BSMMU Senior Staff Nurse Exam Question Solution 2020
সেটঃ ১, সময়ঃ ১ ঘন্টা, পূর্ণমানঃ ১০০
[মোট প্রশ্ন ১০০(একশত)। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১(এক) নম্বর। প্রতিটি ভূল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে]
(ক) 15 IU
(খ) 175 IU
(গ) 555 IU
(ঘ)750 IU
২। International code of ethics for the nursesএর (০৪) চারটি element-এর মধ্যে প্রথম element টি হচ্ছে—
(ক) Nurse and people
(খ) Nurse and co-workers
(গ) Nurse and profession
(ঘ) Nurse and practice
(ক) VLDL
(খ) LDL
(গ) Triglyceride
(ঘ) HDL
৪। নীচের কোনটি প্রকৃত স্বাস্থ্য সূচক?
(ক) Crude death rate
(খ) Infant mortality rate
(গ) Maternal mortality rate
(ঘ) Health service utilization rate
(ক) one layer
(খ) two layer
(গ) three layer
(ঘ) four layer
৬। Shock এর লক্ষণ কোনটি?
(ক) পাতলা পায়খানা হবে
(খ) কাশি হবে
(গ) শরীর ঠান্ডা ও চামড়া নীল রং হয়ে যাবে
(ঘ) ঘনঘন প্রস্রাব হবে
(ক) ৪ টি
(খ) ৫ টি
(গ) ৬ টি
(ঘ) ৭ টি
৮। WHO অনুযায়ী একজন গর্ভবতী মায়ের কমপক্ষে কতবার Antenatal visit করতে হবে?
(ক) ৪ বার
(খ) ৫ বার
(গ) ৬ বার
(ঘ) ৭ বার
(ক) চামড়ার রং
(খ) শ্বাস-প্রশ্বাস বাড়া
(গ) শরীরের মাংশ পেশির দূর্বলতা
(ঘ) ওজন
১০। হিউম্যান পেপিলােমা ভাইরাস কোথায় ক্যান্সার করে?
(ক) পাকস্থলীতে
(খ) জরায়ুর মুখে
(গ) যকৃতে
(ঘ) মূত্রথলিতে
(ক) ৪ ঘন্টা
(খ) ৮ ঘন্টা
(গ) ১২ ঘন্টা
(ঘ) ১৬ ঘন্টা
১২। নিম্নের কোনটি মানবদেহে রােগ প্রতিরােধে সাহায্য করে?
(ক) লােহিত রক্ত কণিকা
(খ) শ্বেত রক্ত কণিকা
(গ) অনুচক্রিকা
(ঘ) গ্লোবিন
(ক) নিউক্লিয়াস
(খ) মাইটোকন্ড্রিয়া
(গ) লাইসােজম
(ঘ) কোষ গহবর
১৪। প্রারাইটাল এবং ফ্রন্টাল অস্থির সংযােগকারী সুচারের নাম—
(ক) করােনাল
(খ) স্কোয়ামাস
(গ) প্যারেইটাল
(ঘ) ল্যাম্বডয়ড
(ক) খিচুনি
(খ) জ্বর ও মাথা ব্যাথা
(গ) জ্বর
(ঘ) জ্বর ও খিচুনি
১৬। সবুজ তরিতরকারীতে সবচেয়ে বেশী থাকে—
(ক) ভিটামিন এ
(খ) ভিটামিন ডি
(গ) ভিটামিন ডি
(ঘ) খনিজ পদার্থ ও ভিটামিন
১৭। প্রাণীদেহে শর্করা সঞ্চিত হয় কোন অংশে?
(ক) গ্যালাকটোজ
(খ) গ্লুকোজ
(গ) গ্লুটামিন
(ঘ) গ্লাইকোজেন
১৮। স্নায়ুতন্ত্রের এককের নাম কি?
(ক) নেফ্রন
(খ) নিউরন
(গ) কিউটিকল
(ঘ) ম্যাটিক্স
১৯। মহিলাদের কত বৎসর বয়সে Pap smear স্ক্রিনিং করা উচিত?
