পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন শেষ: ১০/০৫/২১ ইং
পদ সংখ্যা:মোট ১২ টি
যোগ্যতা
:
ডিপ্লোমা/ বি.এস.সি নার্সিং এবং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে।
অভিজ্ঞতা: লাগবে
আবেদন ফি: লাগবেনা
বেতন: আলোচনার মাধ্যমে

আবেদন পক্রিয়া: ইমেইলে বা সরাসরি সার্কুলারে দেয়া ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের ঠিকানা: পল্লি মঙ্গল কর্মসূচি ফ্লাট ২এ, ২বি বাড়ী ১২৩, রোড ১৩/এ পশ্চিম ধানমন্ডি, ঢাকা
ইমেইলে আবেদন: [email protected]

ডিপ্লোমা নার্স (১০ জন) শিফ্ট বা রোস্টার ভিত্তিতে হাসপাতালের জরুরী সেবা ব্যবস্থাপনা, ওটি, অভ্যন্তরীন, পোস্ট অপারেটিভ ও অন্যান্য ওয়ার্ড এর কাজ করা, হাসপাতালে থাকা ও জরুরী কল গ্রহন করা । হাসপাতাল এ ৩ বছরের পেশাদার অভিজ্ঞতা থাকতে হবে । বয়স ২২ থেকে ২৬ বছর ।

সিনিয়র নার্স (হসপিটাল ইন-চার্জ) (০১ জন) ডিউটি সময় সকাল ৮ টা হতে বিকাল ৫ টা এর মধ্যে নিয়মিত ভিজিটের মাধ্যমে জুনিয়র নার্স এবং প্যারামেডিকদের তত্ত্বাবধান করা, রোস্টার তৈরি, প্রশিক্ষণ, উন্নয়ন , তত্ত্বাবধান, মূল্যায়ন ইত্যাদি করতে হবে । হাসপাতাল এ কাজের কমপক্ষে ৫ বছরের পেশাদার অভিজ্ঞতা থাকতে হবে । বয়স ২২ থেকে ৩৫ বছর ।

সিনিয়র নার্স (ওটি) (০১ জন) অপারেশন থিয়েটার এবং পোস্ট অপারেটিভ ওয়ার্ড ম্যানেজমেন্ট করা, জুনিয়র নার্সকে প্রশিক্ষণ প্রদান করা , রোস্টার দায়িত্বপালন । হাসপাতাল এ কাজের কমপক্ষে ৩ বছরের পেশাদার অভিজ্ঞতা থাকতে হবে । বয়স ২৫ থেকে ৩৫ বছর ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url