অনলাইন পরীক্ষা– ১৩ (তারিখ: ২০/০১/২০২১) সিনিয়র স্টাফ নার্স নিয়োগ

আজকের পরিক্ষা শেষ, পরের পরীক্ষা আগামিকাল রাত ১০ টা ৩০ মিনিটে।
আজকের পরীক্ষার রেসাল্ট  সকলের ইমেইলে প্রেরণ করা হবে। সাথে উত্তরপত্র থাকবে। 
তবে মেরিট বা মেধাক্রমে সিরিয়াল  এখানে রাত ১ টার পরে দেয়া হবে। তাছাড়া ফেজবুক গ্রুপেও দেয়া হবে।

আজকের পরীক্ষায় বাংলা (২০), ইংরেজি (২০),  সাধারণ জ্ঞান(২০)  এবং টেকনিক্যাল থেকে ৪০ টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে মেরিট রেসাল্টের ক্ষেত্রে।


আজ মোট পরীক্ষার্থী  : ৭১৬ জন
পরীক্ষার শেষে জমা দিয়েছেন: ৭০৯ জন
জমা দেননি বা সময় না থাকায় জমা দিতে পারেননি : ০৭ জন

যারা পরীক্ষাটি দিতে পারেননি, তারা চাইলে এখন দিতে পারবেন, মেরিট রেসাল্ট শুধু রাত ১০ টা ৩০ মিনিটের পরীক্ষার ক্ষেত্রে দেয়া হয়।

Merite List

এই পরীক্ষার উত্তরসমূহ নিম্নরূপ:

০১। পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবী কে উত্থাপন করেন?
(ক) আব্দুল মতিন
(খ) ধীরেন্দ্রনাথ দত্ত √
(গ) শেরে বাংলা এ কে ফজলুল হক
(ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী

০২। "সোয়াচ অব নো গ্রাউন্ড" কোথায় অবস্থিত?
(ক) যমুনা নদীতে
(খ) বঙ্গোপসাগরে √
(গ) মেঘনার মোহনায়
(ঘ) সন্দীপ চ্যানেলে

০৩। ম্যানগ্রোভ কি?
(ক) উপকূলীয় বন √
(খ) মানব সৃষ্ট উপকূলীয় বন
(গ) মানব সৃষ্ট গাছ
(ঘ) মানব সৃষ্ট লনা গাছ

০৪। মাশরুম এক ধরনের __
(ক) অপুষ্পক উদ্ভিদ
(খ) পরজীবী উদ্ভিদ
(গ) ফাঙ্গাস √
(ঘ) অর্কিড

০৫। বাসা বাড়ীতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো-
(ক) ৫০ হার্জ √
(খ) ২২০ হার্জ
(গ) ২০০ হার্জ
(ঘ) ১০০ হার্জ

০৬। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
(ক) ৩:২
(খ) ৬:৪
(গ) ৪:৫
(ঘ) ৫:৩ √

০৭। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যে নয় ?
(ক) পঞ্চগড়
(খ) সাতক্ষীরা
(গ) হবিগঞ্জ
(ঘ) কক্সবাজার √

০৮। গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা কোন দেশ
(ক) কানাডা
(খ) যুক্তরাষ্ট্র
(গ) যুক্তরাজ্য
(ঘ) ডেনমার্ক √

০৯। রেডক্রস এর সদর দপ্তর কোথায়?
(ক) জেনেভা √
(খ) নিউ ইয়র্ক
(গ) জেদ্দা
(ঘ) রোম

১০। প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
(ক) ঢাকা
(খ) নয়াদিল্লী
(গ) কলম্বো
(ঘ) কাঠমুন্ডু √

১১। ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
(ক) কলাপী
(খ) নীরধি
(গ) বিটপী √
(ঘ) অবনি

১২। কোনটি ‘বাতাস’ শব্দের সমর্থক শব্দ নয় ?
(ক) পাবক √
(খ) অনিল
(গ) মারুত
(ঘ) পবন

১৩। গাছ পাথর’ বাগধারাটির অর্থ-
(ক) ভূমিকা করা
(খ) হিসাব-নিকাশ √
(গ) সরল বাক্য
(ঘ) বাড়াবাড়ি করা