(ক) ২১ বছর বয়সে
(খ) ৩০ বৎসর বয়সের পরে
(গ) ১৮ বৎসর বয়সের নীচে
(ঘ) ৪০ বৎসর বয়সে
(ক) সঠিক রক্ত সঞ্চালন বজায় রাখাসঠিক রক্ত সঞ্চালন বজায় রাখা
(খ) রােগীর airway বজায় রাখা
(গ) মুখের যত্ন প্রদান করা
(ঘ) ্বকের যত্ন প্রদান করা
২১। বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রীর নাম কি?
(ক) সৈয়দ নজরুল ইসলাম
(খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(গ) তাজউদ্দিন আহমেদ
(ঘ) লতিফুর রহমান
(ক) স্বায়ত্বশাসিত সংস্থা
(খ) সাংবিধানিক সংস্থা
(গ) কর্পোরেট সংস্থা
(ঘ) আধা স্বায়ত্বশাসিত সংস্থা
২৩। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অন্তর্ভূক্ত ছিল?
(ক) ১ নম্বর
(খ) ২ নম্বর
(গ) ৩ নম্বর
(ঘ) ১১ নম্বর
(ক) সাতক্ষীরা
(খ) মেহেরপুর
(গ) চুয়াডাঙ্গা
(ঘ) গােপালগঞ্জ
২৫। 'সাবাস বাংলাদেশ’ ভাষ্কর্য কোথায় অবস্থিত?
(ক) টিএসসি মােড়
(খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
(গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
(ঘ) রেসকোর্স মােড়ে
(ক) জয়নুর আবেদীন
(খ) কামরুল হাসান
(গ) হাসেম খান
(ঘ) হামিদুর রহমান
২৭। বাঙ্গালীর মুক্তি সনদ ৬ দফা দাবি আন্দোলন কত সালে হয়েছিল?
(ক) ১৯৬০
(খ) ১৯৬২
(গ) ১৯৬৪
(ঘ) ১৯৬৬
(ক) ১২ জানুয়ারি, ১৯৭২
(খ) ২৬ মার্চ, ১৯৭২
(গ) ১০ জানুয়ারি, ১৯৭২
(ঘ) ১৪ এপ্রিল, ১৯৭২
২৯। প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
(ক) ৭ মার্চ, ১৯৭১
(খ) ২৬ শে মার্চ, ১৯৭১
(গ) ২ মার্চ, ১৯৭১
(ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১
(ক) ১ জন
(খ) ২ জন
(গ) ৩ জন
(ঘ) ৪ জন
৩১। জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ খেতাব ভূষিত করা হয় কত তারিখে?
(ক) ২৫ মার্চ, ১৯৭১
(খ) ২৩ শে ফেব্রুয়ারী, ১৯৬৯
(গ) ১০ ই নভেম্বর, ১৯৭২
(ঘ) ৭ ই মার্চ, ১৯৭০
(ক) ইটালীর রােম, ২০১৯ সালে
(খ) চীনের উহান, ২০১৯ সালে
(গ) কোরিয়ার শিউল, ২০১৯ সালে
(ঘ) বাংলাদেশের রংপুর, ২০১৯ সালে
৩৩। কম্পিউটার কে আবিষ্কার করেন?
(ক) জন বেরার্ড
(খ) গ্রাহাম বেল
(গ) মার্কনি
(ঘ) চার্লস ব্যাবেজ
৩৪। “জননী সাহসিকা” কাকে বলা হয়?
(ক) বেগম রােহেয়া
(খ) তারামন বিবি
(গ) জাহানারা ইমাম
(ঘ) সুফিয়া কামাল
৩৫। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?
(ক) এইসব দিন রাত্রি
(খ) একাত্তরের দিনগুলি
(গ) সৎ মানুষের খোজে
(ঘ) নুরুল দীনের সারাজীবন
৩৬। বাংলা ভাষাকে দেশের ২য় ভাষার মর্যদা দিয়েছে কোন দেশ?
(ক) নেপাল
(খ) ভুটান
(গ) ভারত
(ঘ) সিয়েরা লিওন
(ক) বরেন্দ্র যাদুঘর
(খ) ঢাকা যাদুঘর
(গ) রাজশাহী যাদুঘর
(ঘ) মুজিবনগর যাদুঘর
৩৮। বাংলাদেশের নার্সিং কাউন্সিলের বর্তমান নাম কি?
(ক) বাংলাদেশ নার্সিং কাউন্সিল
(খ) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল
(গ) বাংলাদেশ সেবা পরিদপ্তর
(ঘ) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর
(ক) ভারত
(খ) ভুটান
(গ) চীন
(ঘ) নেপাল
৪০। নিম্নের কোন দেশ বর্তমানে বিশ্বস্বাস্থ্য সংস্থার সদস্য নয়?
