৫৬। ‘খাঁচার ভিতর অচিন পাখি’ এ গানটি কার?
(ক) হাসান রাজা
(খ) লালন ফকির
(গ) কেবলা কান্ত
(ঘ) ফকির সাহেব


৫৭। ছন্দের যাদুকর কার উপাধি?
(ক) বেগম রােকেয়া
(খ) রাম নারায়ণ
(গ) আব্দুল করিম
(ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

৫৮। বাংলাদেশের জাতীয় প্রাণী কোনটি?
(ক) হরিণ
(খ) রয়েল বেঙ্গল টাইগার
(গ) ষাড়
(ঘ) গরু


৫৯। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
(ক) শেষের পরিচয়
(খ) বসন্তবেলা
(গ) আলালের ঘরের দুলাল
(ঘ) আকাশ প্রদীপ

৬০। আগুন এর প্রতিশব্দ কোনটি?
(ক) অনল
(খ) আসল
(গ) আকাশ
(ঘ) আনন্দ

৬১।  সেক্রেটারী শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
(ক) মহাপরিচালক
(খ) পরিচালক
(গ) আহ্বায়ক
(ঘ) সচিব


৬২। পুস্তকের স্ত্রী লিঙ্গ কোনটি?
(ক) পুস্তিকা
(খ) পুরনজয়
(গ) পুস্তকী
(ঘ) প্রবচন

৬৩। দেবালয়ের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) দেব+আলয়
(খ) দেবা+আলয়
(গ) দেবালয়
(ঘ) দেব+লয়


৬৪। হাসান বই পড়ছে’ কোন বর্তমান কালের উদাহরণ?
(ক) ঘটমান
(খ) পুরাঘটিত
(গ) নিত্যবৃত্ত
(ঘ) সাধারণ

৬৫। উত্তম মধ্যম এর অর্থ কী?
(ক) প্রহার
(খ) পুরস্কার
(গ) চলে যাওয়া
(ঘ) তিরস্কার

৬৬। ‘অলস’ এর বিপরীত শব্দ কোনটি?
(ক) পরিশ্রমী
(খ) কুড়ে
(গ) আকাশ
(ঘ) পাতাল


৬৭। ‘একই গুরুর শিষ্য’ এক কথায় প্রকাশ কী?
(ক) সৈন্যদল
(খ) সতীর্থ
(গ) কামুক
(ঘ) আমগাছ

৬৮। The rose is a very beautiful flower. কোনটি সঠিক অনুবাদ—
(ক) গােলাপ খুব সুন্দর ফুল
(খ) গােলাপ ভাল ফুল
(গ) গােলাপ গন্ধযুক্ত ফুল
(ঘ) গােপাল অতি ভাল ফুল


৬৯। ‘ধন’ কোন শব্দ?
(ক) বিশেষ্য
(খ) বিশেষণ
(গ) সর্বনাম
(ঘ) ক্রিয়া

৭০। ‘সােনালী আঁশ বলা হয় নিচের কোনটিকে?
(ক) চা
(খ) তুলা
(গ) পাট
(ঘ) ধান











কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....

Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous February 23, 2024 at 12:32 PM

    সিরিয়াল নম্বর ভুল আছে 35 থেকে নাই

Add Comment
comment url