১৪। ভাষার ক্ষুদ্রতম একক কোন্টি?
(ক) বর্ণ
(খ) শব্দ
(গ) অক্ষর
(ঘ) ধ্বনি √

১৫। কোনটি শুদ্ধ বানান ?
(ক) আকাংখা
(খ) আকাঙ্ক্ষা √
(গ) আকাক্ষা
(ঘ) আকাংক্ষা

১৬। মৌলিক শব্দ কোনটি?
(ক) গোলাপ √
(খ) শীতল
(গ) নেয়ে
(ঘ) গৌরব

১৭। কোন বানানটি শুদ্ধ?
(ক) মুমুর্ষু
(খ) মুমূর্ষু √
(গ) মূমুর্ষু
(ঘ) মূমূর্ষু

১৮। ‘কর্মে যার ক্লান্তি নেই’ ‒ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
(ক) ক্লান্তিহীন
(খ) অক্লান্ত
(গ) অক্লান্ত কর্মী √
(ঘ) অবিশ্রাম

১৯। প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর √
(গ) রামমোহন রায়
(ঘ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

২০। ‘আবোল-তাবোল’ কার লেখা?
(ক) উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
(খ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
(গ) সুকুমার রায় √
(ঘ) সত্যজিৎ রায়

২১। জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
(ক) স্বস্তি পরিষদে
(খ) সাধারণ পরিষদের অধিবেশনে √
(গ) ইকোসোকে (ECOSOC)
(ঘ) ইউনেসকোতে (UNESCO)

২২। ঐতিহাসিক ২১-দফা দাবির প্রথম দাবিটি কী ছিল ?
(ক) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা √
(খ) প্রাদেশিক স্বায়ত্তশাসন
(গ) পূর্ববাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
(ঘ) বিনা ক্ষতিপূরণে জমিদারী উচ্ছেদ

২৩। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?
(ক) ১২০৬
(খ) ১৬১০ √
(গ) ১৩১০
(ঘ) ১৫২৬

২৪। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী –
(ক) প্রবাসী শ্রমিক
(খ) পাট
(গ) রেডিমেড গার্মেন্টস √
(ঘ) চামড়া

২৫। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
(ক) ৪২
(খ) ২৫ (৭)
(গ) ২৮ (৪) √
(ঘ) ৪০ (৩)

২৬। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
(ক) চাঁদপুর
(খ) সিরাজগঞ্জ
(গ) গোয়ালন্দ √
(ঘ) ভোলা

২৭। সার্কভুক্ত দেশ গুলোর মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
(ক) নেপালে
(খ) মালদ্বীপে √
(গ) শ্রীলংকায়
(ঘ) বাংলাদেশে

২৮। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৫১
(খ) ১৯৪১
(গ) ১৯৪৫ √
(ঘ) ১৯৪৯

২৯। বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছিলেন___
(ক) ০৮ মে, ২০২০
(খ) ০৪ মে, ২০২০
(গ) ৮ মার্চ, ২০২০ √
(ঘ) ০৪ মার্চ, ২০২০

৩০। বাংলাদেশ কমনওয়েলথ এর কততম সদস্য?
(ক) ১৩৬ তম
(খ) ১৯৬ তম
(গ) ৩২ তম √
(ঘ) ৩৬ তম

৩১। I am in the process of collecting "material" for my story. The quoted word is --
(ক) Verb
(খ) Adverb
(গ) Noun √
(ঘ) Adjective

৩২। The "climax" of a plot is what happens —
(ক) in the beginning
(খ) at the height √
(গ) at the end
(ঘ) in the confrontation

৩৩। What would be the right synonym for 'initiative'?
(ক) apathy
(খ) enterprise √
(গ) indolence
(ঘ) activity

৩৪। It is time to review the "protocol" on testing nuclear weapons. Here the quoted word means —
(ক) Record of rules √
(খ) Procedures
(গ) Summary of rules
(ঘ) Problems

৩৫। What would be the best antonym of "hibernate"?
(ক) dormancy
(খ) sluggishness
(গ) liveliness √
(ঘ) democracy

৩৬। Fill in the blank of the following sentence with the right form of verb. if  I _____  a king!
(ক) shall be
(খ) am
(গ) was
(ঘ) were √

