Nursing Notice and Information

০৮।BPSC (Midwifery) Written Exam Date:
গত ২৮/১২/২০২০ ইং তারিখের মিডওয়াইফদের অনুষ্ঠিত প্রিলি পরীক্ষার বিপরীতে লিখিত পরীক্ষার সময় প্রকাশ করেছে আজ কর্তৃপক্ষ।  বিস্তারিত দেখুন....
Last update: 28.02.2021

০৭।BPSC নার্সিং প্রিলি পরীক্ষার রেসাল্ট:
স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স [১০ম গ্রেড] পদের বাছাই পরীক্ষার (MCQ type) ফলাফল প্রকাশ হয়েছে আজ। বিস্তারিত দেখুন.....
Last update: 28.02.2021

০৬।BPSC Written Exam Date:
গত ২৮/১২/২০২০ ইং তারিখের মিডওয়াইফদের অনুষ্ঠিত প্রিলি পরীক্ষার বিপরীতে লিখিত পরীক্ষার সময় মার্চ মাসেই জানানো হবে বলে জানা যায়।
Last update: 27.02.2021
 
০৫। ইসলামি ব্যাংক হাসপাতালের ভাইবা:
চলমান ইসলামী ব্যাংকের সার্কুলারের বিপরীতে আগামী মাসের ১৫ তারিখে সাতক্ষীরা হাসপাতাল, ২৭, ২৮, ২৯ ও ৩০ তারিখে ঢাকা হাসপাতালের ভাইবা হবে বলে জানান কর্তৃপক্ষ, [বাকি হাসপাতালগুলের তথ্য হাতে আসলে জানানো হবে ]
Last update: 27.02.2021

০৪। এভারকেয়ারে নার্স নিয়োগ :
এভারকেয়ারের অধীনস্ত নতুন দুইটি হাসপাতালে প্রায় ১৫০ জন নার্স নিয়োগের উদ্দ্যেশ্যে মার্চ মাসের শেষ দিকে নতুন সার্কুলার আসবে বলে জানান কর্তৃপক্ষ। নিয়োগে কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবেনা
Last update: 27.02.2021

০৩। বার্ডেম হাসপাতালে আবেদনের সময় বৃদ্ধিকরণ :
হাসপাতালের ১৫ নং কাউন্টার থেকে (নিচতলা হাতের বামে) আগামি ১৩ই মার্চ ২০২১ ইং পর্যন্ত ফ্রম উঠানো এবং জমা দেয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
Last update: 25.02.2021

০২। ICDDRB এর নিয়োগ পরীক্ষা:
গত ২৫/০২/২১ ইং তারিখের অনলাইন পরীক্ষা থেকে কোনো প্রকার বাছাই প্রক্রিয়া হবেনা
চূরান্ত লিখিত পরীক্ষা আগামি ১৫ দিনের মদ্ধে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা অনলাইনে নেয়া হলে সকলেই অংশ নিতে পারবেন কিন্তু ঢাকা হাসপাতালে সরাসরি নেয়া হলে শর্ট লিস্ট করা হবে।
Last update: 25.02.2021

০১। BTEB এর অধীনে নার্সিং 
BTEB ডিপ্লোমা নার্সিং বন্ধ না করে নতুন পদ সৃষ্টি করা যায় কিনা, এ নিয়ে আলোচনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পদ সৃষ্টি করা হলে দুইটি গ্রেডে নার্স নিয়োগ হবে, যথা: ৯ম এবং ১০ম। ১০ম গ্রেডে BTEB নার্সগণ বহাল থাকলে ৯ম গ্রেডে বর্তমান BNMC ডিপ্লোমা/ বি.এস.সি দেয়া হবে।
Last update: 23.02.2021
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url