(ক) বাংলাদেশ
(খ) যুক্তরাষ্ট্র
(গ) যুক্তরাজ্য
(ঘ) চীন
৪১। ০.৯% সােডিয়াম ক্লোরাইড ফ্লুইড নীচের কোন রােগীর জন্য দেওয়া সঠিক নয়?
(ক) ৭০% বার্ন
(খ) হাইপারটেনশন
(গ) হাইপােটেনশন
(ঘ) ডায়রিয়া
৪২। Radio-opaque Tablets কখন দেওয়া হয়?
(ক) চেস্ট এক্সরে এর পূর্বে
(খ) চেস্ট এক্সরে এর পরে
(গ) বেরিয়াম মিল এক্সরে এর পূর্বে
(ঘ) বেরিয়াম মিল এক্সরে এর পরে
(ক) সিরাম ক্যালসিয়াম
(খ) সিরাম কোলেষ্টেরল
(গ) সিরাম ক্রিয়েটিনিন
(ঘ) কার্বন-ডাই-অক্সাইড
৪৪। একজন অজ্ঞান রােগীর ক্ষেত্রে কোন পজিশনে মুখের যত্ন দেওয়া উচিত?
(ক) লেফট ল্যাটারেল (Left lateral)
(খ) রাইট ল্যাটারেল (Right lateral
(গ) সুপাইন (Supine)
(ঘ) লিথােটমি
(ক) ৩২ টি
(খ) ৩৩ টি
(গ) ৩৪ টি
(ঘ) ৩৫ টি
৪৬। হার্ট এর কোন প্রকোষ্টে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত গ্রহণ করে?
(ক) বাম অলিন্দ
(খ) ডান অলিন্দ
(গ) বাম নিলয়
(ঘ) ডান নিলয়
(ক) ১ টি
(খ) ২ টি
(গ) ৩ টি
(ঘ) ৪ টি
৪৮। মানবদেহ এর Ph স্বাভাবিক কত?
(ক) ৭.২০-৭.৩০
(খ) ৭.৩৫-৭.৪৫
(গ) ৭.৫০-৭.৬০
(ঘ) ৭.১৫-৭.২৫
(ক) Facial
(খ) Hypoglossal
(গ) Olfactory
(ঘ) Trochlear
৫০। গ্লাসগাে কোমা স্কেলের সবােচ্চ স্কোর কত?
(ক) ১৫
(খ) ০৯
(গ) ০৩
(ঘ) ০৬
(ক) ডিপিটি
(খ) বিসিজি
(গ) ডিটি
(ঘ) টিটি
৫২। রক্তে অনুচক্রিকা এর কাজ কি?
(ক) অক্সিজেন পরিবহণ
(খ) সংক্রমণ প্রতিরােধ
(গ) রক্ত জমাট বাধতে সাহায্য করা
(ঘ) রক্তের পি এইচ এর পরিমাণ নির্ধারণ করা
(ক) ২
(খ) ৫
(গ) ১০
(ঘ) ১৫
৫৪। নার্সিং প্রসেস এর প্রথম ধাপ হলাে
(ক) প্লানিং
(খ) ডায়াগনেসিস
(গ) এসেসমেন্ট
(ঘ) ইমপ্লিমেন্টেশন
(ক) A
(খ) B
(গ) O
(ঘ) AB
৫৬। নবজাতকের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস এর হার প্রতি মিনিটে কত?
(ক) ২০-৩০ বার
(খ) ৪০-৬০ বার
(গ) ৮০-১২০ বার
(ঘ) ১৬-২০ বার
৫৭। CPR দেওয়ার সময় একজন এডাল্ট রােগীকে মিনিটে কতবার চেষ্ট কম্প্রেশন দিতে হয়?
(ক) ৮০-১০০ বার
(খ) ৫০-৬০ বার
(গ) ১০০-১২০ বার
(ঘ) ৪০-৫০ বার
(ক) কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি পায়
(খ) তীব্র শ্বাস-প্রশ্বাসের সংকট
(গ) রক্তচাপ বৃদ্ধি
(ঘ) ল্যারেনজিয়াল স্নায়ুর ক্ষতি
৫৯। কিভাবে Fetal distress বুঝা যায়?