৩৭।  Select the alternative which best expresses the meaning of the given sentence: "We were no more surprised than Rahman"
(ক) We were less surprised than Rahman
(খ) We were all surprised
(গ) Rahman was less surprised than us
(ঘ) We were as surprised as Rahman √

৩৮। Identify the incorrect word/phrase in the following sentence: 'Every' man or woman 'should' vote 'for' the candidate of 'their' choice.
(ক) Every
(খ) should
(গ) for
(ঘ) their √

৩৯। Antonym for "Oblige"
(ক) Bind
(খ) Bother
(গ) Require
(ঘ) Censure √

৪০। Do not worry, English grammar is not— to understand. Which of the following does best fit in the blank space?
(ক) so difficult
(খ) very difficult
(গ) too difficult √
(ঘ) difficult enough

৪১। যার কোন মূল্য নেই,তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হয়?
(ক) ডাকাবুকা
(খ) তুলসী বনের বাঘ
(গ) তামার বিষ
(ঘ) ঢাকের বাঁয়া √

৪২। বাংলা লিপির উৎস কী?
(ক) সংস্কৃত লিপি
(খ) চীনা লিপি
(গ) আরবি লিপি
(ঘ) ব্রাহ্মী লিপি √

৪৩। কোনটি বিশেষণ বাক্যের শব্দ?
(ক) জীবন
(খ) জীবনী √
(গ) জীবিকা
(ঘ) জীবাণু

৪৪। রত্নাকর ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করুন -
(ক) রত্মা + কর
(খ) রত্ন + কর
(গ) রত্মা + আকার
(ঘ) রত্ম + আকর √

৪৫। রূপসী বাংলার কবি-
(ক) জসীমউদ্দীন
(খ) জীবনানন্দ দাশ √
(গ) কালিদাস রায়
(ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

৪৬। এক কথায় প্রকাশ করচন- ‘যা বলা হয় নি'-
(ক) অউক্ত
(খ) অব্যক্ত
(গ) অনুক্ত √
(ঘ) ব্যক্ত

৪৭। শুদ্ধ বাক্যটি চিহ্ণিত করন -
(ক) বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
(খ) বিদ্যান ব্যক্তিগ দারিদ্রতার শিকার হন
(গ) বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন √
(ঘ) বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন

৪৮। কোন বানানটি শুদ্ধ?
(ক) পাষাণ √
(খ) পাষান
(গ) পাসান
(ঘ) পাশান

৪৯। "গম্ভীরা" বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
(ক) চট্টগ্রাম
(খ) জামালপুর
(গ) চাঁপাইনবাবগঞ্জ √
(ঘ) রংপুর

৫০। ‘নির্বাচিত ১০০ ভাষণ (২০১৪-২০১৭)’ বইটির লেখক কে?
(ক) শেখ মুজিবুর রহমান
(খ) শেখ হাসিনা √
(গ) শহীদ জিয়াউর রহমান
(ঘ) খালেদা জিয়া

৫১। Antonym for "Cynical" -
(ক) Pessimistic
(খ) Gullible
(গ) Equivocal
(ঘ) Liberal √

৫২। Choose the wrong sentence:
(ক) He was always arguing with his brother.
(খ) His failure resulted for lack of attention. √
(গ) When will you write to him about your plan?
(ঘ) Who was the boy you were all laughing at?

৫৩। Now a days many villages are lit __ Electricity. Which is the correct preposition in the above blank ?
(ক) with √
(খ) by
(গ) from
(ঘ) on

৫৪। Which one is a noun ?
(ক) at √
(খ) with
(গ) on
(ঘ) of

৫৫। 'He is out of luck'-এর বাংলা অনুবাদ
(ক) তার কপাল পুড়েছে
(খ) সে ভাগ্যের বাইরে
(গ) তার পােড়া কপাল √
(ঘ) তার ভাগ্য দূরে

৫৬। Choose the correctly spelled word from th given options.
(ক) Volantory
(খ) Volantary
(গ) Voluntary √
(ঘ) Voluntory

৫৭। She has cast her old friend —.
(ক) inside
(খ) aside √
(গ) outside
(ঘ) away

৫৮। He did not let me — the guitar.
(ক) to play
(খ) play √
(গ) playing
(ঘ) could play

৫৯। Which sentence is correct ?
(ক) This is an unique case
(খ) This is a unique case √
(গ) This is a very unique case
(ঘ) This is the most unique case

