অনলাইন পরীক্ষা– ০৮ (তারিখ: ১৩/০১/২০২১) সিনিয়র স্টাফ নার্স নিয়োগ

আজকের পরিক্ষা শেষ, পরের পরীক্ষা আগামিকাল রাত ১০ টা ৩০ মিনিটে।
আজকের পরীক্ষার রেসাল্ট ১১:২০ মিনিটে সকলের ইমেইলে নিজ নিজ  উত্তরসমূহের কপি প্রেরণ করা হয়েছে। সাথে উত্তরপত্র রয়েছে। 
তবে মেরিট বা মেধাক্রমে সিরিয়াল  এখানে রাত ১ টায় দেয়া হবে। তাছাড়া ফেজবুক গ্রুপেও দেয়া হবে

আজকের পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান  এবং টেকনিক্যাল থেকে ৫০টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে মেরিট রেসাল্টের ক্ষেত্রে।


আজ মোট পরীক্ষার্থী  : ৬০
পরীক্ষার শেষে জমা দিয়েছেন: ৫৩৮ জন
জমা দেননি বা সময় না থাকায় জমা দিতে পারেননি : ৬৩ জন

যারা এই পরীক্ষা দিতে পারেননি তারা এখন পরীক্ষাটি দিতে পারবেন। তবে এখন পরীক্ষা দিলে কোনো মেরিট রেসাল্ট প্রকাশ হবেনা। মেরিট শুধু রাত ১০টা ৩০ মিনিটের পরীক্ষায় দেয়া হয়। পরীক্ষাটি  এখন দিতে নিচে ক্লিক করুন



Merit Result 




এই পরীক্ষার সকল প্রশ্নের সঠিক উত্তর নিচে দেয়া হলোঃ
০১। নার্সিং ও মিডওয়াইফেরি অধীদপ্তর (DGNM) নামকরণ করা হয় কত সালে?
(ক) ২০১৩ সালে
(খ) ২০১৪ সালে
(গ) ২০১৫ সালে
(ঘ) ২০১৬ সালে √

০২। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
(ক) সংস্কৃত
(খ) বাংলা
(গ) অস্ট্রিক √
(ঘ) হিন্দী

০৩। উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়?
(ক) ১২৯৮ সালে
(খ) ১৩৯৮ সালে
(গ) ১৪৯৮ সালে √
(ঘ) ১৫৯৮ সালে

০৪। চীনের পর দ্বিতীয় জনবহুল দেশ হচ্ছে—
(ক) ভারত √
(খ) ইন্দোনেশিয়া
(গ) যুক্তরাষ্ট্র
(ঘ) নাইজেরিয়া

০৫। জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত?
(ক) ষষ্ঠ
(খ) দশম
(গ) সপ্তম
(ঘ) অষ্টম √

০৬। কোন প্রতিষ্ঠানের উদ্যোগে ‘বাংলা পিডিয়া’ প্রকাশিত হয়েছিল?
(ক) শিল্পকলা একাডেমী
(খ) বাংলা একাডোমী
(গ) ঢাকা বিশ্ববিদ্যালয়
(ঘ) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি √

০৭। বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
(ক) চণ্ডীদাস √
(খ) বিদ্যাপতি
(গ) জ্ঞানদাস
(ঘ) আলাওল

০৮। বিশ্ব ক্যান্সার দিবস কত তারিখে?
(ক) ৪ জানুয়ারি
(খ) ৪ ফেব্রুয়ারি √
(গ) ১৮ মার্চ
(ঘ) ১৭ এপ্রিল

০৯। দূরপ্রাচ্যের দেশ—
(ক) ওমান
(খ) জাপান √
(গ) সিরিয়া
(ঘ) ভিয়েতনাম

১০। ‘করনার স্টোন অব্ পিস’ এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে-
(ক) ম্যাকাও
(খ) হাইতি
(গ) ওকিনাওয়া √
(ঘ) ভিয়েতনাম

১১। পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) বিভূতিভূষণ
(ঘ) সৈয়দ মুজতবা আলী √

১২। বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়?
(ক)  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) রাজা রামমোহন রায়
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর √

১৩।বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম কি?
(ক) আলালের ঘরের দুলাল √
(খ) গোরা
(গ) দুর্গেশনন্দিনী
(ঘ) হুতোম প্যাঁচার নকশা

১৪। কোনটি নির্ভুল?
(ক) দূঃ+ঘটনা=দূর্ঘটনা
(খ) দূর+ঘটনা=দূর্ঘটনা
(গ) দুঃ+ঘটনা=দুর্ঘটনা √
(ঘ) দুর+ঘটনা=দুর্ঘটনা

১৫। তুলতুলা> লুতলুতা কোন ধরনের ধ্বনি পরিবর্তন ?
(ক) সমাক্ষর লোপ
(খ) সমীকরণ
(গ) ব্যজ্ঞনচ্যুতি
(ঘ) ধ্বনিবিপর্যয় √

১৬। বিমসটেক কি ধরনের সংগঠন?
(ক) রাজনৈতিক
(খ) সামাজিক
(গ) নিরাপত্তা প্রদানকারী
(ঘ) অর্থনৈতিক √

১৭। Identify the correct sentence __
(ক) He fall down due to his own carelessness.
(খ) His fall was due to his own carelessness. √
(গ) He fell down due to his own fal
(ঘ) He fell down due to the stairs of his won carelessness

১৮। Now a days many villages are lit __ Electricity. Which is the correct preposition in the above blank ?
(ক) with √
(খ) by
(গ) from
(ঘ) on

