গাক চক্ষু হাসপাতাল এবং ডায়াগনােষ্টিক সেন্টারে নার্স নিয়ােগ বিজ্ঞপ্তি

গাক চক্ষু হাসপাতাল এবং ডায়াগনােষ্টিক সেন্টার গ্রাম উন্নয়ন কর্ম (GUK) এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ২০১৪ সালে গাক বগুড়ায় একটি অত্যাধুনিক মানের দরিদ্রবান্ধব চক্ষু হাসপাতাল স্থাপনের মাধ্যমে সাধারণ জনগণ এবং গাক এর সদস্যদের স্বল্প মূল্যে মানসম্মত চক্ষু চিকিৎসা সেবা প্রদান করে আসছে। উক্ত চক্ষু হাসপাতাল এবং ডায়াগনােষ্টিক সেন্টারের কার্যক্রম ঢাকা ও দিনাজপুরে সম্প্রসারণের লক্ষ্যে নিম্নলিখিত পদে জনবল নিয়ােগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ 

 আবেদন শুরু: ১২/০২/২০ ইং
 আবেদন শেষ: ১১ /০৩/ ২০ ইং
 পদ সংখ্যা
রিফ্রাকশনিষ্ট- ৬টি
: নার্স- ১২টি
 যোগ্যতা
: ডিপ্লোমা ইন নার্সিং/ কারিগরি (৪ বছরের কোর্স সম্পন্ন)
 অভিজ্ঞতা: অভিজ্ঞতা থাকতে হবে।
 বেতন: ৮,০০০/- থেকে ১৮,০০০/- টাকা

অধিকতর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলােচনা সাপেক্ষ। মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকুরী বিধিমালা অনুযায়ী বৈশাখী ভাতাসহ বছরে ৩টি উৎসব ভাতা এবং যাতায়াত সুবিধা প্রাপ্য হবেন।

আবেদন পক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আগামী ১১ মার্চ ২০২১ তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত, মােবাইল নম্বর, শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা উল্লেখপূর্বক সহকারী পরিচালক, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবরে আবেদন করতে হবে 
অথবা [email protected] তে ই-মেইলে প্রেরণ করতে হবে।

মূল সারকুলারটি প্রকাশিত হয় (১২/০২/২০ ইং) "প্রথম আলো" পত্রিকায়

১। কনসালটেন্ট বিশেষজ্ঞ)ঃ পদ সংখ্যা-৩টি। শিক্ষাগত যােগ্যতাঃ এমবিবিএসসহ ডিপ্লোমা ইন অবথলমােলজি/এমএস/এফসিপিএস। যে কোন চক্ষু হাসপাতালে/ক্লিনিকে চক্ষু সার্জন হিসেবে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা এবং চক্ষু রােগীদের সকল প্রকার অপারেশন (SICS ও Phaco সহ) করার দক্ষতা থাকতে হবে । বেতনঃ ২.০০ লক্ষ থেকে ৩.০০ লক্ষ টাকা (এ ছাড়াও প্রতিটি সার্জারীর বিপরীতে আকর্ষণীয় ইনসেনটিভ প্রাপ্য হবেন)। অধিকতর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলােচনা সাপেক্ষ। ২। জুনিয়র কনসালটেন্ট (চক্ষু বিশেষজ্ঞ)ঃ পদ সংখ্যা-৫টি। শিক্ষাগত যােগ্যতাঃ এমবিবিএসসহ ডিপ্লোমা ইন অবথলমােলজি। যে কোন চক্ষু হাসপাতালে/ক্লিনিকে চক্ষু সার্জন হিসেবে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা এবং চক্ষু রােগীদের সকল প্রকার অপারেশন (SICS ও Phaco সহ) করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বেতনঃ ৮০,০০০/- থেকে ১,৫০,০০০/- টাকা (এ ছাড়াও প্রতিটি সার্জারীর বিপরীতে আকর্ষণীয় ইনসেনটিভ প্রাপ্য হবেন)। অধিকতর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলােচনা সাপেক্ষ। ৩। মেডিকেল অফিসারঃ পদ সংখ্যা-৬টি। শিক্ষাগত যােগ্যতাঃ এমবিবিএস। যে কোন চক্ষু হাসপাতালে/ক্লিনিকে মেডিকেল অফিসার হিসেবে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন। প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বেতনঃ ৩৫,০০০/- থেকে ৪০,০০০/- টাকা। অধিকতর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলােচনা সাপেক্ষ। ৪। ম্যানেজার (চক্ষু হাসপাতাল)ঃ পদ সংখ্যা-২টি। শিক্ষাগত যােগ্যতাঃ যে কোন বিষয়ে স্নাতকোত্তর/সমমান। যে কোন চক্ষু হাসপাতাল/ক্লিনিকে ম্যানেজার হিসেবে ন্যূনতম ৩ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বেতনঃ ৪০,০০০/- থেকে ৬০,০০০/- টাকা । অধিকতর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলােচনা সাপেক্ষ। ৫। ম্যানেজার (ডায়াগনােষ্টিক)ঃ পদ সংখ্যা-৩টি। শিক্ষাগত যােগ্যতাঃ যে কোন বিষয়ে স্নাতকোত্তর/সমমান। যে কোন ডায়াগনােষ্টিক সেন্টারে ন্যূনতম ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে । বেতনঃ ৪০,০০০/- থেকে ৬০,০০০/- টাকা । অধিকতর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলােচনা সাপেক্ষ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url