৬০। Please keep an ___ on the baby.
(ক) hand
(খ) ear
(গ) apple
(ঘ) eye √

৬১। রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায়?
(ক) লোহিত অস্থিমজ্জায় √
(খ) তরুণাস্থিতে
(গ) প্লীহায়
(ঘ) যকৃতে

৬২। কালাজ্বরের জীবাণুবাহক কোনটি?
(ক) এনোফিলিশ মশা
(খ) এডিস মশা
(গ) বেলে মাছি √
(ঘ) বিছা

৬৩। একটি স্ত্রী জনন মাতৃকোষ থেকে কয়টি ডিম্বাণু সৃষ্টি হয়?
(ক) একটি √
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি

৬৪। Anti -Dimmunoglobulin শিশুর জন্মের পর দেওয়া হয়___
(ক) মাকে √
(খ) নবজাতককে
(গ) বাবাকে
(ঘ) নবজাতকরে রক্ত যদি Rh negative হয়

৬৫। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের কোনটি?
(ক) ফুসফুস √
(খ) যকৃত
(গ) কিডনি
(ঘ) প্লীহা

৬৬। Ideal Ryle's tube feeding should be given in—
(ক) 24 hoursday
(খ) 2 hourly 10 feeds day √
(গ) 2 hourly, 12 feedsday
(ঘ) 12-16 hours day

৬৭। কোন হরমোনে অভাবে শিশু বামন হয়?
(ক) থাইরক্সিন √
(খ) ফাইরক্সিন
(গ) অ্যাডরেনালিন
(ঘ) গ্যাস্টিন

৬৮। কোন ডালের সাথে ল্যাথারাইজম রোগের সম্পর্ক রয়েছে?
(ক) ছোলা
(খ) খেসারী √
(গ) মসুর
(ঘ) কালাই

৬৯। Most of the haman body is made of—
(ক) Oxygen, Hydrogen, carbon √
(খ) Hydrogen, corbon, nitrogen
(গ) Carbon, oxygen, nitrogen
(ঘ) Carbon, nitrogen, calcium

৭০। Which one is damaged red blood cell?
(ক) no. 1
(খ) no. 2
(গ) no. 3 √
(ঘ) no. 4

৭১। When to start breast feeding in a newborn of diabetic mother?
(ক) Within one hour
(খ) Just after birth
(গ) As early as possible √
(ঘ) Within six hours

৭২। পেনিসিলিন কে আবিষ্কার করেন?
(ক) আলেকজান্ডার গ্রাহামবেল
(খ) আব্রাহাম লিংকন
(গ) আলেকজান্ডার ফ্লেমিং √
(ঘ) উইলিয়াম হার্ভে

৭৩। পাগলা কুকুর কামড়ালে কোন রোগ হতে পারে?
(ক) সেপটিসেমিয়া
(গ) হাপানি
(গ) ধনুষ্টঙ্কার √
(ঘ) পোলিও

৭৪। Which one is antibiotic? 
(ক) Amoxicillin √
(খ) Frusemide
(গ) Phenobarbitone
(ঘ) Omeprazole

৭৫। Most Common organism of diarrhea in children?
(ক) Rota virus √
(খ) E. coil
(গ) V. cholera
(ঘ) Salmonella

৭৬। নিউরন দিয়ে নিচের কোনটি গঠিত?
(ক) ফুসফুস
(খ) গলাবলি
(গ) পাকস্থলি
(ঘ) মস্তিস্ক √

৭৭। মানু্ষের কত জোরা Cranial Nerve আছে?
(ক) ৬ জোরা
(খ) ৮ জোরা
(গ) ১২ জোরা √
(ঘ) ১০ জোরা

৭৮। বিলিরুবিন কোথায় তৈরি হয়?
(ক) রক্তে
(খ) কিডনীতে
(গ) লিভারে √
(ঘ) অস্থিতে

৭৯। কোন বিজ্ঞানী রােগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
(ক) লুই পাস্তুর √
(খ) প্রিস্টলি
(গ) ডারউইন
(ঘ) ল্যাভয়েসিয়ে