১৯। The verb ‘succumb’ means—
(ক) achieve
(খ) submit √
(গ) win
(ঘ) conquer

২০। He is named — his father. 
(ক) to
(খ) of
(গ) with
(ঘ) after √

২১। Which one is a noun ?
(ক) at √
(খ) with
(গ) on
(ঘ) of

২২। Which one means 'unlimited power'?
(ক) Omnipresent
(খ) Omniscient
(গ) Omnipotent √
(ঘ) Omnibus

২৩। Maiden speech 'means—
(ক) Late speech
(খ) Early speech
(গ) Final speech
(ঘ) First speech √

২৪। Smoking is detrimental — health.
(ক) for
(খ) with
(গ) after
(ঘ) to √

২৫। Rina is — than Debi.
(ক) beautiful
(খ) more beautiful √
(গ) most beautiful
(ঘ) as beautiful

২৬। সােভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর আয়তনে পৃথিবীরবৃহত্তম দেশ কোনটি?
(ক) চীন
(খ) কানাডা
(গ) যুক্তরাষ্ট্র
(ঘ) রাশিয়া √

২৭। সংস্কৃত উপসর্গের সংখ্যা কয়টি?
(ক) বারােটি
(খ) ষােলটি
(গ) কুড়িটি √
(ঘ) চল্লিশটি

২৮। বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ?
(ক) ৪০তম
(খ) ৫৭তম √
(গ) ৪৭তম
(ঘ) ৬৭তম

২৯। জেল হত্যা দিবস কবে?
(ক) ৩ নভেম্বর √
(খ) ৩ ডিসেম্বর
(গ) ১৫ আগস্ট
(ঘ) ১৪ ডিসেম্বর

৩০। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
(ক) বর্ণ
(খ) শব্দ
(গ) অক্ষর
(ঘ) ধ্বনি √

৩১। কোন রােগটি বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হয়েছে?
(ক) টিটেনাস
(খ) পােলিও √
(গ) হাম
(ঘ) জলাতঙ্ক

৩২। পাগলা কুকুর কামড়ালে কোন রোগ হতে পারে?
(ক) সেপটিসেমিয়া
(খ) জলাতঙ্ক
(গ) ধনুষ্টঙ্কার
(ঘ) জলাতঙ্ক, ধনুষ্টঙ্কার √

৩৩। জিকা ভাইরাস কোন মসার কামড়ে হয়? 
(ক) Ades Mosquito √
(খ) Taste Fly
(গ) House fly
(ঘ) Culex mosquito

৩৪। মানু্ষের কত জোরা Cranial Nerve আছে?
(ক) ৬ জোরা
(খ) ৮ জোরা
(গ) ১২ জোরা √
(ঘ) ১০ জোরা

৩৫। মেনিনজাইটিস হলো......
(ক) শরীর পাতলা অনুভব হওয়া
(খ) স্নায়ু রজ্জুর প্রদাহ
(গ) মস্তিস্ক আবরণীর প্রদাহ √
(ঘ) স্নায়ু কোষের প্রদাহ

৩৬। ইবিরিয়া কোন দেশের এয়ার লাইন্সের নাম?
(ক) স্পেন √
(খ) বাংলাদেশ
(গ) সৌদি আরব
(ঘ) জাপান

৩৭। যে নারী জীবনে একটিমাত্র সন্তান প্রসব করেছে তাকে কী বলে?
(ক) বন্ধ্যা
(খ) কাকবন্ধ্যা √
(গ) অনূঢ়া
(ঘ) ফুলটুসি

৩৮। STD কোনটি?
(ক) Gonorrhoea √
(খ) Cancer
(গ) Tetanus
(ঘ) Small Pox

৩৯। গর্ভাবস্থায় মায়েদের জন্য অত্যাবশকীয় টিকা কোনটি?
(ক) TT √
(খ) OPV
(গ) BCG
(ঘ) DPT

৪০। পােলিও রােগের টিকার নাম কি?
(ক) DPT
(খ) OPV √
(গ) BCG
(ঘ) TT

৪১। Abortion বলা হয় কত সপ্তাহের আগে?
(ক) ২৮ √
(খ) ২৯
(গ) ৩০
(ঘ) ৩৬

৪২। বিলিরুবিন কোথায় তৈরি হয়?
(ক) রক্তে
(খ) কিডনীতে
(গ) লিভারে √
(ঘ) অস্থিতে

৪৩। Female urethra এর length—
(ক) 4 cm √
(খ) 6 cm
(গ) 8 cm
(ঘ) 12 cm

৪৪। Most Common organism of diarrhea in children?
(ক) Rota virus √
(খ) E. coil
(গ) V. cholera
(ঘ) Salmonella

৪৫। Which drug is used in nebulization?
(ক) Adrenalin
(খ) Dexamethasone
(গ) Hydrocortisone
(ঘ) Salbutamol √

৪৬। Which one is antibiotic? 
(ক) Meropenem √
(খ) Frusemide
(গ) Phenobarbitone
(ঘ) Omeprazole

৪৭। When to start breast feeding in a newborn of diabetic mother?
(ক) Within one hour
(খ) Just after birth
(গ) As early as possible √
(ঘ) Within six hours
 
৪৮। Ideal distance of phototherapy machine from a baby is?
Question Type
(ক) 45 cm
(খ) 25 cm √
(গ) 60 cm
(ঘ) 40 cm

৪৯। পেনিসিলিন কে আবিষ্কার করেন?
(ক) আলেকজান্ডার গ্রাহামবেল
(গ) আলেকজান্ডার ফ্লেমিং √
(ঘ) উইলিয়াম হার্ভে

৫০। মায়ের শাল দুধে থাকে-
(ক) ক্যালসিয়াম
(খ) আয়োডিন
(গ) ফসফরাস
(ঘ) কলোস্ট্রাম √
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url