(ক) Fetal heart rate দেখে
(খ) Fetal weight নির্ণয় করে
(গ) Amniotic fluid এর পরিমাণ দেখে
(ঘ) Maternal blood pressure
(ক) ত্বকের অনুভূতি না থাকা
(খ) উচ্চ রক্তচাপ
(গ) মাংশপেশীর দূর্বলতা
(ঘ) হঠাৎ প্রচন্ড মাথা
(ক) ড্রেসিং
(খ) এন্টিবায়ােটিক
(গ) Fluid রিসাসসিটেশন
(ঘ) ব্যাথা নাশক প্রয়ােগ
৬২। মারমার (Murmur) হলাে—
(ক) ফুসফুসের শব্দ
(খ) হৃদপিন্ডের শব্দ
(গ) পাকস্থলির শব্দ
(ঘ) যকৃতের শব্দ
(ক) ৯৩%
(খ) ৯২%
(গ) ৯৫%
(ঘ) ৯৭%
৬৪। নবজাতকের সময়কাল কতদিন?
(ক) ১ মাস
(খ) ২৮ দিন
(গ) ২ মাস
(ঘ) ২৫ দিন
(ক) ভিপামিন-এ
(খ) ভিটামিন-ই
(গ) ভিটামিন-সি
(ঘ) ভিটামিন-কে
৬৬। মানুষের শরীরে কতভাগ পানি?
(ক) প্রায় ৫০ ভাগ
(খ) প্রায় ৭০ ভাগ
(গ) প্রায় ৬০ ভাগ
(ঘ) প্রায় ৮০ ভাগ
৬৭। ইপিআই প্রকল্পে সাহায্যকারী সংস্থা কোনটি?
(ক) ইউনেস্কো
(খ) ডব্লিওটিও
(গ) ইউনিসেফ
(ঘ) ইউএনএফপিএ
(ক) মডার্ণ রেজোনেন্স ইমেজিং
(খ) ম্যাগনেটিক রেডিয়েশন ইমেজিং
(গ) মলিকুলার রেজোনেস ইমেজিং
(ঘ) ম্যাগনেটিক রেজোনেস ইমেজিং
৬৯। Eclampsia সাধারণত নিম্নের কোন পরীক্ষা করে বােঝা যায়?
(ক) Pulse
(খ) Blood pressure
(গ) Temperature
(ঘ) Heart sound
(ক) হাইপারগ্লাইসেমিয়া
(খ) জন্ডিস
(গ) কেফালােহেমাটোমা
(ঘ) হাইপােগ্লাইসেমিয়া
(ক) গােসল দিতে হবে
(খ) শ্বাস নিতে সাহায্য করতে হবে
(গ) মায়ের বুকের দুধ খাওয়াতে হবে
(ঘ) মধু খাওয়াতে হবে
৭২। Core temperature কোথায় দেখা হয়?
(ক) মুখ গহ্বর
(খ) বগল
(গ) মলদ্বার
(ঘ) কুচকি
(ক) 3
(খ) 4
(গ) 5
(ঘ) 6
৭৪। কোন রােগের জ্বর ‘step ladder’ ধরনের হয়?
(ক) ম্যালেরিয়া
(খ) চিকেনগুনিয়া
(গ) ডেঙ্গু
(ঘ) টাইফয়েড
(ক) AIDS
(খ) Hepatitis
(গ) Syphilis
(ঘ) Tuberculosis
৭৬। ECG তে সঠিক lead এর পরিমান কত?
(ক) ০৩
(খ) ০৯
(গ) ১২
(ঘ) ০৬
৭৭। breast feeding মায়েদের জন্য কোন জন্মনিয়ন্ত্রণ বড়ি উপযােগী?
(ক) Combined pill
(খ) Sequential pill
(গ) Mini pill
(ঘ) Triphasic pill
(ক) 5-10 mg
(খ) 10-20 mg
(গ) 25-35 mg
(ঘ) 35-50 mg
৭৯। what is the commonest site of bed sore?
(ক) Thigh
(খ) Abdomen
(গ) Back
(ঘ) Secrum
(ক) ৫ টি
(খ) ৬ টি
(গ) ৭ টি
(ঘ) ৮ টি
(ক) >১৫
(খ) >৩০
(গ) >২৪
(ঘ) >২০
৮২। Normal cardiac output প্রতি মিনিটে কত ?