৮০। Mismatched Blood Transfusion-এর তাৎক্ষণিক ব্যবস্থা কি নিতে হবে?
(ক) Antibiotic ও অক্সিজেন শুরু করা
(খ) Blood দেয়া বন্ধ করে Steroid দেয়া √
(গ) I/V স্যালাইন ও জ্বরের ওষুধ দেয়া
(ঘ) I/V Lasix স্যালাইন ও Oxygen দেয়া।

৮১। Server Anaphylaxis এর তাৎক্ষণিক চিকিত্স কি?
(ক) Atropine
(খ) Adrenaline √
(গ) Digoxin
(ঘ) Amynophilline
 
৮২। কোনটি Upper Limb এর বােন নয়?
(ক) Femur √
(খ) Ulna
(গ) Radius
(ঘ) Humerous

৮৩। নাক দিয়ে রক্তক্ষরণকে কি বলে?
(ক) Haemoptysis
(খ) Haematuria
(গ) Epistaxis √
(ঘ) Malaena

৮৪। Central Vein Catheter কোন শিরাতে দেওয়া হয় না?
(ক) Internal jugular Vein
(খ) Subclavian Vein
(গ) Inferior Vena Cava √
(ঘ) Femoral Vein

৮৫। The following are skull bone except?
(ক) Occipital
(খ) Parietal
(গ) Temporal
(ঘ) Hyoid √

৮৬। Anatomy is the branch of medical science which deals with?
(ক) Structure of animal parts
(খ) Structure of human body √
(গ) Structure of human dead body
(ঘ) Structure of cells & tissues

৮৭। Pneumothorax is -
(ক) Free gas under the diaphragm
(খ) Gas in the peritoneum
(গ) Air in the pleural cavity √
(ঘ) Blood in the pleural cavity

৮৮। The upper respiratory system consists of - 
(ক) Trachea √
(খ) Alveoli
(গ) Respiratory tract
(ঘ) Bronchi

৮৯।  In primary trauma care, initial management of fracture is-
(ক) Internal fixation
(খ) Closed reduction
(গ) Internal fixation & closed reduction
(ঘ) Immobilization √

৯০। মানুষের দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছের অন্তর্ভুক্তি যেরােগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে—
(ক) রিকেটস
(খ) অষ্টিও মাইলাইটিস
(গ) হাইপাে থাইরয়ডিজম √
(ঘ) আর্থাইটিস

৯১। কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটিকে?
(ক) নিউক্লিয়াস
(খ) সেন্ট্রিওল
(গ) সেন্ট্রোজোম
(ঘ) মাইটোকন্ড্রিয়া √

৯২। The structural and functional unit of lung is? 
(ক) Trachea
(খ) Nephron
(গ) Bronchus
(ঘ) Alveoli √

৯৩। কোন অঙ্গের পেশির উপর আমাদের নিয়ন্ত্রণ নেই? 
(ক) পায়ের
(খ) চোখের
(গ) হাতের
(ঘ) পাকস্থলীর √

৯৪। বায়ুতে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণ-
(ক) ২০.৬০% + ৭৭.১৬% √
(খ) ২৩.৬% + ৭২.২৩%
(গ) ১৮.৭৭% + ৭৯.৮৮%
(ঘ) ২০.৬%+৭২.৮৮%

৯৫। How many numbers of cranial nerve present in our body?
(ক) 12 pairs √
(খ) 12 numbers
(গ) 31 pairs
(ঘ) 10 pairs

৯৬। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ -
(ক) ত্বক √
(খ) চোখ
(গ) যকৃত
(ঘ) কিডনি

৯৭। Risk factor for deep vein thrombosis? 
(ক) Early mobilization
(খ) Aspirin
(গ) Young age
(ঘ) Oral contraceptive pills √

৯৮। About blood pressure measurement?
(ক) Systolic pressure measured by palpation √
(খ) Sphygmomanometer is not always essential
(গ) Cuff pressure should be raised about 80-100 mm of Hg abov
(ঘ) Cuff size in adult and children are not 

৯৯। কিসের কারণে রক্ত জমাট বাধে?
(ক) ফাইব্রিনােজেন √
(খ) লােহিত কণিকা
(গ) রক্তরস
(ঘ) কোনটি নয়

১০০। রক্তে কোন উপাদান কম থাকলে Hypokalemia বলে?
(ক) Potassium √
(খ) Calcium
(গ) Sodium
(ঘ) None


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url