(ক) ৪ লিটার
(খ) ৫ লিটার
(গ) ৬ লিটার
(ঘ) ৭ লিটার
(ক) ৫ মাস বয়সে
(খ) ৮ মাস বয়সে
(গ) ১০ মাস বয়সে
(ঘ) ১২ মাস বয়সে
৮৪। হাসপাতালের বর্জ্য নিরাপদভাবে নিষ্পত্তিকরনের জন্য উপযুক্ত পদ্ধতি কোনটি?
(ক) অনত্র ফেলে দেয়া
(খ) পুড়িয়ে ফেলা
(গ) মাটির নিচে পুতে ফেলা
(ঘ) মিশ্র সারে পরিণত করা
(ক) ৮ই এপ্রিল, ২০২০
(খ) ৩রা এপ্রিল, ২০২০
(গ) ২রা এপ্রিল, ২০২০
(ঘ) ৮ই মার্চ, ২০২০
৮৬। গর্ভাবস্থায় মায়েদের কোন টিকা অত্যাবশ্যকীয়?
(ক) বিসিজি
(খ) ডিপিটি
(গ) টিটি
(ঘ) হাম
৮৭। নিম্নের কোনটি রক্তকে পাতলা করে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায়
(ক) কেসিন
(খ) অ্যামাইনাে এসিড
(গ) ওমেগা ৩ ফ্যাটি এসিড
(ঘ) গ্লুকোজ
(ক) নিউরন
(খ) নিউক্লিয়াস
(গ) নেফ্রন
(ঘ) যকৃত
৮৯। মানব দেহের লিঙ্গ নির্ধারণের জন্য ক্রোমােজমের সংখ্যা কত?
(ক) ২৩ জোড়া
(খ) ২২ জোড়া
(গ) ১ জোড়া
(ঘ) ২ জোড়া
(ক) 0.9 normal saline
(খ) রক্ত দেওয়ার পাশপ্রতিক্রিয়া হলে immediately কি করতে হয় 5% DA
(গ) 5% DNA
(ঘ) Albumin
(ক) Stop blood transfusion
(খ) Give dexamethason
(গ) Give antihistamin
(ঘ) Give adrenalin
৯২। কোন ভ্যাকসিনটি ইন্ট্রাডারমাল দেওয়া হয়?
(ক) বিসিজি
(খ) মামস
(গ) কলেরা
(ঘ) ডিপথেরিয়া
(ক) 1.7/1000 live birth
(খ) 1.47/1000 live birth
(গ) 2.7/1000 live birth
(ঘ) 0.7/1000 live birth
৯৪। Maslow-এর hierarchy of need অনুযায়ী কোনটি প্রথম পর্যায়ের ?
(ক) Affection need
(খ) Physiological need
(গ) Recognition need
(ঘ) Safety need
(ক) কেলিস fracture
(খ) পটস fracture
(গ) গ্রীনস্টিক fracture
(ঘ) প্যাথলজিক্যাল fracture
৯৬। ডিমের সাদা অংশে কোন ধরনের প্রটিন থাকে ?
(ক) অ্যালবুমিন
(খ) লাইপেপ্রােটিন
(গ) লেসিথিন
(ঘ) কোনটিই নয়
৯৭। নবজাতকের কত ওজন হলে জন্মের ওজন কম বলা হয় ?
(ক) ১.৫ কেজির কম
(খ) ২ কেজি কম
(গ) ২.৫ কেজি কম
(ঘ) ৩ কেজি কম
(ক) the thyroid gland
(খ) the adrenal gland
(গ) the pituitary gland
(ঘ) the thymus
৯৯। কোন ভিটামিন তাপে নষ্ট হয়—
(ক) ভিটামিন এ
(খ) ভিটামিন বি
(গ) ভিটামিন সি
(ঘ) ভিটামিন ডি
(ক) এ্যাস্কারিয়াসিস
(খ) ডাউন সিনড্রোম
(গ) এইডস
(ঘ) নেফ্রটিক সিনডােম
কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....
70. er a hobe. R 78. ar b hobe
সদ্য জন্ম নেওয়া বাচ্চার খিঁচুনির কারণ হাইপোগ্লাইসেমিয়া,৭০ নাম্বার এর সঠিক উত্তর (ঘ)